Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৮৩ । Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 283

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৮৩

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪৩২১. ২০১১ আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা কত ?

(A) ১২৫২ মিলিয়ন
(B) ১২.৫২ মিলিয়ন
(C) ১২৫.২ মিলিয়ন
(D) ১০২ মিলিয়ন

উত্তর :
(A) ১২৫২ মিলিয়ন

একঝলকে দেখে নাও সেনসাস ২০১১ সম্পর্কিত কিছু তথ্য – Click Here 


৪৩২২. ভারত যখন স্বাধীনতা অর্জন করে তখন নিন্মের কোন সংস্থার অস্তিত্ব ছিল না?

(A) UN
(B) UNICEF
(C) WHO
(D) League of Nations

উত্তর :
(C) WHO

  • UN – প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে
  • UNICEF – প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে
  • WHO – প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে
  • League of Nations – প্রতিষ্ঠিত হয় ১৯২০ সালে

৪৩২৩. ভারতের কত টাকার নোটে  ইলোরা গুহার ছবি রয়েছে? 

(A) ৫০ টাকা (নতুন)
(B) ২০ টাকা (নতুন)
(C) ১০ টাকা (নতুন)
(D) ১০০ টাকা (নতুন)

উত্তর :
(B) ২০ টাকা (নতুন)

নতুন ২০ টাকার নোটের পেছনে ইলোরা গুহার ছবি রয়েছে। মহারাষ্ট্রে অবস্থিত এই গুহার মন্দিরগুলি কালাচুরি, চালুক্য ও রাষ্ট্রকুট শাসনাকালে তৈরী ।


৪৩২৪. বিশ্ব ফটোগ্রাফি দিবস কবে পালন করা হয়?

(A) মে ১৫
(B) জুন ১
(C) আগস্ট ১৯
(D) জুন ২৪

উত্তর :
(C) আগস্ট ১৯

১৮৩৯ সাল থেকে আগস্ট মাসের উনিশ তারিখ কে আলোকচিত্রের দিন হিসেবে উদযাপন করে আসছে পুরো পৃথিবী। ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি মুক্তি লাভের সেই দিনটিকে স্মরণ করার উদ্দেশ্যে প্রতি বছরের এই দিন বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে।


৪৩২৫. “En Passant”- শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?

(A) দাবা
(B) ক্রিকেট
(C) পোলো
(D) ভলিবল

উত্তর :
(A) দাবা

দেখে নাও বিভিন্ন খেলাধুলায় ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দের তালিকা – Click Here


৪৩২৬. দুধের সাদা রঙের জন্য দায়ী –

(A) লাক্টোজেন
(B) অ্যালবুমিন
(C) কেসিন
(D) ক্যারোটিন

উত্তর :
(C) কেসিন

দুধের সাদা রঙের জন্য দায়ী কেসিন ।



৪৩২৭. জাতি সংঘে ৬ টি আধিকারিক ভাষা রয়েছে। এর মধ্যে ৫ টি হল – ইংরেজী, চাইনিজ, স্প্যানিশ, রাশিয়ান, আরবিক অন্যটি কী?

(A) ফরাসি
(B) হিন্দী
(C) বাংলা
(D) উর্দু

উত্তর :
(A) ফরাসি

দেখে নাও জাতিসংঘ সম্পর্কিত কিছু তথ্য – Click Here .


৪৩২৮. পৃথিবীর কোন দেশকে কবিদের দেশ (Land of Poets) বলা হয়?

(A) ভারত
(B) বাংলাদেশ
(C) ইংল্যান্ড
(D) চিলি

উত্তর :
(D) চিলি

দেখে নাও পৃথিবীর বিভিন্ন দেশের উপনামের তালিকা – Click Here 


৪৩২৯. মণিপুরের রাজধানীর নাম কী?

(A) কহিমা
(B) ইম্ফল
(C) ইটানগর
(D) আইজল

উত্তর :
(B) ইম্ফল

৪৩৩০. শ্রীলঙ্কার মুদ্রা হলো 

(A) Yen
(B) Won
(C) Rupee
(D) Rufiyaa

উত্তর :
(C) Rupee

শ্রীলঙ্কার

মুদ্রা – শ্রীলঙ্কান রুপি, রাজধানী -শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে (প্রশাসনিক), কলম্বো (বাণিজ্যিক)


আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

One Comment

দেখে নাও
Close
Back to top button