Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th – 5th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4th – 5th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ থেকে ৫ অক্টোবর  – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th – 5th October Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।


দেখে নাও – 


Daily Current Affairs MCQ in Bengali

১. বিশ্ব প্রাণী দিবস (World Animal Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) অক্টোবর ৩
(B) অক্টোবর ৪
(C) অক্টোবর ৫
(D) অক্টোবর ৬

উত্তর :
(B) অক্টোবর ৪
প্রতি বছর ৪ঠা অক্টোবর দিনটি পালিত হয় বিশ্ব প্রাণী দিবস। প্রাণীদের জীবন সম্পর্কে মানুষকে সচেতন করাই এই দিনটির মূল উদ্দেশ্য। ২০২১ সালে বিশ্ব প্রাণী দিবসের থিম ছিল – “Forests and Livelihoods: Sustaining People and Planet.”

২. সম্প্রতি উত্তরপ্রদেশের কোথায় একটি পলিউশন কন্ট্রোল টাওয়ার উদ্বোধন করা হয়েছে ?

(A) নয়ডা
(B) গোরখপুর
(C) লখনৌ
(D) কানপুর

উত্তর :
(A) নয়ডা
উত্তরপ্রদেশের নয়ডাতে উত্তরপ্রদেশের প্রথম পলিউশন কন্ট্রোল টাওয়ার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

৩. সম্প্রতি ভারতের কোথায় বিশ্বের বৃহত্তম ‘খাদি তেরঙ্গা’ উদ্বোধন করা হল ?

(A) লেহ
(B) শ্রীনগর
(C) কার্গিল
(D) নিউ দিল্লি

উত্তর :
(A) লেহ
লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর লেহতে বিশ্বের বৃহত্তম ‘খাদি তেরঙ্গা’ উদ্বোধন করেন ২শরা অক্টোবর গান্ধী জয়ন্তীতে ।

৪. ২০২১ সালের অক্টোবরে, কোন রাজ্যের সাদা পেঁয়াজ একটি ‘ভৌগোলিক নির্দেশক (Geographical Indication )’ ট্যাগ অর্জন করেছে?

(A) মহারাষ্ট্র
(B) কর্ণাটক
(C) কেরালা
(D) তামিলনাড়ু

উত্তর :
(A) মহারাষ্ট্র
মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগের সাদা পেঁয়াজ সম্প্রতি ‘ভৌগোলিক নির্দেশক (Geographical Indication )’ ট্যাগ অর্জন করেছে। আলিবাগের সাদা পেঁয়াজের ঔষধি গুণ রয়েছে এবং এটি হৃদরোগের চিকিৎসা , কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং ইনসুলিন তৈরিতে ব্যবহৃত হয়।

৫. ২০২১ সালের অক্টোবরে, নিচের কোন রাজ্য গরুর গোবর ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের একটি উদ্ভাবনী প্রকল্প চালু করেছে ?

(A) ছত্তিশগড়
(B) ওড়িশা
(C) তেলেঙ্গানা
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(A) ছত্তিশগড়
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ২০২১ সালের ৩শরা অক্টোবর গোবর ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের একটি উদ্ভাবনী প্রকল্প চালু করেন।

৬. ২০২১ সালের বিশ্ব মহিলা দল দাবা চ্যাম্পিয়নশিপ ( World Women’s Team Chess Championship ) এ ভারত একটি রৌপ্য পদক জিতেছে। এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত কোন দেশের কাছে ০-২ তে হেরেছে?

(A) চীন
(B) জাপান
(C) রাশিয়া
(D) ফিলিপাইন

উত্তর :
(C) রাশিয়া
এই প্রথমবারের জন্য ভারত বিশ্ব মহিলা দল দাবা চ্যাম্পিয়নশিপ ( World Women’s Team Chess Championship ) এ কোনো পদক জিতেছে ।

৭. মহারাষ্ট্রের কোন জেলার ওয়াদা কলম চালকে ‘ভৌগোলিক নির্দেশক (Geographical Indication ) ‘ ট্যাগ দেওয়া হয়েছে?

(A) জলগাঁও
(B) বুলধানা
(C) পালঘর
(D) রায়গড়

উত্তর :
(C) পালঘর
মহারাষ্ট্রের পালঘর জেলায় ব্যাপকভাবে উৎপাদিত ওয়াদা কলম চালকে ‘ভৌগোলিক নির্দেশ’ ট্যাগ দেওয়া হয়েছে। ওয়াদা কোলাম জিনি বা ঝিনি চাল নামেও পরিচিত।

৮. কর্ণাটক -র মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই নিচের কোনটি রাজ্যের ৩১তম জেলা হিসেবে উদ্বোধন করলেন ?

