ইতিহাস MCQ – সেট ২২ – আধুনিক ভারত
ইতিহাস MCQ – সেট ২২ – আধুনিক ভারত
(A) মহম্মদ মহসিন আলাউদ্দিন আহম্মদ
(B) নোয়া মিয়াঁ
(C) মীর নিসার আলি
(D) হাজি শরিয়াত উল্লাহ
২৩২. তিতুমীর কোন আন্দোলনের নেতা ছিলেন?
(A) ফরাজি
(B) খিলাফত
(C) ওয়াহাবি
(D) সন্যাসী বিদ্রোহ
২৩৩. ফরাজি শব্দের অর্থ কি?
(A) ঈশ্বরের সেনানায়ক
(B) ইসলামের নির্দিষ্ট কর্তব্য
(C) ধর্ম যুদ্ধ
(D) নবজাগরণ
২৩৪. ওড়িশায় কার নেতৃত্বে ১৮১৭ সালে পাইক বিদ্রোহ হয়েছিল?
(A) তিতুমীর
(B) সুই মুন্ডা
(C) বিদ্যাধর মহাপাত্র
(D) দিনু মন্ডল
২৩৫. নীলবিদ্রোহের কোন নেতাকে বাংলার নানাসাহেব বলা হয়?
(A) রফিক মন্ডল
(B) দিগম্বর বিশ্বাস
(C) বিষ্ণুপদ বিশ্বাস
(D) রামরতন মল্লিক
২৩৬. নীলবদ্রোহে অংশগ্রহণকারী ফরাজি নেতা হলেন –
(A) তিতুমীর
(B) রফিক মন্ডল
(C) হাজি সারিয়াতুল্লাহ
(D) দুদু মিয়াঁ
২৩৭. পাগলপন্থিদের নেতা ছিলেন –
(A) মজনু শাহ
(B) দান ফকির
(C) তিতুমীর
(D) ফকির করিম শাহ
২৩৮. “দামিন-ই-কোহ” কথাটির অর্থ হল –
(A) আহত পাহাড়
(B) পাহাড়ী মা
(C) পাহাড়ের প্রান্তদেশ
(D) মৃত পাহাড়
২৩৯. নীলদর্পণ ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় ও কারাদণ্ড দেওয়া হয়?
(A) মাইকেল মধুসূদন দত্ত
(B) হরিশ্চন্র মুখোপাধ্যায়
(C) পাদ্রী জেমস লঙ
(D) উইলিয়াম কেরি
২৪০. ১৭৮৩ সালে ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল –
(A) সন্দীপ বিদ্রোহ
(B) রংপুর বিদ্রোহ
(C) পাইক বিদ্রোহ
(D) চুয়ার বিদ্রোহ
To check our latest Posts - Click Here