Daily Current Affairs in BengaliCurrent Affairs

25th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

25th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৫শে  জুন  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও :  24th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. “India’s Finance Ministers” নামক বইটির লেখক –

(A) অভিজিৎ ব্যানার্জী
(B) সূর্য সেন
(C) অশোক কুমার ভট্টাচার্য
(D) অমর্ত্য সেন

উত্তর
(C) অশোক কুমার ভট্টাচার্য
প্রবীণ সাংবাদিক অশোক কুমার ভট্টাচার্য “India’s Finance Ministers: From Independence to Emergency (1947-1977)” শিরোনামের একটি নতুন বই লিখেছেন যা ভারতের অর্থমন্ত্রীদের ভূমিকাকে তুলে ধরে যারা স্বাধীনতার প্রথম ৩০ বছরে (১৯৪৭ সাল থেকে) ভারতের অর্থনীতিকে গঠন করেছিল।

২. ২০০ টি আন্তর্জাতিক ক্যাপ অর্জন করে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন –

(A) লিওনেল মেসি
(B) নেইমার জুনিয়র
(C) ক্রিশ্চিয়ানো রোনালদো
(D) সুনীল ছেত্রী

উত্তর
(C) ক্রিশ্চিয়ানো রোনালদো

  • পর্তুগালের হয়ে ২০০ টি আন্তর্জাতিক ক্যাপ অর্জন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
  • আইসল্যান্ডের বিপক্ষে ইউরো ২০২৪ বাছাইপর্বে সেলেকাও দাস কুইনাসের হয়ে ২০০তম ম্যাচ খেলছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড।
  • ৩৮ বছর বয়সী এই ফুটবলার আরেকটি রেকর্ড ভেঙেছেন এবং আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়।

৩. বলিদান স্তম্ভের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে ?

(A) জম্মু
(B) শ্রীনগর
(C) লেহ
(D) লাদাখ

উত্তর
(B) শ্রীনগর

  • শ্রীনগরের কেন্দ্রস্থল প্রতাপ পার্কে ‘বলিদান স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অমিত শাহ।
  • স্মৃতিসৌধটি শ্রীনগর স্মার্ট সিটি প্রকল্পের অধীনে নির্মিত হবে, যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই নির্মিত হবে ‘বলিদান স্তম্ভ’।

৪. মেসোলিথিক যুগের একটি রক পেইন্টিং যেটিতে একজন ব্যক্তিকে এক টুকরো জমি চাষ করতে দেখা যাচ্ছে , সম্প্রতি কোন রাজ্যে পাওয়া গেছে?

(A) তামিলনাড়ু
(B) অন্ধ্রপ্রদেশ
(C) কেরালা
(D) কর্ণাটক

উত্তর
(B) অন্ধ্রপ্রদেশ
অন্ধ্র প্রদেশের গুন্টুরের ওরভাকাল্লু গ্রামে এটি পাওয়া গিয়েছে ।

৫. কোন দেশ ‘Ex Khaan Quest 2023’ নামক একটি বহুপাক্ষিক শান্তিরক্ষা যৌথ মহড়ার আয়োজন করছে ?

(A) ইসরাইল
(B) ভারত
(C) শ্রীলঙ্কা
(D) মঙ্গোলিয়া

উত্তর
(D) মঙ্গোলিয়া
Ex Khaan Quest ট২৩ নামক বহুপাক্ষিক শান্তিরক্ষা যৌথ মহড়াটি বর্তমানে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রায় ২০টি দেশের সামরিক কন্টিনজেন্ট এবং পর্যবেক্ষকরা অংশগ্রহণ করবে।

৬. ‘NIXI’ সম্প্রতি ২০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। ‘NIXI’ এর সম্পূর্ণ রূপ হল –

(A) National Information Exchange of India
(B) National Interactive Exchange of India
(C) National Internet Exchange of India
(D) National iOS Exchange of India

উত্তর
(C) National Internet Exchange of India
১৯শে জুন ২০২৩ সালে ‘NIXI’ তার ২০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো । ‘NIXI’ এর সম্পূর্ণ রূপ হল – National Internet Exchange of India ।

৭. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি করা তৃতীয় দ্রুততম ক্রিকেটার কে হয়েছেন?

(A) হ্যারি ব্রুক
(B) শাই হোপ
(C) গ্লেন ম্যাক্সওয়েল
(D) বিরাট কোহলি

উত্তর
(B) শাই হোপ

  • ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ ওডিআই ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি পূর্ণ করা তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হয়েছেন।
  •  এক্ষেত্রে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন তিনি।

৮. IFFCO সম্প্রতি ন্যানো লিকুইড ইউরিয়া রপ্তানির জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে?

(A) ফ্রান্স
(B) জার্মানি
(C) অস্ট্রেলিয়া
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিমিটেড (IFFCO) ক্যালিফোর্নিয়া ভিত্তিক কাপুর এন্টারপ্রাইজেস ইন্স্ক্লুসিভ – এর সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে।

৯. মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দুইবার ভাষণ দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হলেন

(A) ইন্দিরা গান্ধী
(B) মনমোহন সিং
(C) এইচডি দেবগৌড়া
(D) নরেন্দ্র মোদী

উত্তর
(D) নরেন্দ্র মোদী

  • মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দুবার ভাষণ দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী মোদি।
  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পর তিনি দ্বিতীয় আন্তর্জাতিক নেতা যিনি এমনটি করলেন।
  • এর আগে, ২০১৬ সালে মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি।

১০. ‘Time’ ম্যাগাজিন প্রকাশিত ১০০টি সবচেয়ে প্রভাবশালী কোম্পানির মধ্যে নিম্নলিখিত কোন ভারতীয় কোম্পানি রয়েছে ?

(A) টাটা গ্রুপ
(B) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
(C) ভারতী এয়ারটেল
(D) NPCI

উত্তর
(D) NPCI

  • ‘টাইম’ ম্যাগাজিন সম্প্রতি বিশ্বের ১০০টি সবচেয়ে প্রভাবশালী কোম্পানির বার্ষিক তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে OpenAI, SpaceX, Chess.com এবং Google DeepMind এর মতো শীর্ষ কোম্পানি রয়েছে।
  • এই তালিকায় ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর সাথে ই-কমার্স প্ল্যাটফর্ম মিশোকেও স্থান দেওয়া হয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button