(A) মহীশূর
(B) বেলগাঁও
(C) বিজয়নগর
(D) বাগালকোট

উত্তর :
(C) বিজয়নগর
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই ২শরা অক্টোবর রাজ্যের ৩১তম জেলা হিসেবে বিজয়নগরকে উদ্বোধন করেন। অনিরুদ্ধ শ্রাবণকে এই জেলার জেলা প্রশাসক এবং ডাক্তার কে অরুণকে পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে ।

৯. জল শক্তি মন্ত্রকের মতে, উমনগোট নদী ভারতের সবচেয়ে পরিষ্কার নদী। এই নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?

(A) ত্রিপুরা
(B) পশ্চিমবঙ্গ
(C) সিকিম
(D) মেঘালয়

উত্তর :
(D) মেঘালয়
উমনগোট নদী জয়ন্তীয়া এবং খাসি পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গিয়েছে। সারা এশিয়ার মধ্যে এই নদীই স্বচ্ছতম। উপরিভাগ থেকে নদীর তলদেশ ঝকঝকে জল। মেঘালয়ের ছোট পাহাড়ি গ্রাম মাওলিননং এর মধ্যে দিয়ে বয়ে চলা এই নদীর আরেক নাম দৌকি।

১০. ২০২১ সালে কোন সপ্তাহটি বিশ্ব মহাকাশ সপ্তাহ (World Space Week ) হিসেবে পালিত হয়?

(A) ১ অক্টোবর – ৭ অক্টোবর
(B) ৪ অক্টোবর – ১০ অক্টোবর
(C) ১১ অক্টোবর – ১৭ অক্টোবর
(D) ১৬ অক্টোবর – ২২ অক্টোবর

উত্তর :
(B) ৪ অক্টোবর – ১০ অক্টোবর
প্রতি বছর ৪-১০ই অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ পালন করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৯ সালে এটি পালন করার ঘোষণা করে । ১৯৫৭ সালের ৪ই অক্টোবর দিনে প্রথম কৃত্রিম উপগ্রহ,স্পুটনিক ১-এর উৎক্ষেপণ হয় ।

১১. ২০২১ সালের অক্টোবরে কোন দেশ প্রথমবার হাইপারসনিক সিরকন ক্ষেপণাস্ত্র (Tsirkon missile ) এর টেস্ট ফায়ার করলো ?

(A) আমেরিকা
(B) চীন
(C) ভারত
(D) রাশিয়া

উত্তর :
(D) রাশিয়া
৪ই অক্টোবর রাশিয়া একটি সাবমেরিন থেকে এই হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

১২. ২০২১ সালের অক্টোবরে, কে CoinDCX এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) সালমান খান
(B) অজয় দেবগন
(C) অমিতাভ বচ্চন
(D) রাজকুমার রাও

উত্তর :
(C) অমিতাভ বচ্চন
ক্রিপ্টো এক্সচেঞ্জ CoinDCX এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন ।

১৩. ২০২১ সালের অক্টোবরে, তামিলনাড়ুর একটি রাস্তার নামকরণ করা হয়েছে নিম্নলিখিত কোন মুক্তিযোদ্ধার নামে?

(A) ভগত সিং
(B) সুখদেব
(C) তিরুপপুর কুমারন
(D) সুভাষ চন্দ্র বসু

উত্তর :
(C) তিরুপপুর কুমারন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন ৪ই অক্টোবর ইরোড জেলার একটি রাস্তার নামকরণ করেছিলেন প্রয়াত মুক্তিযোদ্ধা তিরুপপুর কুমারনের নামে ।

১৪. কে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন?

(A) জওয়ার মোহাম্মদ
(B) মেলস জেনাভি
(C) ইসাইয়াস আফওয়ার্কি
(D) আবি আহমেদ

উত্তর :
(D) আবি আহমেদ
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ দ্বিতীয় বারের জন্য সেই দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। উল্লেখ্য যে ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান আবি আহমেদ।

১৫. সম্প্রতি কোন দেশের নৌবাহিনীর একটি জাহাজ ৫ দিনের সফরে বিশাখাপত্তনমে এসেছে ?

