বিজ্ঞান MCQ – সেট ১৪ – জীবনবিজ্ঞান
বিজ্ঞান MCQ – সেট ১৪ – জীবনবিজ্ঞান
(A) মেটাফেজ
(B) অ্য়ানাফেজ
(C) ইন্টারফেজ
(D) প্রোফেজ
১৯২. সদৃশ বা সম বিভাজন হল
(A) এমাইটোসিস
(B) মিয়োসিস
(C) মাইটোসিস
(D) কোনোটিই নয়
১৯৩. কোষ বিভাজনের যে দশায় ক্রোমাটিডদ্বয় বিচ্ছিন্ন হয়ে বেমের বিপরীত মেরুর দিকে সরে যায়
(A) প্রোফেজ
(B) ইন্টারফেজ
(C) অ্য়ানাফেজ
(D) মেটাফেজ
১৯৪. মিয়োসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি হল
(A) সদৃশ বিভাজন
(B) হ্রাস বিভাজন
(C) সদৃশ ও হ্রাস বিভাজন
(D) কোনোটিই নয়
১৯৫. প্রাণীদেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হল
(A) স্নায়ুকোষ
(B) জননকোষ
(C) অস্থিকোষ
(D) রক্তকোষ
১৯৬. কোষ বিভাজনের যে দশায় বেমতন্তু গঠিত হয়
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্য়ানাফেজ
(D) টেলোফেজ
১৯৭. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে?
(A) সাইটোকাইনেসিস
(B) ক্যারিওকাইনেসিস
(C) স্পার্মাটোজেনেসিস
(D) পেডোজেনেসিস
১৯৮. মাইটোসিস কোষ বিভাজনের অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা হয় মাতৃকোষের –
(A) সমান
(B) দ্বিগুন
(C) অর্ধেক
(D) ওপরের কোনোটিই নয়
১৯৯. প্রতিটি ক্রোমোজোমে কয়টি ক্রোমাটিড থাকে?
(A) ১
(B) ২
(C) ৩
(D) ৪
২০০. মিয়োসিসের প্রথম প্রফেজের জাইগোটিন উপদশায় সমসংস্থ পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়ের মিলনকে বলে –
(A) কায়াজমা
(B) সাইন্যাপসিস
(C) ক্রসিংওভার
(D) টেট্রাড
To check our latest Posts - Click Here