QuizQuiz

মেসি স্পেশাল কুইজ – Quiz on Lionel Messi

Lionel Messi Special Quiz

মেসি স্পেশাল কুইজ । Quiz on Lionel Messi

আজ ২৪ শে জুন,আজকের দিনেই ১৯৮৭ সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি। তাঁর জন্মদিনে তাঁকে উৎসর্গ করে বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো মেসি স্পেশাল কুইজ। দেখে নাও মেসি স্পেশাল কুইজ এবং লিওনেল মেসির রেকর্ড সমূহ।

মেসি স্পেশাল কুইজ
গোল করে উচ্ছ্বাস মেসির

১. আর্জেন্টিনার ফুটবল তারকা মেসি এর পুরো নাম কী?

উত্তর :
লিওনেল আন্দ্রেস লিও মেসি।

২. লিও মেসি কোন ক্লাবের হয়ে তাঁর পেশাদার ফুটবল জীবন শুরু করেন?

উত্তর :
ক্লাব আতলেতিকো নিওয়েল’স ওল্ড বয়েজ।

৩. মেসি কোন দলের বিরুদ্ধে তাঁর আন্তর্জাতিক জীবনের প্রথম গোল করেন?

উত্তর :
ক্রোয়েশিয়া। (২০০৬)।

৪. আর্জেন্টিনার পাশাপাশি আরেকটি দেশের নাগরিকত্ব রয়েছে মেসির কাছে । সেই দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার অফারও এসেছিল তাঁর কাছে । কিন্তু তিনি সেটি প্রত্যাখ্যান করেন । কোন দেশ ?

উত্তর :
স্পেন ।

দেখে নাও : রোনাল্ডো স্পেশাল কুইজ Quiz on Cristiano Ronaldo

৫. লিওনেল মেসির জীবনী মূলক গ্রন্থ ” Messi: The Inside Story of the Boy Who Became a Legend” এর লেখক কে?

উত্তর :
লুকা কাইওলি।

৬. মেসির এর জীবনের ওপর ২০১৪ সালে মুক্তি প্রাপ্ত ডকুমেন্টারির নাম “Messi”, যেটি ২০১৪ সালের ভিয়েনা চলচ্চিত্র উৎসবে পরিদর্শিত হয় । এর পরিচালক কে ছিলেন?

উত্তর :
Álex de la Iglesia .

৭. আর্জেন্টিনার একটি শহরে এক দম্পতি তাদের ছেলের নাম রাখেন মেসি । এরপর সেই শহরে আইন বার করা হয় ঐ শহরে জন্মানো কোনো শিশুর নাম মেসি রাখা যাবে না । কোন শহর ?

উত্তর :
রোজারিওয় ।

৮. ফুটবল জগতে লিওনেল মেসির স্পেনীয় ডাকনাম হল “La Pugla” এর অর্থ কী ?

উত্তর :
The Flea (মাছি) .

৯. শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে লিও মেসি মোট কতবার ব্যালন ডি অর খেতাব অর্জন করেছেন?

উত্তর :
৬ বার।

১০. লিওনেল মেসির নামে চালু হতে চলছে একটি থিম পার্ক , নাম ‘ Messi Experinece Park’ ।
এই পার্কটি কোন দেশে তৈরি করা হয়েছে ?

উত্তর :
নানচিং, চীন ।

মেসি স্পেশাল কুইজ এর সাথে দেখে নাও মেসি সম্পর্কিত আরো কিছু তথ্য :

লিওনেল মেসির জেতা কাপ(দলগত) :

  • লা লিগা (১০ বার ) : ২০০৪–০৫, ২০০৫–০৬, ২০০৮–০৯, ২০০৯–১০, ২০১০–১১, ২০১২–১৩, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৭-১৮, ২০১৮-১৯ [দল বার্সেলোনা] .
  • উয়েফা চ্যাম্পিয়নস লিগ (৪): ২০০৫–০৬, ২০০৮–০৯, ২০১০–১১, ২০১৪-১৫। [দল বার্সেলোনা]
  • কোপা দেল রে (৬): ২০০৮–০৯, ২০১১–১২, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮;  [দল বার্সেলোনা]।
  • স্পেনীয় সুপার কাপ (৮): ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৬, ২০১৮। [দল বার্সেলোনা] .
  • ফিফা ক্লাব বিশ্বকাপ (৩): ২০০৯, ২০১১,২০১৫। [দল বার্সেলোনা] .
  • উয়েফা সুপার কাপ (৩): ২০০৯, ২০১১, ২০১৫; রানার-আপ ২০০৬। [দল বার্সেলোনা] .
  • অলিম্পিক স্বর্ণপদক: ২০০৮।  [দল আর্জেন্টিনা ]
  • ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ: ২০০৫।  [দল আর্জেন্টিনা ]

