History NotesHistory

থানেশ্বরের পুষ্যভূতি বংশ – Pushyabhuti Dynasty

Pushyabhuti Dynasty

Rate this post

থানেশ্বরের পুষ্যভূতি বংশ

প্রিয় পাঠকেরা , আজকে আমরা আলোচণা করবো প্রাচীন ভারতের ইতিহাসের থানেশ্বরের পুষ্যভূতি বংশ সম্পর্কে।

প্রতিষ্ঠাতা কাল : খ্রিস্টীয় ষষ্ঠ শতকের প্রথমদিকে

প্রথম উল্লেখযোগ্য নরপতি : প্রভাকরবর্ধন ( প্রতিষ্ঠাতা )

দ্বিতীয় রাজা : রাজ্যবর্ধন ( প্রভাকরবর্ধনের পুত্র, মাতা – যশোমতী )

হর্ষবর্ধন ( ৬০৬ – ৬৪৭ খ্রিস্টাব্দ )


  • পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা
  • ৬০৬ খ্রিস্টাব্দে মাত্র ১৬ বছর বয়সে সিংহাসনে বসেন।
  • ৬০৬ খ্রিস্টাব্দ থেকে তিনি নতুন বর্ষ বা অব্দ – হর্ষাব্দ বা হর্ষ-সম্বৎ চালু করেন।
  • তাঁর উপাধি ছিল – শিলাদিত্য
  • দাক্ষিণাত্য জয়ের উদ্দেশ্যে তিনি বাতাপীর চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সাথে যুদ্ধে লিপ্ত হন (নর্মদা নদীর তীরে ) কিন্তু পরাজিত হন।
  • পুলকেশী হর্ষবর্ধনকে “সকলোত্তরপথনাথ” ( উত্তর ভারতের প্রভু ) হিসেবে সম্মানিত করেন।
  • হর্ষবর্ধন পঞ্চভারত (পাঞ্জাব, কনৌজ, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা ) জয় করেন। এই কারণে হিউয়েন সাঙ হর্ষবর্ষণকে “পঞ্চভারতের অধিপতি” বলেছেন।
  • হর্ষবর্ধনের রাজধানী ছিল – থানেশ্বর এবং কনৌজ ( নতুন রাজধানী )

হর্ষবর্ধনের সাথে চীনের সম্পর্ক :

৬৪১ খ্রিস্টাব্দে হর্ষবর্ধন চীন রাজা Tai-Tsung কে উপহার পাঠান। অন্যদিকে হিউয়েন সাঙ হর্ষবর্ধনের রাজসভায় আসেন ( ৬৩৫ – ৬৪৩ খ্রিস্টাব্দ )। হিউয়েন সাঙকে বলা হয় – Prince of Pilgrims

  • হিউয়েন সাঙ -এর সম্মানে হর্ষবর্ধন ৬৪৩ খ্রিস্টাব্দে কনৌজের ধর্মসভার আয়োজন করেন। কনৌজ বা প্রয়াগের মেলা “মহামোক্ষ ক্ষেত্র ও দানক্ষেত্র” নামে পরিচিত।
  • প্রচলিত কাহিনী অনুযায়ী এই মেলায় হর্ষবর্ধন সর্বস্বদানের পর তাঁর ভগিনী রাজ্যশ্রীর কাছ থেকে একখণ্ড বস্ত্র নিয়ে ধর্মমেলা থেকে ফিরে আসেন।
  • এই পঞ্চবার্ষিকী ধর্মমেলাকে অনেকে কুম্ভ মেলার সূচনা হিসেবে মনে করেন।
  • হর্ষবর্ধন শৈব ছিলেন কিন্তু তিনি বৌদ্ধ ধর্মকেও সম্মান করতেন।
  • হিউয়েন সাঙ-এর মতানুযায়ী – বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য তৈরী নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংস্কার করেন হর্ষবর্ষণ এবং ২০০টি গ্রামের প্রাপ্ত খাজনা এই বিশ্ববিদ্যালয়ের জন্য ছিল।
  • ৬৪৭ খ্রিস্টাব্দে হর্ষবর্ধন মারা যান। তাঁর কোনো উত্তরাধিকারী না থাকায় তাঁর মন্ত্রী অরুনাসভ (Arunashva ) সিংহাসন যখন করেন।

হর্ষবর্ধনের সময়কালের কিছু উল্লেখযোগ্য সাহিত্য

রচনাকাররচনা
হর্ষবর্ধননাগানন্দ ,রত্নাবলী, প্রিয়দর্শিকা
বাণভট্টহর্ষচরিত, কাদম্বরী
ভাতৃহরিনীতি শাতক, শ্রীনগর শাতক, বৈরাগ্য শাতক
হিউয়েন সাঙসি ইউ কি

এই নোটটি PDF ফরম্যাটে ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করো ।

Download

আরো দেখে নাও :

রাষ্ট্রকূট রাজবংশের ইতিহাস –  PDF

বাতাপীর আদি চালুক্য বংশ –  PDF

সাতবাহন সাম্রাজ্যের ইতিহাস । সাতবাহন রাজবংশ

শুঙ্গ সাম্রাজ্যের ইতিহাস । শুঙ্গ বংশ । Shunga dynasty

To check our latest Posts - Click Here

Telegram
Back to top button
error: Alert: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker