রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ১৩

Indian Polity MCQ – Set 13
৪১১. নিম্নলিখিতদের মধ্যে কে বিনা প্রতিদ্বন্ধিতায় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ?
(A) রাজেন্দ্র প্রসাদ
(B) এস. রাধাকৃষ্ণন
(C) কে. আর. নারায়ণন
(D) নিলাম সঞ্জীব রেড্ডি
৪১২. কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন ?
(A) সেনাপ্রধান
(B) রাষ্ট্রপতি
(C) উপরাষ্ট্রপতি
(D) প্রধানমন্ত্রী
৪১৩. ভারতের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি ভোগ করেন –
(A) চূড়ান্ত ক্ষমতা
(B) সীমাবদ্ধ কিন্তু প্রকৃত ক্ষমতা
(C) আলঙ্কারিক ও আনুষ্ঠানিক ক্ষমতা
(D) উপরোক্ত সবকটি
৪১৪. রাষ্ট্রপতির বিরুদ্ধে “ইমপিচমেন্ট” – এর প্রস্তাব উত্থাপনের জন্য সংসদের যে-কোনো কক্ষের কমপক্ষে কত সমর্থন প্রয়োজন ?
(A) ২৫ শতাংশ
(B) ২০ শতাংশ
(C) ১০ শতাংশ
(D) ৫ শতাংশ
৪১৫. উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ শেষ হবার আগে তাঁকে অপসারণ করতে পারেন –
(A) রাষ্ট্রপতি তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে
(B) সংসদের উভয়কক্ষ
(C) রাজ্যসভা ( ২/৩ সদস্যের সমর্থন লাভের মাধ্যমে )
(D) কেন্দ্রীয় ক্যাবিনেট
৪১৬. উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, যদি রাষ্ট্রপতি –
(A) পদত্যাগ করেন
(B) অসুস্থতার কারণে কার্যক্ষেত্রে অনুপস্থিত থাকেন
(C) মারা যান
(D) উপরোক্ত সবকটি ক্ষেত্রে
৪১৭. উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন –
(A) রাজ্যসভায়
(B) লোকসভায়
(C) রাজ্যসভা ও লোকসভার যুগ্ম অধিবেশনে
(D) উপরোক্ত কোনোটিতে নয়
৪১৮. উপরাষ্ট্রপতি হবার জন্য প্রয়োজনীয় নূন্যতম বয়স –
(A) ৩০ বছর
(B) ৩৫ বছর
(C) ৪০ বছর
(D) ২৫ বছর
৪১৯. উপরাষ্ট্রপতি পুনর্নিবাচন সম্পর্কে ভারতীয় সংবিধানে –
(A) কিছু বলা হয়নি
(B) নিষেধ করা হয়েছে
(C) বলা হয়েছে মাত্র একবার বৈধ
(D) বলা হয়েছে সর্বাধিক দুইবার বৈধ
৪২০. রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ দেখা দিলে তার নিস্পত্তি করে –
(A) নির্বাচন কমিশন
(B) সুপ্রিম কোর্ট
(C) সংসদ
(D) হাইকোর্ট
To check our latest Posts - Click Here