মেসির অর্জন করা পুরস্কার /সম্মান (একক):

  1. ফিফা ব্যালন ডি অর (৬): ২০০৯,২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯
  2. ২০১৪ ফিফা বিশ্বকাপ সেরা খেলোয়াড়।
  3. উয়েফা বর্ষসেরা ক্লাব ফুটবলার (১): ২০০৯
  4. উয়েফা ইউরোপের সেরা খেলোয়াড় (২): ২০১১, ২০১৫
  5. লা লিগা বর্ষসেরা খেলোয়াড় (৬): ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৪-১৫
  6. লা লিগা বিদেশি বর্ষসেরা খেলোয়াড় (৩): ২০০৭, ২০০৯, ২০১০
  7. উয়েফা ইউরোপের সেরা খেলোয়াড় (২): ২০১১, ২০১৫
  8. উয়েফা বর্ষসেরা ক্লাব ফরওয়ার্ড (২): ২০০৯, ২০১৯
  9. ইউরোপীয়ান গোল্ডেন বুট/শু (৬): ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯
  10. লা লিগা বর্ষসেরা ফরওয়ার্ড (৭): ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৪-১৫, ২০১৫-১৬
  11. কোপা আমেরিকা সেরা খেলোয়াড় (১): ২০১৫
  12. ফিফা ক্লাব বিশ্বকাপ স্বর্ণ গোলক (২): ২০০৯, ২০১১
  13. পিচিচি ট্রফি (৮): ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০,২০২০-২১।

লিওনেল মেসির কিছু রেকর্ডস :

    • সর্বাধিক বার  ফিফা ব্যালন ডি অর পুরস্কার অর্জন : ৬ (২০০৯-১২, ২০১৫, ২০১৯)
    • উয়েফা চ্যাম্পিয়নস লীগে সর্বোচ্চ হ্যাট্রিক: ৭টি হ্যাটট্রিক  (ক্রিস্তিয়ানো রোনালদোর সাথে যৌথভাবে) .
    • সর্বোচ্চ ইউরোপীয়ান গোল্ডেন বুট ( ৬ ) .
    • এক বছরে সর্বোচ্চ গোলের জন্য গিনেস বিশ্ব রেকর্ড পুরস্কার: ৯১ গোল (২০১২ সালে)
    • এক বছরে সব ক্লাব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোল: ৭৯ গোল (২০১২ সালে)
    • ঘরোয়া লিগে টানা সর্বোচ্চ খেলায় গোল: ২১ ম্যাচে ৩৩ গোল (২০১১-১২)
    • প্রতিযোগিতামূলক ম্যাচে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল: ৬৭২ গোল [বার্সেলোনা]
    • ইউরোপীয়ান কাপের এক খেলায় সর্বোচ্চ গোলদাতা: ৫ গোল (অন্য তের জন খেলোয়াড়ের সাথে যৌথভাবে)
    • উয়েফা সুপার কাপের সর্বোচ্চ গোলদাতা: ৩ গোল (অন্য সাত জনের সাথে সাথে যৌথভাবে)
    • সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ১০০ উপস্থিতি: ২৮ বছর ৮৪ দিন (২০১৫ সালে)
    • কোপা আমেরিকায় গোলে সর্বোচ্চ সহায়তাকারী: ১৩ সহায়তা।
    • ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশে সর্বোচ্চ অন্তর্ভুক্তি: ১৪ বার (২০০৭-২০২০) (ক্রিস্তিয়ানো রোনালদোর সাথে যৌথভাবে) .
    • কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা: ২১ গোল (লুইস সুয়ারেজের সাথে যৌথভাবে)
    • লা লিগার সর্বোচ্চ গোলদাতা: ৪৭৪ গোল
    • লা লিগার সর্বোচ্চ গোলে সহায়তাকারী: ১৬৯ সহায়তা
    • স্পেনীয় সুপার কাপের সর্বোচ্চ গোলদাতা: ১৪ গোল
    • লা।লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোল: ৫০ গোল (২০১১-১২ মৌসুমে)
    • লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ হ্যাটট্রিক: ৮টি (২০১১-১২ মৌসুমে) (ক্রিস্তিয়ানো রোনালদোর সাথে যৌথভাবে)
    • প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় ৩০০ গোল।
    • একমাত্র খেলোয়াড় হিসেবে লা লিগায় ৪৫০ গোল
    • লা লিগার ইতিহাসে সর্বাধিক দলের বিরুদ্ধে গোল: ৩৭।
আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button