NotesGeneral Knowledge Notes in Bengali
বন্যপ্রাণী সংরক্ষণ
কিছু গুরুত্বপূর্ণ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের তালিকা
* ১৯৭৩ সালে প্রজেক্ট টাইগার সূচনা হয়
# | নাম | সংশ্লিষ্ট রাজ্য |
১ | নাগার্জুন সাগর | অন্ধ্রপ্রদেশ |
২ | নামদফা | অরুণাচল প্রদেশ |
৩ | কাজিরাঙ্গা | অসম |
৪ | মানস | অসম |
৫ | নামেরি | অসম |
৬ | বাল্মীকি | বিহার |
৭ | ইন্দ্রাবতী | ছত্তিশগড় |
৮ | পালামৌ | ঝাড়খন্ড |
৯ | করবেট পার্ক | উত্তরাখন্ড |
১০ | বক্সা | পশ্চিমবঙ্গ |
১১ | সিমলিপাল | ওড়িশা |
১২ | রণথম্বোর | রাজস্থান |
১৩ | পেঞ্চ | মধ্যপ্রদেশ |
১৪ | বরি-সাতপুরা | মধ্যপ্রদেশ |
১৫ | কানহা | মধ্যপ্রদেশ |
হস্তী সংরক্ষণ প্রকল্পের তালিকা
* ১৯৯২ সালে হস্তী প্রকল্পের সূচনা হয়
# | নাম | সংশ্লিষ্ট রাজ্য |
১ | ময়ূরঝর্ণা | পশ্চিমবঙ্গ |
২ | সিংভূম | ঝাড়খন্ড |
৩ | ময়ূরভঞ্জ | ওড়িশা |
৪ | বৈতামি | ওড়িশা |
৫ | বাদোলখোল | ছত্তিশগড় |
৬ | তামোর পিঙ্গলা | ছত্তিশগড় |
৭ | লেমরু | ছত্তিশগড় |
৮ | কামেঙ্ক | অরুণাচল প্রদেশ |
৯ | শোণিতপুর | অসম |
১০ | দিহিং – পাটকই | অসম |
১১ | ধানসিঁড়ি | অসম |
১২ | লাংডিং | অসম |
১৩ | ইনটানকি | নাগাল্যান্ড |
১৪ | সিভিল্লিপুথুর | তামিলনাড়ু |
আরো দেখে নাও :
স্থানান্তর কৃষির বিবিধ নাম । Shifting Cultivation | PDF
ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র PDF
ভারতের রাজ্যভিত্তিক উল্লেখযোগ্য কিছু হ্রদের তালিকা । Lakes in India । PDF
পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি । Famous Deserts Around The World
To check our latest Posts - Click Here