রনজি ট্রফি বিজেতাদের তালিকা । Winner of the Ranji Trophy
Winner of the Ranji Trophy since the 1934-35 season

রনজি ট্রফি বিজেতাদের তালিকা । Winner of the Ranji Trophy
রনজি ট্রফি বিজেতাদের তালিকা : প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো রঞ্জি ট্রফি বিজেতাদের সম্পূর্ণ তালিকা নিয়ে। তবে তার আগে দেখে নেওয়া যাক রঞ্জি ট্রফি সম্পর্কিত কিছু তথ্য। List of Winners of Ranji Trophy ।
রনজি ট্রফি
রঞ্জি ট্রফি হল ভারতের ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা যা একাধিক রাজ্যের পাশাপাশি আঞ্চলিক দলগুলির মধ্যে খেলা হয়। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ বা অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের সমজাতীয় এই প্রতিযোগিতাটি ।
রনজি ট্রফি নামকরণ
প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার নওয়ানগরের জাম সাহিব কুমার শ্রী রঞ্জিতসিংজির নামে, যিনি রনজি নামে পরিচিত ছিলেন।
দেখে নাও : বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি কাপ ও টুর্নামেন্টের তালিকা – PDF

বিজেতাদের সম্পূর্ণ তালিকা
রঞ্জি ট্রফি বিজেতা ও রানার্স আপ এর সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া রইলো।
| সিজন | বিজেতা | রানার্স আপ |
|---|---|---|
| ১৯৩৪–৩৫ | বোম্বে | উত্তর ভারত |
| ১৯৩৫–৩৬ | বোম্বে | মাদ্রাজ |
| ১৯৩৬–৩৭ | নওয়ানগর | বাংলা |
| ১৯৩৭–৩৮ | হায়দ্রাবাদ | নওয়ানগর |
| ১৯৩৮–৩৯ | বাংলা | দক্ষিণ পাঞ্জাব |
| ১৯৩৯–৪০ | মহারাষ্ট্র | ইউনাইটেড প্রভিন্সেস |
| ১৯৪০–৪১ | মহারাষ্ট্র | মাদ্রাজ |
| ১৯৪১–৪২ | বোম্বে | মাইসোর |
| ১৯৪২–৪৩ | বরোদা | হায়দ্রাবাদ |
| ১৯৪৩–৪৪ | পশ্চিম ভারত | বাংলা |
| ১৯৪৪–৪৫ | বোম্বে | হোলকার |
| ১৯৪৫–৪৬ | হোলকার | বরোদা |
| ১৯৪৬–৪৭ | বরোদা | হোলকার |
| ১৯৪৭–৪৮ | হোলকার | বোম্বে |
| ১৯৪৮–৪৯ | বোম্বে | বরোদা |
| ১৯৪৯–৫০ | বরোদা | হোলকার |
| ১৯৫০–৫১ | হোলকার | গুজরাট |
| ১৯৫১–৫২ | বোম্বে | হোলকার |
| ১৯৫২–৫৩ | হোলকার | বাংলা |
| ১৯৫৩–৫৪ | বোম্বে | হোলকার |
| ১৯৫৪–৫৫ | মাদ্রাজ | হোলকার |
| ১৯৫৫–৫৬ | বোম্বে | বাংলা |
| ১৯৫৬–৫৭ | বোম্বে | সার্ভিসেস |
| ১৯৫৭–৫৮ | বরোদা | সার্ভিসেস |
| ১৯৫৮–৫৯ | বোম্বে | বাংলা |
| ১৯৫৯–৬০ | বোম্বে | মাইসোর |
| ১৯৬০–৬১ | বোম্বে | রাজস্থান |
| ১৯৬১–৬২ | বোম্বে | রাজস্থান |
| ১৯৬২–৬৩ | বোম্বে | রাজস্থান |
| ১৯৬৩–৬৪ | বোম্বে | রাজস্থান |
| ১৯৬৪–৬৫ | বোম্বে | হায়দ্রাবাদ |
| ১৯৬৫–৬৬ | বোম্বে | রাজস্থান |
| ১৯৬৬–৬৭ | বোম্বে | রাজস্থান |
| ১৯৬৭–৬৮ | বোম্বে | মাদ্রাজ |
| ১৯৬৮–৬৯ | বোম্বে | বাংলা |
| ১৯৬৯–৭০ | বোম্বে | রাজস্থান |
| ১৯৭০–৭১ | বোম্বে | মহারাষ্ট্র |
| ১৯৭১–৭২ | বোম্বে | বাংলা |
