QuizQuiz

বাংলা কুইজ – সেট ৩৬

Bengali Quiz - Set 36

১. কোন ঐতিহাসিক বই থেকে জানা যাই যে চন্দ্রগুপ্ত মৌর্য শুদ্র ছিলেন?

উত্তর

মুদ্রারাক্ষস

২. “কর্নেল ক্লাইভের শেয়াল” বলে কাকে অভিহিত করা হতো?

উত্তর

মীরজাফর

৩. আইফেল টাওয়ার গড়ে তোলার উপলক্ষ্য কি ছিল?

উত্তর

ফরাসি বিপ্লবের শতবর্ষ

৪. মহম্মদ কুলি কুতুব শাহ প্রতিষ্ঠিত ভাগ্যনগরের বর্তমান নাম কি?

উত্তর

হায়দ্রাবাদ

৫. শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ ?

উত্তর

স্যার ডেভিড অক্টারলোনি

৬. “মাদার ইন্ডিয়া” বইটি কে লিখেছেন ?

উত্তর

ক্যাথরিণ মেয়ো

৭. কাকে “লাখবক্স” বলা হত ?

উত্তর

কুতুবউদ্দিন আইবক

৮. “ভারতীয় পক্ষিবিজ্ঞানের পোপ” কাকে বলা হয় যিনি ভারতের এক অন্যতম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা?

উত্তর

অ্যালান অক্টাভিয়াম হিউম

৯. পশ্চিমবঙ্গের কল্যাণী শহরের আদি নাম কি?

উত্তর

রুশভোল্ট নগর

১০. “The Audacity Of Hope” বইটি কার লেখা?

উত্তর

বারাক ওবামা

Tags

Related Articles

Back to top button
Close