QuizQuiz

বাংলা কুইজ – সেট ৩৬

Bengali Quiz - Set 36

১. কোন ঐতিহাসিক বই থেকে জানা যাই যে চন্দ্রগুপ্ত মৌর্য শুদ্র ছিলেন?

উত্তর :
মুদ্রারাক্ষস

২. “কর্নেল ক্লাইভের শেয়াল” বলে কাকে অভিহিত করা হতো?

উত্তর :
মীরজাফর

৩. আইফেল টাওয়ার গড়ে তোলার উপলক্ষ্য কি ছিল?

উত্তর :
ফরাসি বিপ্লবের শতবর্ষ

৪. মহম্মদ কুলি কুতুব শাহ প্রতিষ্ঠিত ভাগ্যনগরের বর্তমান নাম কি?

উত্তর :
হায়দ্রাবাদ

৫. শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ ?

উত্তর :
স্যার ডেভিড অক্টারলোনি

৬. “মাদার ইন্ডিয়া” বইটি কে লিখেছেন ?

উত্তর :
ক্যাথরিণ মেয়ো

৭. কাকে “লাখবক্স” বলা হত ?

উত্তর :
কুতুবউদ্দিন আইবক

৮. “ভারতীয় পক্ষিবিজ্ঞানের পোপ” কাকে বলা হয় যিনি ভারতের এক অন্যতম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা?

উত্তর :
অ্যালান অক্টাভিয়াম হিউম

৯. পশ্চিমবঙ্গের কল্যাণী শহরের আদি নাম কি?

উত্তর :
রুশভোল্ট নগর

১০. “The Audacity Of Hope” বইটি কার লেখা?

উত্তর :
বারাক ওবামা

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button