সাধারণ জ্ঞান MCQ – সেট ৯
Static GK MCQ – Set 9
৬০১. বুধ গ্রহের একটি বছরের দিন সংখ্যা –
(A) ৫৬
(B) ৮৮
(C) ১০০
(D) ৩৬
৬০২. ভারতীয় ব্যাংকগুলির সর্বোচ্চ বৈদেশিক শাখা রয়েছে কোন দেশে ?
(A) ইউ.কে.
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) বাংলাদেশ
(D) শ্রীলঙ্কা
৬০৩. “জেমস বন্ড” চরিত্রটি কার সৃষ্ট ?
(A) ইয়ান ফ্লেমিং
(B) পেরি মেসন
(C) ওয়াড হাউস
(D) আগাথা ক্রিস্টি
৬০৪. নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি “NuclearSuppliers Group (NSG)” -এর সদস্য নয় ?
(A) অস্ট্রেলিয়া
(B) ফ্রান্স
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) ভারত
৬০৫. এশিয়া ও আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট সমুদ্র যাত্রা হল –
(A) কেপ অফ গুড হোপ
(B) সুয়েজ খাল
(C) পানামা খাল
(D) উত্তর অ্যাটলান্টিক রুট
৬০৬. কোন প্রণালীটি ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে ?
(A) বসফরাস
(B) জিব্রাল্টার
(C) বেরিং
(D) ডোভার
৬০৭. ‘পোর্ট্রেট ফ্রাঙ্কোয়েস’ শিল্পটির সৃষ্টিকর্তা –
(A) ম্যাক অ্যাডামস
(B) পাবলো পিকাসো
(C) পল ওন্ড্রাস্চ
(D) জন গ্রেয়ার
৬০৮. ভারতের প্রথম ৫ ষ্টার ডিলাক্স হোটেল কোনটি ?
(A) ওবেরয় শেরাটন হোটেল ( দিল্লি )
(B) অশোক হোটেল ( দিল্লি )
(C) তাজ মহল হোটেল ( মুম্বাই )
(D) অশোক হোটেল ( বেঙ্গালুরু )
৬০৯. নিম্নলিখিত লেকগুলির মধ্যে কোনটি কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডার তিনটির সীমান্ত সংলগ্ন ?
(A) লেক তুর্কানা
(B) লেক ভিক্টোরিয়া
(C) লেক তিভু
(D) লেক ট্যানজনিয়িকা
৬১০. নিম্নলিখিত ফলগুলির মধ্যে কোনটি “ভালোবাসার আপেল ( Love Apple ) ” নামে পরিচিত ?
(A) টমেটো
(B) স্ট্রবেরি
(C) আম
(D) আনারস
To check our latest Posts - Click Here