সাধারণ জ্ঞান MCQ – সেট ৪
Static GK MCQ – Set 14
৩৯১. কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত ?
(A) গঙ্গা
(B) ব্রম্ভ্রপুত্র
(C) গোদাবরী
(D) কাবেরী
৩৯২. “ব্রেন ফিভার” সৃষ্টিকারী জীবাণু কোনটি?
(A) রাইনো ভাইরাস
(B) ভিভ্রিও কলেরি
(C) জাপানি এনকেফেলাইটিস ভাইরাস
(D) কোনটি নয়
৩৯৩. কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্তজমাট বাঁধে না ?
(A) হেপারিন
(B) হিমোগ্লোবিন
(C) ফাইব্রিন
(D) থার্মোপ্রাস্টিন
৩৯৪. শ্রেণী বিন্যাসের জনক কাকে বলা হয় ?
(A) এরিস্টটল
(B) ক্যারোলাস লিনিয়াস
(C) জন রে
(D) থিওফ্রাস্টাস
৩৯৫. কোন নদীর উপর ‘পং’ বাঁধটি গড়ে উঠেছে ?
(A) নর্মদা
(B) ইরাবতী
(C) বিপাশা
(D) শোন
৩৯৬. মালাক্কা প্রনালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?
(A) সিঙ্গাপুর ও মালয়েশিয়া
(B) ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড
(C) জাভা ও সুমাত্রা
(D) সুমাত্রা ও মালয়েশিয়া
৩৯৭. বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় ?
(A) ২৫ সেপ্টেম্বর
(B) ২৬ সেপ্টেম্বর
(C) ২৭ সেপ্টেম্বর
(D) ২৮ সেপ্টেম্বর
৩৯৮. যুদ্ধক্ষেত্রে “রুমি” কৌশল ব্যবহার করেছিলেন –
(A) বাবর
(B) আকবর
(C) শাহজাহান
(D) ঔরঙ্গজেব
৩৯৯. লক্ষন সেন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন ?
(A) শৈব
(B) বৈষ্ণব
(C) জৈন
(D) বৌদ্ধ
৪০০. কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –
(A) ১৮০৭ খ্রিষ্টাব্দে
(B) ১৮১৭ খ্রিষ্টাব্দে
(C) ১৮৩৫ খ্রিষ্টাব্দে
(D) ১৮৫৭ খ্রিষ্টাব্দে
To check our latest Posts - Click Here
What a data of un-ambiguity and preserveness of precious knowledge regarding unexpected emotions.