QuizQuiz

বাংলা কুইজ – সেট ৪৭

Bengali Quiz – Set 47

১. ভারতের মূল সংবিধানটির প্রত্যেকটি পৃষ্টার বর্ডার কোন বিখ্যাত ব্যক্তি এবং তাঁর ছাত্রদের হাতে করে টানা?

উত্তর :
নন্দলাল বোস

২. বাংলা ভাষায় একটি বহুল প্রচলিত শব্দ ফাজিল। আরবি ভাষায় এই ফাজিল শব্দের অর্থ কি?

উত্তর :
পণ্ডিত

৩. বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমান চলাচল করে?

উত্তর :
স্ট্রাটোস্পিয়ার (Stratosphere )

৪. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন?

উত্তর :
‎জর্জ ইউল (‎George Yule )

৫. মহাবিশ্বে কোন মৌলটি সব থেকে বেশি পরিমানে রয়েছে?

উত্তর :
হাইড্রোজেন

৬. “শের-ই-বাংলা” কাকে বলা হয়?

উত্তর :
ফজলুল হক

৭. “Veni, vidi, vici ” এই ল্যাটিন প্রবাদবাক্যটির অর্থ “এলাম , দেখলাম , জয় করলাম” | এই প্রবাদবাক্যটি প্রথম কে বলেছিলেন?

উত্তর :
জুলিয়াস সিজার (Julius Caesar )

৮. কোন সংস্থা সবথেকে বেশিবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে?

উত্তর :
রেড ক্রস

৯. ভারতের কোন বিখ্যাত ব্যক্তিকে “শান্তির মানুষ” (Man of Peace ) বলে ডাকা হতো?

উত্তর :
লাল বাহাদুর শাস্ত্রী

১০. এশিয়ার সবচেয়ে পুরনো জাদুঘর কোনটি?

উত্তর :
কলকাতার ভারতীয় সংগ্রহালয় (১৮১৪ সালে এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় )

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button