বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি PDF
Locomotion and Movement of Animals
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি নিয়ে। কোনো না কোনো অঙ্গ বা অঙ্গাণুর সাহায্যে প্রাণীরা তাদের গমন (অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর ) সম্পন্ন করে। গমনে সাহায্যকারী এই অঙ্গগুলিকে গমন অঙ্গ বলে। যেমন মানুষের হাত ও পা , তিমির প্যাডেল , ব্যাঙের পা , পাখির ডানা , হাঁসের লিপ্ত পদ , শামুকের মাংসল পদ ইত্যাদি প্রাণীদের বিভিন্ন গমন অঙ্গ।নিচে দেওয়া রইলো কিছু প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতির একটি তালিকা। Animals and their Movements list PDF Download.
Table of Contents
গমন অঙ্গ কাকে বলে ?
গমনে সাহায্যকারী অঙ্গকে গমন অঙ্গ বলে। মানুষের হাত ও পা, তিমির প্যাডেল, ব্যাঙের পা ইত্যাদি প্রাণীদের বিভিন্ন গমন অঙ্গ। বিস্তারিত তালিকা নিচে দেওয়া রইলো।
বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম
প্রাণীর নাম | গমন অঙ্গ | গমন পদ্ধতি |
---|---|---|
অ্যামিবা, এন্ট্যামিবা | ক্ষনপদ | অ্যামিবয়েড |
আরশোলা | তিনজোড়া পা ও দুইজোড়া ডানা | ফ্লাইং ও ওয়াকিং |
ইউগ্লিনা, ট্রাইপ্যানোসোমা, নকটিউলিকা | ফ্ল্যাজেলা | ফ্ল্যাজেলীয় গতি |
উড়ুক্কু টিকটিকি, কাঠবিড়ালী, সাপ | প্যাটাজিয়াম | নিষ্ক্রিয় উড্ডয়ন |
উড়ুক্কু মাছ | বৃহৎ বক্ষ পাখনা বা পেক্টরাল ফিন | নিষ্ক্রিয় উড্ডয়ন |
কেঁচো | সিটি বা সিটা | ক্রিপিং |
চিংড়ি | প্লিওপড | সুইমিং |
জেলিফিস, সিপিয়া, ললিগো, অক্টোপাস | পেশী | সুইমিং |
জোঁক | চোষক অঙ্গ | লুপিং |
টিকটিকি | দুইজোড়া পা | ক্রলিং |
তারামাছ | টিউব ফীট | লুপিং |
তিমি, শুশুক, ডলফিন, সীল | পুচ্ছ ও ফ্লিপার | সন্তরণ |
পাখি | ডানা ও পা | ফ্লাইং , ওয়াকিং |
প্যারামিসিয়াম, ভটিসেলা ও পালিনা | সিলিয়া | সিলিয়ারী গমন |
প্রজাপতি, মথ | দুজোড়া ডানা | ওড়া |
বাদুড়, চামচিকা | অস্থিযুক্ত প্যাটাজিয়াম | উড্ডয়ন |
ব্যাং | পা | লিপিং, সুইমিং, ক্রলিং |
মাছ | পাখনা, মায়াটোম পেশী, পটকা | সুইমিং |
মাছি | একজোড়া ডানা | ওড়া |
মানুষ | হাত ও পা | ওয়াকিং, সুইমিং, ক্রলিং, রানিং (দ্বিপদ গমন পদ্ধতি) |
শামুক, ঝিনুক | মাংসল পদ | স্লিপিং |
হাইড্রা | কর্ষিকা | লুপিং, সামারসল্টিং |
দেখে নাও :
- বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ । Excretory Organs of Animals – PDF
- প্রাণী ও উদ্ভিদের শ্বাসযন্ত্র – Respiratory Organs
- বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা – PDF
- বিভিন্ন উপক্ষার ও তাদের অর্থনৈতিক গুরুত্ব
Download Section
- File Name : বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি PDF – বাংলা কুইজ
- File Size : 1.3 MB
- Format : PDF
- No. of Pages : 03
- Language : Bengali
- Subject : Biology / Lifescience
অ্যামিবার গমন অঙ্গের নাম কী ?
ক্ষণপদ
ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি ?
ফ্ল্যাজেলা
কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
সিটা
তিমির গমন অঙ্গের নাম কি ?
পুচ্ছ ও ফ্লিপার
শামুক-এর গমন অঙ্গের নাম কি?
মাংসল পদ
তারামাছ-এর গমন অঙ্গের নাম কি?
টিউব ফিট
Organs and methods of Locomotion of animals in Bengali
To check our latest Posts - Click Here