| ১৯৭২–৭৩ | বোম্বে | তামিলনাড়ু |
| ১৯৭৩–৭৪ | কর্ণাটক | রাজস্থান |
| ১৯৭৪–৭৫ | বোম্বে | কর্ণাটক |
| ১৯৭৫–৭৬ | বোম্বে | বিহার |
| ১৯৭৬–৭৭ | বোম্বে | দিল্লী |
| ১৯৭৭–৭৮ | কর্ণাটক | উত্তর প্রদেশ |
| ১৯৭৮–৭৯ | দিল্লী | কর্ণাটক |
| ১৯৭৯–৮০ | দিল্লী | বোম্বে |
| ১৯৮০–৮১ | বোম্বে | দিল্লী |
| ১৯৮১–৮২ | দিল্লী | কর্ণাটক |
| ১৯৮২–৮৩ | কর্ণাটক | বোম্বে |
| ১৯৮৩–৮৪ | বোম্বে | দিল্লী |
| ১৯৮৪–৮৫ | বোম্বে | দিল্লী |
| ১৯৮৫–৮৬ | দিল্লী | হরিয়ানা |
| ১৯৮৬–৮৭ | হায়দ্রাবাদ | দিল্লী |
| ১৯৮৭–৮৮ | তামিলনাড়ু | রেলওয়ে |
| ১৯৮৮–৮৯ | দিল্লী | বাংলা |
| ১৯৮৯–৯০ | বাংলা | দিল্লী |
| ১৯৯০–৯১ | হরিয়ানা | বোম্বে |
| ১৯৯১–৯২ | দিল্লী | তামিলনাড়ু |
| ১৯৯২–৯৩ | পাঞ্জাব | মহারাষ্ট্র |
| ১৯৯৩–৯৪ | বোম্বে | বাংলা |
| ১৯৯৪–৯৫ | বোম্বে | পাঞ্জাব |
| ১৯৯৫–৯৬ | কর্ণাটক | তামিলনাড়ু |
| ১৯৯৬–৯৭ | মুম্বাই | দিল্লী |
| ১৯৯৭–৯৮ | কর্ণাটক | উত্তর প্রদেশ |
| ১৯৯৮–৯৯ | কর্ণাটক | মধ্য প্রদেশ |
| ১৯৯৯–০০ | মুম্বাই | হায়দ্রাবাদ |
| ২০০০–০১ | বরোদা | রেলওয়ে |
| ২০০১–০২ | রেলওয়ে | বরোদা |
| ২০০২–০৩ | মুম্বাই | তামিলনাড়ু |
| ২০০৩–০৪ | মুম্বাই | তামিলনাড়ু |
| ২০০৪–০৫ | রেলওয়ে | পাঞ্জাব |
| ২০০৫–০৬ | উত্তর প্রদেশ | বাংলা |
| ২০০৬–০৭ | মুম্বাই | বাংলা |
| ২০০৭–০৮ | দিল্লী | উত্তর প্রদেশ |
| ২০০৮–০৯ | মুম্বাই | উত্তর প্রদেশ |
| ২০০৯–১০ | মুম্বাই | কর্ণাটক |
| ২০১০–১১ | রাজস্থান | বরোদা |
| ২০১১–১২ | রাজস্থান | তামিলনাড়ু |
| ২০১২–১৩ | মুম্বাই | সৌরাষ্ট্র |
| ২০১৩–১৪ | কর্ণাটক | মহারাষ্ট্র |
| ২০১৪–১৫ | কর্ণাটক | তামিলনাড়ু |
| ২০১৫–১৬ | মুম্বাই | সৌরাষ্ট্র |
| ২০১৬–১৭ | গুজরাট | মুম্বাই |
| ২০১৭–১৮ | বিদর্ভ | দিল্লী |
| ২০১৮–১৯ | বিদর্ভ | সৌরাষ্ট্র |
| ২০১৯–২০ | সৌরাষ্ট্র | বাংলা |
| ২০২০–২১ | হয়নি | কোভিডের কারণে |
| ২০২১–২২ | মধ্য প্রদেশ | মুম্বাই |
রঞ্জি ট্রফি সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
রনজি ট্রফি বিজেতাদের তালিকা থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া রইলো ।
২০২১ সালের রঞ্জি ট্রফি জেতে কোন দল ?
মুম্বাইকে হারিয়ে ২০২১ সালের রঞ্জি ট্রফি জিতে নেয় মধ্য প্রদেশ।
কোন দল সবচেয়ে বেশিবার রঞ্জি ট্রফি জিতেছে ?
মুম্বাই
রঞ্জি ট্রফির বিজেতার পুরস্কার মূল্য কত ?
২ কোটি টাকা
এই প্রতিযোগিতাটির নাম রনজি ট্রফি কেন ?
প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার নওয়ানগরের জাম সাহিব কুমার শ্রী রঞ্জিতসিংজির নামে, যিনি রনজি নামে পরিচিত ছিলেন।
এরকম আরও কিছু পোস্ট :
ভারতের উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিগণ তালিকা – কে কোন খেলার সাথে যুক্ত
To check our latest Posts - Click Here








