সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর – সেট ১ – Science Short Questions and Answers
Science Short Questions and Answers
সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর – সেট ১ – Science Short Questions and Answers
দেওয়া রইলো ২০টি সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর । Science Short Questions and Answers .
১. ইলেকট্রিক হিটারের কয়েল হিসেবে কি ব্যবহার করা হয়?
[spoiler title=”উত্তর : “]নাইক্রোম[/spoiler]
২. ইঁদুর মারা বিষ আসলে কি?
[spoiler title=”উত্তর : “]জিংক ফসফাইড[/spoiler]
৩. উইপোকার হাত থেকে কাঠের আসবাবপত্রকে বাঁচাতে কাঠের ওপর কিসের প্রলেপ দেওয়া হয়?
[spoiler title=”উত্তর : “]জিংক ক্লোরাইড[/spoiler]
দেখে নাও : ৫০০ টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর – PDF
৪. ফ্ল্যাশ লাইট এর ফিলামেন্ট কি দিয়ে তৈরী হয়?
[spoiler title=”উত্তর : “]ম্যাগনেসিয়াম[/spoiler]
৫. কোন ধাতুটি গ্রীস্মকালে তরল হয়ে যায় কিন্তু শীতকালে কঠিন?
[spoiler title=”উত্তর : “]গ্যালিয়াম ( গলনাঙ্ক ২৯.৭৬ ডিগ্রী সেলসিয়াস)[/spoiler]
৬. জলের খরতা দূরীকরণ করতে কি ব্যবহার করা হয়?
[spoiler title=”উত্তর : “]জিওলাইট[/spoiler]
৭. লোহার ওপরে জিংক এর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলে?
[spoiler title=”উত্তর : “]গ্যালভানাইজেশন[/spoiler]
৮. মানবদেহে বেশি তামা প্রবেশ করলে কোন রোগটি হয়?
[spoiler title=”উত্তর : “]উইলসন[/spoiler]
৯. রেডিয়ামের প্রধান আকরিক কি?
[spoiler title=”উত্তর : “]পিচ ব্লেন্ড[/spoiler]
১০. সবথেকে তড়িৎ সুপরিবাহী ধাতু কোনটি?
[spoiler title=”উত্তর : “]রুপা[/spoiler]
১১. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরঙ্গের মান কত ?
[spoiler title=”উত্তর : “]শুন্য[/spoiler]
১২. আল্ট্রাসনিক শব্দতরঙ্গ শুনতে পায় কোন প্রাণী ?
[spoiler title=”উত্তর : “]বাদুড়[/spoiler]
১৩. এক নটিক্যাল মাইল সমান কত ফুট ?
[spoiler title=”উত্তর : “]৬০৮০ ফুট[/spoiler]
দেখে নাও : বিজ্ঞান MCQ – সেট ১০১ – বিজ্ঞানের MCQ প্রশ্ন ও উত্তর
১৪. কোন লোহায় কার্বনের পরিমান সবচেয়ে কম ?
[spoiler title=”উত্তর : “]রট আইরন[/spoiler]
১৫. বরফের সাথে সাধারণ লবন মেশালে বরফের গলনাঙ্ক বাড়ে না কমে ?
[spoiler title=”উত্তর : “]কমে[/spoiler]
১৬. তিন ভরসংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলে ?
[spoiler title=”উত্তর : “]ট্রাইটিয়াম[/spoiler]
১৭. হীরের পর পৃথিবীতে সবচেয়ে কঠিন বস্তু কি ?
[spoiler title=”উত্তর : “]কোরান্ডাম[/spoiler]
১৮. কোন তিনটি প্রাথমিক রং ?
[spoiler title=”উত্তর : “]লাল, নীল, সবুজ[/spoiler]
১৯. “খনি শ্রমিকের বন্ধু” কাকে বলা হয় ?
[spoiler title=”উত্তর : “]হামফ্রে ডেভি আবিষ্কৃত সেফটি ল্যাম্পকে[/spoiler]
২০. আইসোটোপ কি ?
[spoiler title=”উত্তর : “]যে সব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভরসংখ্যা আলাদা, তাদের আইসোটোপ বলা হয় ।[/spoiler]
দেখে নাও : বিজ্ঞান সেট ২
আমাদের এই সাধারণ জ্ঞানের ছোট প্রশ্ন ও উত্তর সিরিজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে । ভালো লাগলে এরকম আরো পোস্ট আমরা নিয়ে এসব ।
To check our latest Posts - Click Here