Daily Current Affairs in BengaliCurrent Affairs

28th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

28th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৮শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দেশকে ২০২৩ সালের বিশ্ব আইস হকি চ্যাম্পিয়নশিপের আয়োজক থেকে নিষিদ্ধ করা হয়েছে?

(A) চীন
(B) ইউক্রেন
(C) রাশিয়া
(D) উত্তর কোরিয়া

উত্তর :
(C) রাশিয়া

  • আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন (IIHF) এ তথ্য জানিয়েছে।
  • চ্যাম্পিয়নশিপটি ৫-২১শে মে, ২০২৩ পর্যন্ত সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

২. কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি একটি মেগা ইভেন্ট “এন্টারপ্রাইজ ইন্ডিয়া”-এর উদ্বোধন করেছেন?

(A) অনুরাগ সিং ঠাকুর
(B) পীযূষ গয়াল
(C) নারায়ণ রানে
(D) হরদীপ সিং পুরী

উত্তর :
(C) নারায়ণ রানে

  • ২৭শে এপ্রিল ২০২২-এ আজাদি কা অমৃত মহোৎসব এর অধীনে এই মেগা ইভেন্ট “এন্টারপ্রাইজ ইন্ডিয়া”-র উদ্বোধন করা হয়েছে।
  • এই ইভেন্টে বিভিন্ন শিল্প সমিতির সাথে সম্মেলনের মতো কিছু প্রোগ্রাম আয়োজিত হবে।

৩. কোন দিনটিকে প্রতিবছর ‘কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য বিশ্ব দিবস’ (World Day for Safety and Health at Work) হিসেবে পালন করা হয়?

(A) ২১শে এপ্রিল
(B) ২৮শে এপ্রিল
(C) ২৬শে এপ্রিল
(D) ২৫শে এপ্রিল

উত্তর :
(B) ২৮শে এপ্রিল

  • কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য বিশ্ব দিবস প্রতি বছর ২৮শে এপ্রিল পালিত হয়।
  • ২০২২ এর জন্য এই দিনটির থিম হল “Act together to build a positive health and safety culture”।

৪. সম্প্রতি কাকে ভারতীয় হজ কমিটির চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) এ.পি. আবদুল্লাহকুট্টি
(B) বাইতুল হুজাজ
(C) আব্দুল কাদের
(D) মোঃ ইয়াকুব সেখ

উত্তর :
(A) এ.পি. আবদুল্লাহকুট্টি

  • এপি আবদুল্লাহকুট্টি ভারতের হজ কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন, এর পাশাপাশি প্রথমবারের মতো দুই মহিলাকে এই কমতির ভাইস চেয়ারপার্সন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
  • তারা হলেন মাফুজা খাতুন এবং মুনাওয়ারি সবিতা।

৫. কাকে সম্প্রতি জাতিসংঘের ‘Champion of the Earth Lifetime Achievement Award’ প্রদান করা হয়েছে?

(A) হেনরি টিফাগনে
(B) স্যার ডেভিড গ্রিফিথ
(C) স্যার ডেভিড অ্যাটেনবরো
(D) হারলে ম্যারিসন

উত্তর :
(C) স্যার ডেভিড অ্যাটেনবরো

  • স্যার ডেভিড অ্যাটেনবরো জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২১’ অর্জন করেছেন।
  • তিনি একজন ইংরেজি সম্প্রচারক, জীববিজ্ঞানী, প্রাকৃতিক ইতিহাসবিদ এবং লেখক।

৬. রাশিয়া সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থা থেকে প্রত্যাহার করেছে?

(A) UNWTO
(B) UNGA
(C) UNSC
(D) UNHRC

উত্তর :
(A) UNWTO

  • ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার সদস্যপদ স্থগিত করার ভোটের আগেই রাশিয়া জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে।
  • UNWTO এর আগে বলেছিল যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পদক্ষেপের পরে তারা রাশিয়াকে স্থগিত করতে চায়।

৭. ‘A Nation To Protect’ বইটির লেখক কে?

(A) প্রিয়ম গান্ধী মোদি
(B) ডাঃ কিরণ বেদী
(C) উমা দাস গুপ্ত
(D) সাগরিকা ঘোষ

উত্তর :
(A) প্রিয়ম গান্ধী মোদি

  • A Nation to Protect হল প্রিয়ম গান্ধী মোদির একটি উপন্যাস, যাতে COVID-19 মহামারীর বিরুদ্ধে ভারতের লড়াইয়ের কথা লেখা আছে।

৮. ইংল্যান্ডের নতুন টেস্ট ক্যাপ্টেন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) মঈন আলী
(B) বেন স্টোকস
(C) ক্রিস ওকস
(D) লিয়াম লিভিংস্টোন

উত্তর :
(B) বেন স্টোকস

  • তিনি জো রুটের স্থলাভিষিক্ত হয়ে ইংল্যান্ডের পুরুষদের টেস্ট দলের ৮১তম অধিনায়ক হবেন।
  • ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে হারের পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান জো রুট।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button