সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর – সেট ১ – Science Short Questions and Answers
Science Short Questions and Answers
সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর – সেট ১ – Science Short Questions and Answers
দেওয়া রইলো ২০টি সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর । Science Short Questions and Answers .
১. ইলেকট্রিক হিটারের কয়েল হিসেবে কি ব্যবহার করা হয়?
২. ইঁদুর মারা বিষ আসলে কি?
৩. উইপোকার হাত থেকে কাঠের আসবাবপত্রকে বাঁচাতে কাঠের ওপর কিসের প্রলেপ দেওয়া হয়?
দেখে নাও : ৫০০ টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর – PDF
৪. ফ্ল্যাশ লাইট এর ফিলামেন্ট কি দিয়ে তৈরী হয়?
৫. কোন ধাতুটি গ্রীস্মকালে তরল হয়ে যায় কিন্তু শীতকালে কঠিন?
৬. জলের খরতা দূরীকরণ করতে কি ব্যবহার করা হয়?
৭. লোহার ওপরে জিংক এর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলে?
৮. মানবদেহে বেশি তামা প্রবেশ করলে কোন রোগটি হয়?
৯. রেডিয়ামের প্রধান আকরিক কি?
১০. সবথেকে তড়িৎ সুপরিবাহী ধাতু কোনটি?
১১. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরঙ্গের মান কত ?
১২. আল্ট্রাসনিক শব্দতরঙ্গ শুনতে পায় কোন প্রাণী ?
১৩. এক নটিক্যাল মাইল সমান কত ফুট ?
দেখে নাও : বিজ্ঞান MCQ – সেট ১০১ – বিজ্ঞানের MCQ প্রশ্ন ও উত্তর
১৪. কোন লোহায় কার্বনের পরিমান সবচেয়ে কম ?
১৫. বরফের সাথে সাধারণ লবন মেশালে বরফের গলনাঙ্ক বাড়ে না কমে ?
১৬. তিন ভরসংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলে ?
১৭. হীরের পর পৃথিবীতে সবচেয়ে কঠিন বস্তু কি ?
১৮. কোন তিনটি প্রাথমিক রং ?
১৯. “খনি শ্রমিকের বন্ধু” কাকে বলা হয় ?
২০. আইসোটোপ কি ?
দেখে নাও : বিজ্ঞান সেট ২
আমাদের এই সাধারণ জ্ঞানের ছোট প্রশ্ন ও উত্তর সিরিজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে । ভালো লাগলে এরকম আরো পোস্ট আমরা নিয়ে এসব ।
To check our latest Posts - Click Here