QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৮

Bangla Quiz Set -18

বাংলা কুইজ – সেট ১৮

প্রিয় পাঠকেরা,বাংলা কুইজের পক্ষ থেকে তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের ১০ টি প্রশ্ন ও উত্তর।

১. ভারতের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর :
মোরারজি দেশাই

২. কোন দেশ সব থেকে বেশি নোবেল পেয়েছে এখনো পর্যন্ত?

উত্তর :
আমেরিকা

৩. কোন দিনে “Ask a question” দিবস পালন করা হয়?

উত্তর :
১৪ ই মার্চ ( 14th March )

৪. একটি তাসের প্যাকেটের কোন তাসের King এর কোনো মুছ (Moustache) নেই?

উত্তর :
Hearts

৫. আকবর-নামার রচয়িতা কে?

উত্তর :
আবুল ফজল

৬. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি?

উত্তর :
ফ্যাদোমিটার (fathometer)

৭. ভারতের কোন দুটি রাজ্য শুধুমাত্র অপর একটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে?

উত্তর :
সিকিম ( পচিমবঙ্গের সাথে ), মেঘালয় ( আসামের সাথে )

৮. ২০১৮ সালের অস্ট্রেলিয়াই কমনওয়েলথ গেমসে ভারতের পক্ষ থেকে পতাকা বহন কে করবে?

উত্তর :
পি. ভি. সিন্ধু

৯. মানব দেহকোষে কতজোড়া ক্রোমোজোম থাকে?

উত্তর :
২৩ জোড়া

১০. ভারতের কোন শহরে প্রথম ইনসেক্ট মিউজিয়াম ( Insect Museum ) চালু হলো?

উত্তর :
কোয়েম্বাটুরে

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button