Daily Current Affairs in BengaliCurrent Affairs

13th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

13th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৩ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 12th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সম্প্রতি কাকে মর্যাদাপূর্ণ অর্ডার অফ মেরিটে ভূষিত করেছেন?

(A) ভেঙ্কি রামকৃষ্ণন
(B) মিশেল পুনাওয়ালা
(C) লিকিথ ওয়াইপি
(D) আলেস বিলিয়াতস্কি

উত্তর
(A) ভেঙ্কি রামকৃষ্ণন

  • নোবেল বিজয়ী অধ্যাপক ভেঙ্কি রামকৃষ্ণানকে বিজ্ঞানে তার বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কর্তৃক মর্যাদাপূর্ণ অর্ডার অফ মেরিটে ভূষিত করা হয়েছে।
  • তিনি ২০০৯ সালে রাইবোসোমাল স্ট্রাকচারের উপর তার কাজের জন্য রসায়নে নোবেল পুরষ্কার পেয়েছিলেন এবং ২০১২ সালে রানী তাকে নাইট উপাধিতে ভূষিত করেছিলেন।

২. জর্ডানের আম্মানে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ৮১ প্লাস ওজন বিভাগে সম্প্রতি কে সোনা জিতেছেন?

(A) আলফিয়া খান
(B) জ্যোতি ইয়ারাজি
(C) সিমরনপ্রীত কৌর ব্রার
(D) রমিতা জিন্দাল

উত্তর
(A) আলফিয়া খান

  • আলফিয়া খান জর্ডানের আম্মানে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ৮১ প্লাস ওজন বিভাগে সোনা জিতেছেন।
  • কাজাখস্তানের গুলসায়া ইয়েরজানকে ৫-০ পয়েন্টে পরাজিত করে সোনা জিতেছেন তিনি।

৩. ICC বোর্ড সম্প্রতি কাকে দ্বিতীয়বার দুই বছরের মেয়াদের জন্য ICC-এর স্বাধীন চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করেছে?

(A) শঙ্করসুব্রহ্মণ্যন কে
(B) গ্রেগ বার্কলে
(C) রজার বিনি
(D) ফ্রান্সেসকা ম্যাকডোনাঘ

উত্তর
(B) গ্রেগ বার্কলে

  • আইসিসি বোর্ড সর্বসম্মতিক্রমে গ্রেগ বার্কলেকে দ্বিতীয় দুই বছরের মেয়াদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) স্বাধীন চেয়ার হিসেবে পুনর্নির্বাচিত করেছে।
  • তিনি ২০২০ সালের নভেম্বরে ICC এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
  • তিনি পূর্বে নিউজিল্যান্ড ক্রিকেটের (NZC) চেয়ারম্যান ছিলেন এবং ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর পরিচালক ছিলেন।

৪. ২০২২ সালের T20 বিশ্বকাপ জিতে নিল কোন দেশ?

(A) পাকিস্তান
(B) অস্ট্রেলিয়া
(C) ভারত
(D) ইংল্যান্ড

উত্তর
(D) ইংল্যান্ড

  • অস্ট্রেলিয়ার আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে ২০২২ সালের চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড।
  • লর্ডসে ২০১৯ সালের ৫০-ওভারের বিশ্বকাপও জিতেছিল ইংল্যান্ড।

৫. কোন রাজ্য সরকার ২০২৩ সালের শেষ অবধি রাজ্যকে বস্তিমুক্ত করার ঘোষণা করেছে?

(A) মহারাষ্ট্র
(B) গোয়া
(C) উত্তর প্রদেশ
(D) ওডিশা

উত্তর
(D) ওডিশা

  • মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করেছেন যে ওড়িশা সরকারের লক্ষ্য ২০২৩ সালের শেষ নাগাদ ওড়িশাকে বস্তিমুক্ত করার।

ওডিশা :

  • রাজ্যপাল: গণেশি লাল
  • রাজধানী: ভুবনেশ্বর
  • মুখ্যমন্ত্রী: নবীন পট্টনায়েক

৬. নিম্নোক্ত কে সম্প্রতি আয়োজিত ভারত-মার্কিন CEO ফোরামের সহ-সভাপতি ছিলেন?

(A) পীযূষ গোয়েল
(B) অমিত শাহ
(C) নরেন্দ্র মোদী
(D) কে চন্দ্রশেখর

উত্তর
(A) পীযূষ গোয়েল

  • ভারত-মার্কিন CEO ফোরাম এর সহসভাপতি ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এবং মার্কিন বাণিজ্য সচিব মিসেস জিনা রাইমন্ড।
  • এই ফোরাম আয়োজিত হয়েছিল ভার্চুয়ালি।

৭. সম্প্রতি সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতে নিয়েছে কোন ক্রিকেট দল?

(A) মুম্বাই
(B) উত্তরপ্রদেশ
(C) কলকাতা
(D) হিমাচল প্রদেশ

উত্তর
(A) মুম্বাই

  • মুম্বাই ফাইনালে হিমাচল প্রদেশকে তিন উইকেটে হারিয়ে কলকাতার ইডেন গার্ডেনে তাদের প্রথম সৈয়দ মুশতাক আলী T20 ট্রফির শিরোপা জিতে নিয়েছে।
  • সৈয়দ মুশতাক আলী ট্রফির এই ১৫তম সংস্করণটি ১১ই অক্টোবর ২০২২ থেকে ৫ই নভেম্বর ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।

৮. QS এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে ভারত থেকে কোন প্রতিষ্ঠান শীর্ষস্থানে রয়েছে?

(A) IIT দিল্লি
(B) IISc বেঙ্গালুরু
(C) IIT বোম্বে
(D) IIT মাদ্রাজ

উত্তর
(C) IIT বোম্বে

  • Quacquarelli Symonds (QS) এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের ২০২৩ সালের সংস্করণে মোট ১১৮টি ভারতীয় বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
  • IIT বোম্বে এই বছর ৪০ তম স্থান পেয়েছে। এটি ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।
  • এর পরে রয়েছে IIT দিল্লি (৪৬তম), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) ব্যাঙ্গালোর (৫২তম) এবং IIT মাদ্রাজ (৫৯তম)৷

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button