Daily Current Affairs in BengaliCurrent Affairs

25th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

25th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৫শে নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. তামিলনাড়ু সরকার সম্প্রতি কোন গ্রামকে জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে?

(A) অরিত্তাপট্টি
(B) থালাভোই
(C) কুজভাদাইয়ান
(D) কুভাগাম

উত্তর
(A) অরিত্তাপট্টি

  • তামিলনাড়ু সরকার ২২শে নভেম্বর ২০২২-এ মাদুরাই জেলার অরিত্তাপট্টি গ্রামকে একটি জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে।
  • এটি রাজ্যের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট।
  • প্রায় ২৫০ প্রজাতির পাখির উপস্থিতি সহ গ্রামটির একটি সমৃদ্ধ জৈবিক ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।

২. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ‘অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন’ (AICTE)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) টি জি সীতারাম
(B) রাবণী ঠাকুর
(C) নবীন পান্ডা
(D) জনার্দন সাহু

উত্তর
(A) টি জি সীতারাম

  • IIT গুয়াহাটির ডিরেক্টর টি জি সীতারাম অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন।
  • তিনি জগদেশ কুমারের স্থলাভিষিক্ত হবেন।

৩. নিচের কোন শহরে সম্প্রতি ৩ দিনব্যাপী ‘কাদলেকাই পারিশে উৎসব’ অনুষ্ঠিত হয়েছে?

(A) বেঙ্গালুরু
(B) চেন্নাই
(C) মাদুরাই
(D) মুম্বাই

উত্তর
(A) বেঙ্গালুরু

  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বেঙ্গালুরুর বাসাভানাগুড়িতে একটি চিনাবাদামের মেলা ‘কাদলেকাই পারিশে’ উদ্বোধন করেছেন।
  • এই চীনাবাদাম উৎসবের একটি ৫০০ বছরের পুরানো ইতিহাস রয়েছে।
  • এটি ডোড্ডা গণেশ মন্দির এবং বাসাভানাগুড়িতে ষাঁড় মন্দিরের কাছে অনুষ্ঠিত হয়।

৪. ভারতের কোন শহর ২০২২ সালের CDP-এর ক্লাইমেট অ্যাকশন লিস্টে শীর্ষে রয়েছে?

(A) দিল্লী
(B) লখনউ
(C) মুম্বাই
(D) জয়পুর

উত্তর
(C) মুম্বাই

  • মুম্বাই ২০২২ সালের নভেম্বরে CDP দ্বারা প্রকাশিত ৫তম বার্ষিক ক্লাইমেট অ্যাকশন লিস্টে A-তালিকায় স্থান পাওয়া প্রথম ভারতীয় শহর হয়ে উঠেছে।
  • CDP এর পুরো নাম “Carbon Disclosure Project”।

৫. মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে শপথ গ্রহণ করেছেন?

(A) টুঙ্কু আব্দুল রহমান
(B) আনোয়ার ইব্রাহিম
(C) আবদুল্লাহ আহমাদ
(D) মাহাথির মোহাম্মদ

উত্তর
(B) আনোয়ার ইব্রাহিম

  • মালয়েশিয়ার প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম ২৪শে নভেম্বর ২০২২-এ দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
  • রাজা সুলতান আবদুল্লাহ তাঁকে নিযুক্ত করেছেন।
  • আনোয়ার ১৯৯০-এর দশকে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের ডেপুটি ছিলেন।

৬. ২০২২-২৩ আর্থিক বছরের প্রথমার্ধে কোন দেশ ভারতে সবচেয়ে বড় সার সরবরাহকারী হয়ে উঠেছে?

(A) জার্মানি
(B) ইউক্রেন
(C) রাশিয়া
(D) ফ্রান্স

উত্তর
(C) রাশিয়া

  • ২০২২-২৩ আর্থিক বছরের প্রথমার্ধে রাশিয়া প্রথমবারের মতো ভারতে সবচেয়ে বড় সার সরবরাহকারী হয়ে উঠেছে।
  • ১লা এপ্রিল থেকে শুরু করে প্রথম ছয় মাসে রাশিয়া থেকে ভারতের সার আমদানি ৩৭১% বেড়ে রেকর্ড ২.১৫ মিলিয়ন টন হয়েছে।
  • গত পুরো অর্থিক বছরে ভারত রাশিয়া থেকে ১.২৬ মিলিয়ন টন সার আমদানি করেছিল।
  • রাশিয়া বিশ্বের ইউরিয়া রপ্তানির প্রায় ১৪% এর জন্য দায়ী।

৭. কোন দিনটিকে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের আন্তর্জাতিক দিবস’ হিসেবে পালন করা হয়?

(A) ১৯শে নভেম্বর
(B) ২৬শে নভেম্বর
(C) ২৫শে নভেম্বর
(D) ২২শে নভেম্বর

উত্তর
(C) ২৫শে নভেম্বর

  • প্রতি বছর ২৫শে নভেম্বর, নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস পালন করা হয়।
  • এই দিবসটি ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
  • ২০২২ সালের থিম: “UNiTE! Activism to End Violence against Women & Girls”।

৮. সম্প্রতি প্রকাশিত “Now You Breathe: Overcoming Toxic Relationships & Abuse” বইটির লেখক কে?

(A) রাখি কাপুর
(B) অম্বিকা রানা
(C) রচনা বিষ্ট
(D) তনুশ্রী সাওয়ান্ত

উত্তর
(A) রাখি কাপুর

  • সর্বাধিক বিক্রিত লেখিকা রাখি কাপুর তার সর্বশেষ বই “Now You Breathe: Overcoming Toxic Relationships & Abuse” প্রকাশ করেছেন৷
  • তাঁর লেখা আরো একটি বই হলো ‘Infertility, Impatience, and Intuition: A physical and mental guide for aspiring parents’।
  • রাখি কাপুর একজন বিখ্যাত ফিজিওথেরাপিস্ট এবং লেখক।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button