ইতিহাস – সেট MCQ ২০ – আধুনিক ভারত
History MCQ – Set 20 – Modern History
(A) মধুসূদন দত্ত
(B) রেভ, জেমস লং
(C) হরিশচন্দ্র মুখার্জী
(D) কালিপ্রসন্ন সিংহ
১৬২. [WBCS Preli 08] কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সহায়তা করেছিলেন?
(A) শিশির কুমার ঘোষ
(B) হরিশচন্দ্র মুখার্জী
(C) বারীন্দ্র ঘোষ
(D) বিপিনচন্দ্র পাল
১৬৩. [PSC Misc Preli 05] ১৯২১ সালে মোপলা বিদ্রোহ শুরু হয় –
(A) আসামে
(B) কেরলে
(C) পাঞ্জাবে
(D) বাংলায়
১৬৪. [WBCS Preli 13] ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল?
(A) ছোটনাগপুর মালভূমি
(B) সিংভূম
(C) সাতারা
(D) খান্দেশ
১৬৫. [WBCS Preli 13] বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন?
(A) দুদু মিয়াঁ
(B) তিতুমীর
(C) হাজি শরিয়াতুল্লা
(D) সৈয়দ আহমেদ
১৬৬. [WBCS Preli 13] কোন জায়গাকে সাঁওতালরা দামিন-ই-কোহ বলতো?
(A) ধলভূম
(B) পালামৌ
(C) রাজমহল পাহাড়
(D) হাজারিবাগ
১৬৭. পলিগার বিদ্রোহ প্রকৃতপক্ষে কি ধরণের বিদ্রোহ?
(A) কৃষক বিদ্রোহ
(B) নীল চাষীদের বিদ্রোহ
(C) সংস্কার বিদ্রোহ
(D) ওপরের কোনোটিই নয়
১৬৮. দিনু মন্ডল কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন?
(A) চুয়াড় বিদ্রোহ
(B) নীল বিদ্রোহ
(C) পাইক বিদ্রোহ
(D) ওপরের কোনোটিই নয়
১৬৯. কোল বিদ্রোহের অন্যতম নায়ক ছিলেন –
(A) সিধু
(B) কানু
(C) বিরসা
(D) সুই মুন্ডা
১৭০. বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত?
(A) কোল বিদ্রোহ
(B) সিপাহী বিদ্রোহ
(C) সন্ন্যাসী বিদ্রোহ
(D) মোপলা বিদ্রোহ
To check our latest Posts - Click Here