QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৫৯

Bangla Quiz- Set 159

বাংলা কুইজ – সেট ১৫৯

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের ১০ টি প্রশ্ন ও উত্তর।

১. স্বাধীন ভারতে প্রথম ভোটার(লোকসভা নির্বাচন) হলেন শ্যাম সরন নেগী,তিনি কোন রাজ্যের ভোটার ছিলেন?

উত্তর :
হিমাচল প্রদেশ

২. আফ্রিকার কিছু অংশে Beeping ,ইন্দোনেশিয়াতে Memacing এবং নাইজেরিয়াতে Flashing নামে পরিচিত।
ভারতে এটির নাম কী?
উত্তর :
মিস কল

৩. Henley Passport Index অনুসারে বর্তমানে (২০২০) পৃথিবীর সবথেকে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?
উত্তর :
জাপান 

আরো দেখে নাও : [ বাংলা কুইজ –  সেট ১৫৫ ]
৪. একজন সাধারণ মানুষের কত গুলি মোলার দাঁত থাকে?
উত্তর :
১২ টি 

৫. ভারতে প্রথম কোন রাজ্যে মোবাইল ফোন ব্যাবহার করা হয়?
উত্তর :
পশ্চিমবঙ্গ 

৬. ভারতের কোন রাজ্যে কোন রেল ব্যাবস্থা নেই?
উত্তর :
সিকিম 

আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৫৬ ]
৭. বিশ্বের প্রথম স্মার্ট ফোন কোন কোম্পানি তৈরি করেছিল?
উত্তর :
IBM  

৮. ভারতে কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়?
উত্তর :
জুলাই ২৬

৯. পৃথিবীর প্রথম উটের হাসপাতাল কোন শহরে অবস্থিত?
উত্তর :
দুবাই 

১০. রাশিয়া থেকে প্রথম চাঁদে গিয়েছিলেন কোন মানব?
উত্তর :
কেউ নয়। রাশিয়া এখনো পর্যন্ত কোনো মনোবকে চাঁদে পাঠায়নি

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button