Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২২৬

General Awarenss MCQ - Set 226

সাধারণ জ্ঞান MCQ – সেট ২২৬

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৩৭৫১. চাহিদা হ্রাস এবং সরবরাহ বৃদ্ধির ভারসাম্য মূল্য (equilibrium price) -এর উপর কি প্রভাব ফেলবে?

(A) ভারসাম্য মূল্য  কমে যাবে
(B) ভারসাম্য মূল্য  স্থির থাকবে
(C) ভারসাম্য মূল্য বেড়ে যাবে
(D) ভারসাম্য মূল্য কখনো বাড়বে আবার কখনও পরবে 

উত্তর :
(A) ভারসাম্য মূল্য  কমে যাবে

চাহিদা হ্রাস এবং সরবরাহ বৃদ্ধি পেলে ভারসাম্য মূল্য কমে যাবে ।


৩৭৫২. আল্পস পর্বতের উত্তরের অংশে প্রবাহিত গরম শুস্ক স্থানীয় বায়ুকে কী বলা হয়?

(A) চিনুক (Chinook )
(B) ফন (Foehn )
(C) খামসিন (Khamsin )
(D) সিরোক্কো (Sirocco )


৩৭৫৩. নিম্নলিখিত কোন জায়গার তৃণভূমিকে পম্পাস বলে ?

(A) অস্ট্রেলিয়া
(B) ব্রাজিল
(C) ভেনেজুয়েলা
(D) আর্জেন্টিনা 

উত্তর :
(D) আর্জেন্টিনা

AreaGrasslands
DownsAustralia
CamposBrazil
LlanosVenezuela
PampasArgentina

৩৭৫৪. ভারতের কোন রাজ্যে কালো মরিচের উদ্ভব হয়েছিল?

(A) মহারাষ্ট্র
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) ওড়িশা

উত্তর :
(B) কেরালা 

৩৭৫৫. নিম্নলিখিত কে সবচেয়ে কম সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি ছিলেন ?

(A) শ্রী নীলম সঞ্জীব রেড্ডি
(B) গিয়ানী জাইল সিং
(C) ফখরুদ্দিন আলী আহমেদ
(D) জাকির হোসেন

উত্তর :
(D) জাকির হোসেন

সবচেয়ে কম সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন ড: জাকির হোসেন। মাত্র ২ বছর রাষ্ট্রপতি পদে থাকার পর তিনি ১৯৬৯ সালে প্রয়াত হন। নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে তার স্ত্রীর সাথে তাকে সমাধিস্থ করা হয়।


৩৭৫৬. নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে গোয়া ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিলো ?

(A) ৫৬ তম সংবিধান সংশোধন
(B) ৩৬ তম সংবিধান সংশোধন
(C) ৬১ তম সংবিধান সংশোধন
(D) ২৬ তম সংবিধান সংশোধন

উত্তর :
(A) ৫৬ তম সংবিধান সংশোধন

৫৬তম সংশোধনীর মাধ্যমে গোয়া ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিলো


৩৭৫৭. স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন 

(A) মাওলানা আবুল কালাম আজাদ
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) রাজকুমারী অমৃত কৌর
(D) বিজয়লক্ষ্মী পণ্ডিত

উত্তর :
(C) রাজকুমারী অমৃত কৌর

রাজকুমারী বিবিজী অমৃত কাউর ডি সেন্ট জে ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং দশ বছর কাজ করেন। তিনি একজন বিখ্যাত গান্ধিবাদী, মুক্তিযোদ্ধা এবং সামাজিক কর্মী ছিলেন। তিনি নিরক্ষরতা কমাতে এবং বাল্যবিবাহ এবং কিছু ভারতীয় সম্প্রদায়ের মধ্যে প্রচলিত মহিলাদের পর্দা প্রথাকে নির্মূল করার জন্য কাজ করেছিলেন।



৩৭৫৮. কে ভারতে চামড়ার মুদ্রা চালু করেন ?

(A) বাবর
(B) হুমায়ুন
(C) আকবর
(D) মুহাম্মদ বিন তুঘলক

উত্তর :
(D) মুহাম্মদ বিন তুঘলক

মুহাম্মদ বিন তুঘলক ভারতে চামড়া দিয়ে তৈরী কাগজের মুদ্রা শুরু করেছিলেন।


৩৭৫৯. আন্তর্জাতিক শ্রম সংস্থা (nternational Labour Organization )-এর  সদর দফতরটি ________ এ অবস্থিত।

(A) ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
(B) জেনেভা, সুইজারল্যান্ড
(C) নতুন দীল্লি, ভারত
(D) ভিয়েনা, অস্ট্রিয়া

উত্তর :
(B) জেনেভা, সুইজারল্যান্ড

ভার্সাই চুক্তি অনুযায়ী ১৯১৯ সালের ১১ই এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। জেনেভা শহরে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত।


৩৭৬০. পিন ভ্যালি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত ?

(A) হিমাচল প্রদেশ
(B) জম্মু ও কাশ্মীর
(C) পাঞ্জাব
(D) গুজরাট

উত্তর :
(A) হিমাচল প্রদেশ

পিন ভ্যালি জাতীয় উদ্যান হিমাচল প্রদেশের লাহুল এবং স্পিতি জেলার মধ্যে অবস্থিত ভারতের একটি জাতীয় উদ্যান।


আরো দেখুন : 

সাধারণ জ্ঞান MCQ – সেট ২২৫

ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )

প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান

ভারতের ইতিহাস বই ( PDF )

৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button