History MCQ Questions in Bengali

ইতিহাস MCQ – সেট ২২ – আধুনিক ভারত

ইতিহাস MCQ – সেট ২২ – আধুনিক ভারত

২৩১. ফরাজি নেতা দুদু মিয়াঁর আসল নাম কি ছিল?

(A) মহম্মদ মহসিন আলাউদ্দিন আহম্মদ
(B) নোয়া মিয়াঁ
(C) মীর নিসার আলি
(D) হাজি শরিয়াত উল্লাহ

উত্তর :
(A) মহম্মদ মহসিন আলাউদ্দিন আহম্মদ

২৩২. তিতুমীর কোন আন্দোলনের নেতা ছিলেন?

(A) ফরাজি
(B) খিলাফত
(C) ওয়াহাবি
(D) সন্যাসী বিদ্রোহ

উত্তর :
(C) ওয়াহাবি

২৩৩. ফরাজি শব্দের অর্থ কি?

(A) ঈশ্বরের সেনানায়ক
(B) ইসলামের নির্দিষ্ট কর্তব্য
(C) ধর্ম যুদ্ধ
(D) নবজাগরণ

উত্তর :
(B) ইসলামের নির্দিষ্ট কর্তব্য

২৩৪. ওড়িশায় কার নেতৃত্বে ১৮১৭ সালে পাইক বিদ্রোহ হয়েছিল?

(A) তিতুমীর
(B) সুই মুন্ডা
(C) বিদ্যাধর মহাপাত্র
(D) দিনু মন্ডল

উত্তর :
(C) বিদ্যাধর মহাপাত্র

২৩৫. নীলবিদ্রোহের কোন নেতাকে বাংলার নানাসাহেব বলা হয়?

(A) রফিক মন্ডল
(B) দিগম্বর বিশ্বাস
(C) বিষ্ণুপদ বিশ্বাস
(D) রামরতন মল্লিক

উত্তর :
(D) রামরতন মল্লিক 

২৩৬. নীলবদ্রোহে অংশগ্রহণকারী ফরাজি নেতা হলেন – 

(A) তিতুমীর
(B) রফিক মন্ডল
(C) হাজি সারিয়াতুল্লাহ
(D) দুদু মিয়াঁ

উত্তর :
(B) রফিক মন্ডল

২৩৭. পাগলপন্থিদের নেতা  ছিলেন – 

(A) মজনু শাহ
(B) দান ফকির
(C) তিতুমীর
(D) ফকির করিম শাহ

উত্তর :
(D) ফকির করিম শাহ 

২৩৮. “দামিন-ই-কোহ” কথাটির অর্থ হল – 

(A) আহত পাহাড়
(B) পাহাড়ী মা
(C) পাহাড়ের প্রান্তদেশ
(D) মৃত পাহাড়

উত্তর :
(C) পাহাড়ের প্রান্তদেশ

২৩৯. নীলদর্পণ ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় ও কারাদণ্ড দেওয়া হয়?

(A) মাইকেল মধুসূদন দত্ত
(B) হরিশ্চন্র মুখোপাধ্যায়
(C) পাদ্রী জেমস লঙ
(D) উইলিয়াম কেরি

উত্তর :
(C) পাদ্রী জেমস লঙ

২৪০. ১৭৮৩ সালে ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল – 

(A) সন্দীপ বিদ্রোহ
(B) রংপুর বিদ্রোহ
(C) পাইক বিদ্রোহ
(D) চুয়ার বিদ্রোহ

উত্তর :
(B) রংপুর বিদ্রোহ

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button