QuizQuiz

বাংলা কুইজ – সেট ৬০

Bengali Quiz – Set 60

১. কোন মুঘল সম্রাট অনেকগুলি হিন্দি সংগীত সংকলন করেছিলেন?

উত্তর :
জাহাঙ্গীর

২. কোন ভারতীয়ের নাম অনুসারে সুইজারল্যান্ডের আলপেনরষে একটি ঝিলের নাম রাখা হয়েছে?

উত্তর :
যশ চোপড়া

৩. কোন শিখ গুরুকে “The Shield of India” বলা হয়?

উত্তর :
নবম গুরু তেগ বাহাদুর

৪. কোন বিখ্যাত অভিনেতা মাত্র ৬ বছর বয়সে তাঁর প্রথম চলচিত্র “আশা” -তে অভিনয় করেন?

উত্তর :
ঋত্বিক রোশান

৫. কোন শহরকে মুক্তোর শহর বলা হয়?

উত্তর :
হায়দ্রাবাদ

৬. ইংলিশ প্রিমিয়াম লীগ চালু হয় ১৯৯২-৯৩ সালে | কোন টীম প্রথম ট্রফিটি জিতেছিল?

উত্তর :
ম্যানচেস্টার ইউনাইটেড

৭. “Quick Silver” কোন মৌলকে বলা হয়?

উত্তর :
পারদ

৮. ৩২৬ খ্রিষ্ট-পূর্বাব্দে রাজা অম্ভি, রাজা পুরুর বিরুদ্ধে কাকে সাহায্য করেছিলেন?

উত্তর :
আলেক্সজান্ডার

৯. কোন ভারতীয় অভিনেতার প্রথম ইংরেজি চলচিত্র “The Last Lear “?

উত্তর :
অমিতাভ বচ্চন

১০. ভারতের অর্কিডের রাজ্য (Orchid state of India) কাকে বলা হয়?

উত্তর :
অরুণাচল প্রদেশ

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button