(A) শ্রীলংকা
(B) বাংলাদেশ
(C) সংযুক্ত আরব আমিরাত
(D) অস্ট্রেলিয়া

উত্তর :
(B) বাংলাদেশ
বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ (BNS) ‘সমুদ্র অভিযান’ ইস্টার্ন নেভাল কমান্ডে পাঁচ দিনের সফরের জন্য ৩শরা অক্টোবর বিশাখাপত্তনম পৌঁচেছে ।

১৬. নিম্নোক্ত কোন ভারতীয় হকি খেলোয়াড় আন্তর্জাতিক হকি থেকে অবসর নেওয়ার কথা সম্প্রতি ঘোষণা করলেন ?

(A) সর্দার সিং
(B) এসভি সুনীল
(C) মনপ্রীত সিং
(D) গুরজান্ত সিং

উত্তর :
(B) এসভি সুনীল
ভারতীয় পুরুষ হকি দলের অভিজ্ঞ ফরোয়ার্ড এবং স্ট্রাইকার এসভি সুনীল ২০২১ সালের অক্টোবরে আন্তর্জাতিক হকি থেকে অবসরের কথা ঘোষণা করলেন।

১৭. ২০২১ সালে বিশ্ব আবাস দিবস ( World Habitat Day ) কোন দিনটিতে পালন করা হল ?

(A) অক্টোবর ৩
(B) অক্টোবর ৪
(C) অক্টোবর ৫
(D) অক্টোবর ৬

উত্তর :
(B) অক্টোবর ৪
প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব আবাস দিবস ( World Habitat Day ) পালন করা হয় । এবছর ৪ই অক্টোবর এই দিবস পালিত হয়েছে। থিম ছিল – ‘Accelerating urban action for a carbon-free world’.

১৮. ২০২১ সালের ডুরান্ড কাপ ট্রফি জিতে নিয়েছে –

(A) কেরালা ব্লাস্টার্স
(B) গোয়া এফসি
(C) হায়দ্রাবাদ
(D) জামশেদপুর

উত্তর :
(B) গোয়া এফসি
মোহামেডান স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে ২০২১ সালের ডুরান্ড কাপ জিতে নিল গোয়া এফসি। এই প্রথমবারের জন্য গোয়া এফসি ডুরান্ড কাপ ট্রফি জিতল ।

১৯. ২০২১ সালের অক্টোবরে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ -এ ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে কোন জুটি স্বর্ণপদক জিতেছে ?

(A) মনু ভাকের এবং সরবজোত সিং
(B) শ্রীকান্ত ধনুশ এবং রাজপ্রীত সিং
(C) রাজপ্রীত সিং এবং পার্থ মাখিজা
(D) আত্মিকা গুপ্ত এবং রাজপ্রীত সিং

উত্তর :
(A) মনু ভাকের এবং সরবজোত সিং
২০২১ সালের অক্টোবরে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ -এ ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে মনু ভাকের এবং সরবজোত সিং জুটি স্বর্ণপদক জিতেছে । ২০২১ সালের জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছে পেরুর লিমাতে ।

২০. ২০২১ সালে মেডিসিনে নোবেল পুরস্কার জিতেছেন –

(A) ডেভিড জুলিয়াস
(B) আর্ডেম পাতাপৌতিয়ান
(C) আন্দ্রেয়া এম গেজ
(D) ডেভিড জুলিয়াস ও আর্ডেম পাতাপৌতিয়ান যুগ্ম ভাবে

উত্তর :
(D) ডেভিড জুলিয়াস ও আর্ডেম পাতাপৌতিয়ান যুগ্ম ভাবে
আমেরিকান বিজ্ঞানী ডেভিড জুলিয়াস (David Julius) এবং আর্ডেম পাতাপৌতিয়ানকে (Ardem Patapoutian) যৌথভাবে ফিজিওলজি বা মেডিসিনে ২০২১ সালের নোবেল পুরস্কার জিতেছেন।
তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

২১. ২০২১ সালের অক্টোবরে কে তোশিবা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন ?

(A) মল্লিকা শ্রীনিবাসন
(B) শুইচি ইতো
(C) মুখমিত এস ভাটিয়া
(D) তরুন বাজাজ

উত্তর :
(B) শুইচি ইতো
সম্প্রতি তোশিবা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন শুইচি ইতো (Shuichi Ito )।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button