General Knowledge Notes in BengaliNotes

পাই দিবস – কবে, কেন পালন করা হয় ?

Pi Day

পাই দিবস – কবে, কেন পালন করা হয় ?

আজ ১৪ই মার্চ। মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিন এবং মহান পদার্থবিদ স্টিভেন হকিং এর প্রয়াণ দিবস।  কিন্তু এই দিনটির গুরুত্ব এখানেই সীমিত নয়। এই দিনে সারা বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক পাই দিবস (International PI Day ) । গণিতের জগতে পাই ধ্রুবকের গুরুত্ব অপরিসীম।  জেনে নিয় এই পাই সম্পর্কিত কিছু তথ্য।

পাই কি ?

পাই (π) একটি গাণিতিক ধ্রুবক। এই ধ্রুবকের মান –  ৩.১৪১৫৯ ( ৫ দশমিক স্থান পর্যন্ত )। ইউক্লিডীয় সমতলীয় জ্যামিতিতে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই (π) হিসেবে সংজ্ঞায়িত করা হয়।  π গ্রিক বর্ণমালার ষোলতম বর্ণ। গ্রিক শব্দ ‘περιφέρεια’ (যার অর্থ periphery) এবং ‘περίμετρος’(যার অর্থ perimeter) এর প্রথম বর্ণ হচ্ছে π। ধরা হয়ে থাকে পরিধি বা perimeter শব্দটি থেকেই π এর ব্যবহার হয়ে আসছে।

উইলিয়াম জোনস সর্বপ্রথম ১৭০৬ সালে পাই প্রতীকটির প্রচলন করেন। তবে এ প্রতীকটিকে জনপ্রিয় করেন সুইস গণিতবিদ লিওনার্দো ইউলার।

পাই দিবস কখন এবং কেন পালন করা হয় ?

প্রতিবছর ১৪ই মার্চ পাই দিবস পালন করা হয়। ১৪ই মার্চ পাই দিবস পালন করা হয় কারণ পাই এর মান ৩.১৪ এর সাথে এই ডেটের মিল রয়েছে ।

আবার পাই এর একটু বিস্তারিত মান নিলে  ( ৩.১৪১৫৯২৬ ) সেখান থেকে পাই দিবস এবং পাই সেকেন্ড এর তথ্যও পাওয়া যায়। পাই এর প্রতিটি সংখ্যা থেকে কিভাবে পাই দিবস ও পাই সেকেন্ড পাওয়া যায় তা নিচে দেওয়া রইলো ।

Pie Day Minute Second

১৪ই মার্চ দুপুর ১ টা ৫৯ মিনিটকে পাই মিনিট এবং দুপুর ১ টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয়ে থাকে।

পাই দিবস প্রথম কবে এবং কোথায় পালন করা হয়েছিল ?

১৯৮৮ সালে সানফ্রান্সিসকোর একটি সাইন্স মিউজিয়ামে পাই দিবস প্রথমবারের জন্য পালন করা হয়েছিল। এই মিউজিয়ামে ওই দিন ওই মিউজিয়ামের কর্মচারীরা ও দর্শনার্থীরা মাইল একটি বৃত্তাকার স্থানে সবাই মিলে একটি বিশেষ কেক খেয়ে এই দিনটি উদযাপন করেন।

Pie Day Cake
১৯৮৮ সালে সানফ্রান্সিসকোর সাইন্স মিউজিয়ামে পাই দিবস সেলিব্রেশন কেক

এই মিউজিয়ামের তৎকালীন কর্মকর্তা “ল্যারি শ” এর পাই দিবস উদযাপনের প্রধান উদ্যোক্তা ছিলেন। তাই তাঁকে ‘পাই‌‌-এর রাজপুত্র’ বলা হয়ে থাকে। গণিতের জগতে পাই ধ্রুবকটি এতটাই জনপ্রয় ও প্রচলিত যে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) অনেক সময় তাদের নতুন শিক্ষার্থীদের গ্রহণপত্র পাই দিবসে ডাকে দিয়ে থাকে।

পাই ধ্রুবক সম্পর্কিত কিছু গাণিতিক তথ্য

  • ১৪ই মার্চ  –  পাই দিবস, আলবার্ট আইনস্টাইনের জন্মদিন ও স্টিভেন হকিং -এর প্রয়াণ দিবস।
  • ৩১.৪ মিলিয়ন – এম্মা হারুকা ইয়াও বিশ্ব রেকর্ড করেন পাই এর নিকটতম মান নির্ণয় করে।
  • ৪ – প্রায় ৪ মাস সময় লেগেছিলো এম্মা হারুকা ইয়াও -এর এই মান নির্ণয় করতে।
  • ৭০,০০০ – এই দশমিক স্থান পর্যন্ত পাই এর মান মনে রেখেছিলেন রাজভীর মিনা ( ২০১৫ সাল )।
  • ১০ – প্রায় ১০ ঘন্টা সময় লেগেছিলো রাজভীর মিনার এই বিশ্ব রেকর্ডটি করতে।
  • ৩.১২৫ – পাই এর মান যেটি ব্যাবিলনের বাসিন্দারা ব্যবহার করতো।
  • ২২.৪ ট্রিলিয়ন – কম্পিউটার ব্যবহার করে এতো ডিজিটের পাই এর মান বার করতে সক্ষম হয়েছিলেন পিটার ট্রাইব ।
  • ২৪ – পিটার ট্রাইব দ্বারা নির্ণীত পাই এর মান স্টোর করতে এতগুলি হার্ড ডিস্ক লেগেছিলো।
  • ৭০০,০০০ – এই এতগুলি বছর লাগবে কেউ যদি পিটার ট্রাইব দ্বারা নির্ণীত পাই এর মান পড়তে থাকেন।

আমরা যারা গণিতপ্রেমী তারা প্রতিদিনই  কম বেশ এই পাই ধ্রুবকের সাক্ষাৎ পেয়েই থাকি। তাই বাংলা কুইজের তরফ থেকে পাই ধ্রুবক ও পাই দিবস সম্পর্কিত এই ছোট্ট একটি প্রতিবেদন সব গণিত প্রেমীদের জন্য তুলে ধরা হলো।

আরও দেখে নাও :

অ্যালবার্ট আইনস্টাইন কুইজ – Quiz on Albert Einstein

জাতীয় মহিলা দিবস | National Women’s Day

বিশ্ব এইডস দিবস – ১ ডিসেম্বর । World AIDS Day

জাতীয় গণিত দিবস । National Mathematics Day

বিশ্ব শিশু দিবস – ২০ই নভেম্বর । World Children’s Day

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button