Bengali MythologyQuiz
বাংলা মিথোলজি – সেট ১১

Bengali Mythology – Set 11
১. শ্রী বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত তথা বৈকুন্ঠের দ্বার রক্ষক জয় ও বিজয় দ্বাপর যুগে কোন অবতারে জন্মগ্রহণ করেছিলেন ?
উত্তর :
শিশুপাল ও বক্রদন্ত
২. শিশুপাল ও বক্রদন্তকে কে হত্যা করেছিলেন ?
উত্তর :
শ্রী কৃষ্ণ
৩. কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন সেই যুদ্ধের ঘটনা কে ধৃতরাষ্ট্রকে বর্ণনা করে শোনান?
উত্তর :
সঞ্জয়
৪. সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে থেকে হস্তিনাপুর রাজসভা থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ কিভাবে পরিদর্শন করেন ?
উত্তর :
দিব্য দৃষ্টি দ্বারা ( এই দৃব্য দৃষ্টি তাঁকে ব্যাসদেব প্রদান করেছিলেন )
৫. কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবদের অশ্বমেধ যজ্ঞ চলাকালীন অর্জুন কার কাছে পরাজিত ও নিহত হন ?
উত্তর :
অর্জুন ও চিত্রাঙ্গদা পুত্র বব্রুবাহনের কাছে
৬. খাণ্ডব বন দহনের জন্য অর্জুনের সাথে কার ভীষণ যুদ্ধ বাঁধে ?
উত্তর :
দেবরাজ ইন্দ্র
৭. অভিমুন্য পুত্র পরীক্ষিত কি ভাবে মারা যান ?
উত্তর :
নাগ রাজ্ দক্ষকের দংশনের ফলে
৮. সর্প দংশনের ফলে পরীক্ষিতের মৃত্যুর প্রতিশোধ নিতে কে সর্প বংশ ধ্বংস করার জন্য যজ্ঞ শুরু করেন ?
উত্তর :
পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয়
৯. জন্মেঞ্জয়ের সর্প-ধ্বংস যজ্ঞ থেকে নাগদের কে রক্ষা করেন ?
উত্তর :
আস্তিক মুনি
১০. আস্তিক মুনি কে ছিলেন ?
উত্তর :
মা মনসা ও মুনি জরৎকারের পুত্র
To check our latest Posts - Click Here