General Knowledge Notes in BengaliGeography Notes

পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, ব্যস্ততম

Highest, Largest, Longest and Busiest of West Bengal

পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, ব্যস্ততম

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো পশ্চিমবঙ্গের ভূগোল থেকে পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, ব্যস্ততম -এর একটি তালিকা।

১. পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান সান্দাকফু
২. পশ্চিমবঙ্গের উচ্চতম রেলস্টেশন ঘুম ( দার্জিলিং )
৩. পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ শহীদ মিনার
৪. পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল
৫. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ সান্দাকফু ( ৩৬৩৬ মিটার )
৬. পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং The 42
৭. পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু রবীন্দ্র সেতু ( হাওড়া ব্রিজ )
৮. পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়
৯. পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানা ইচ্ছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি
১০. পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম স্বামী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ( সল্টলেক স্টেডিয়াম )
১১. পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলসেতু ফারাক্কা রেলসেতু
১২. পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ( দমদম বিমানবন্দর )
১৩. পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা দুর্গাপুর ইস্পাত কারখানা
১৪. পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা
১৫. পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার জাতীয় গ্রন্থাগার ( আলিপুর )
১৬. পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলস্টেশন হাওড়া
১৭. পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল-প্লাটফর্ম খড়্গপুর
১৮. পশ্চিমবঙ্গের ব্যস্ততম স্টেশন শিয়ালদাহ
১৯. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা ( আয়তন ) দক্ষিণ ২৪ পরগনা
২০. পশ্চিমবঙ্গের উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং, দার্জিলিং (১৮৯৭সালে স্থাপিত)
২১. পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা জুলজিক্যাল গার্ডেন্স, আলিপুর (কলকাতা)
২২. পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল বিড়লা প্ল্যানেটোরিয়াম (কলকাতা)
২৩. পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার মল্লিকহাট (হাওড়া)
২৪. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী ভাগীরথী
২৫. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয়ী সেতু (২.৭ কিমি )
২৬. পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রিজ বিদ্যাসাগর সেতু
২৭. পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ রবীন্দ্রনাথ সেতু (হাওড়া ব্রিজ )

আরো দেখে নাও :

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তর –  পার্ট ১ | একনজরে পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা

পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু তথ্য

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর

ভারতের প্রধান সমুদ্র বন্দরের তালিকা

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button