Notes

স্নায়ুতন্ত্রের শ্রেণিবিভাগ ও গঠনগত উপাদান

Classification of Nervous System

স্নায়ুতন্ত্রের শ্রেণিবিভাগ ও গঠনগত উপাদান

আজকে আমরা আলোচনা করবো স্নায়ুতন্ত্রের শ্রেণিবিভাগ ও গঠনগত উপাদান নিয়ে। প্রথমে আমরা দেখে নেবো স্নায়ুতন্ত্র কাকে বলে, স্নায়ুতন্ত্রের শ্রেণীভাগ এবং তার পরে আলোচনা করবো স্নায়ুতন্ত্রের গঠন নিয়ে।

স্নায়ুতন্ত্র কাকে বলে ?

স্নায়ুতন্ত্রের সংজ্ঞা : যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযােগ সাধন করে এবং তাদের কাজে সুসংবদ্ধতা আনায়ন ও
শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে স্নায়ুতন্ত্র (Nervous system) বলে।

স্নায়ুতন্ত্রের কাজ

স্নায়ুতন্ত্রের কাজ গুলি (Function of nervous system) হলো –

  • উদ্দীপনায় সাড়া দেওয়া : বিভিন্ন উদ্দীপনায় প্রয়োজনমতো সাড়া দিয়ে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে প্রাণীকে খাপ খাইয়ে নিতে বা মানিয়ে নিতে সাহায্য করে স্নায়ুতন্ত্র ।
  • সমন্বয়সাধন : স্নায়ুতন্ত্র প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করে তাদের কাজের মধ্যে সমন্বয় ঘটাতে সাহায্য করে থাকে।
  • মানসিক ও প্রতিবর্ত ক্রিয়া পরিচালন: মানসিক অনুভূতি, বুদ্ধি, বিচার, চিন্তা ইত্যাদি মানসিক ক্রিয়া ও প্রতিবর্ত ক্রিয়া পরিচালনা করা হলো স্নায়ুতন্ত্রের অন্যতম প্রধান কাজ।
  • পেশী ও গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ: স্নায়ুতন্ত্র প্রাণী দেহের বিভিন্ন পেশির সংকোচন ও গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

স্নায়ুতন্ত্রের শ্রেনীবিয়াস

মানবদেহের স্নায়ুতন্ত্র প্রধানত দুটি অংশে বিভক্ত –

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক (Brain) ও সুষুম্মাকান্ড (Spinal cord) নিয়ে গঠিত। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেহের
ভাবুক বা তথ্য প্রসেসর হিসেবে কাজ করে।

প্রান্তীয় স্নায়ুতন্ত্র

প্রান্তীয় স্নায়ুতন্ত্র সেনসরি ও মােটর নিয়ে গঠিত এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সংবেদী অঙ্গ, পেশি ও বিভিন্ন গ্রন্থির সঙ্গে যুক্ত করে। প্রান্তীয় স্নায়তন্ত্র অভিনেতা বা কুশীলব হিসেবে কাজ করে।

স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস নিচে ছকের সাহায্যে দেখানো রইলো –

স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস
স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস

Note : মানবদেহে ১২জোড়া করোটিক স্নায়ু ও ৩১ জোড়া সুষুন্মা স্নায়ু থাকে।

নিউরনের গঠন ও কাজ

দেখে নেওয়া যাক নিউরন , অ্যাক্সন, ডেনড্রাইট কাকে বলে ।

নিউরন কি ?

স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে নিউরন বলা হয়।

নিউরনের সংজ্ঞা – কোষদেহসহ সমস্ত রকম প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একককে নিউরন বলে ।

নিউরনের কাজ

নিউরনের প্রধান কাজগুলি হল – উদ্দিপনা বহন করা ও উদ্দীপনা গ্রহণ করে পরিচালনা করা।

নিউরনের গঠন

একটি নিউরনের দুটি অংশ থাকে – কোষদেহ ও প্রলম্বিত অংশ।

কোষদেহ : প্লাজমামেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস নিয়ে গঠিত নিউরনের গোলাকার, তারকাকার বা ডিম্বাকার অংশকে কোষদেহ বলা হয়।

প্রলম্বিত অংশ : নিউরনের কোষদেহ থেকে সৃষ্ট শাখা-প্রশাখাকে প্রলম্বিত অংশ বলা হয়। এটি আবার দুটি অংশ নিয়ে গঠিত ।

  • ডেনড্রাইট : কোষ দেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রাইট বলে। একটি নিউরনে ডেনড্রাইট এর সংখ্যা শূন্য থেকে কয়েকটি হতে পারে।
  • অ্যাক্সন : কোষ দেহ হতে সৃষ্ট বেশ লম্বা শাখাহীন তন্তুটির নাম অ্যাক্সন। এর চারদিকে পাতলা আবরণকে নিউরিলেমা বলে। নিউরিলেমা পরিবেষ্টিত অ্যাক্সনকে স্নায়ুতন্ত্র বলে। নিউরিলেমা ও অ্যাক্সন এর মধ্যবর্তী অংশে স্নেহ পদার্থের একটি স্তর থাকে। একে মায়ােলিন সিথ বলে
নিউরনের গঠন
নিউরনের গঠন

সিন্যাপস

একটি নিউরনের অ্যাক্সনের সাথে দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইট যুক্ত থাকে। এ সংযুক্ত বিন্যাসকে সিন্যাপস
(Synapse) বলে। পরপর অবস্থিত দুটি নিউরনের সন্ধিস্থল হলাে সিন্যাপস। সিন্যাপস এর মধ্যদিয়ে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়।

আরও দেখে নাও :

ফুসফুসের গঠন ও কাজ – Anatomy and Function of Lungs

হৃৎপিণ্ডের গঠন ও কার্যপ্রণালী । Heart : Anatomy and Function

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

2 Comments

  1. অাগে সাধারন ঞ্জান বিষয়ে ডাউনলোড এর যে অপশন ছিলো সেটা ভালো ছিলো।ডাৎনলোড করে পড়া যেত।এখন খুব অসুবিধা হচ্ছে পড়তে।যদি ডাউনলোড অপশন দিলে ভালো হয়

Back to top button