Polity NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের লোকসভার স্পিকার / অধ্যক্ষ

Power and Function of Speaker of the Lok Sabha

ভারতের লোকসভার স্পিকার

প্রিয় পাঠকেরা, আজ আমরা আলোচনা করবো ভারতের লোকসভার স্পিকার সম্পর্কে।

লোকসভার সভাপতিকে বলা হয় অধ্যক্ষ (Speaker) । লোকসভার কার্যপরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব অধ্যক্ষের ওপর ন্যস্ত। ভারতীয় সংবিধানে অধ্যক্ষকে বিশেষ মর্যাদা ও ক্ষমতা দেওয়া হয়েছে। মর্যাদাগত বিচারে অধ্যক্ষ হলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির সমতুল্য

লোকসভার অধ্যক্ষের নির্বাচন

  • নব-গঠিত লোকসভার প্রথম অধিবেশনেই লোকসভার সদস্যগণ নিজেদের মধ্য থেকে একজন অধ্যক্ষ এবং একজন উপাধ্যক্ষ নির্বাচন করেন।
  • অধ্যক্ষকে লোকসভার সদস্য হতে হয়।
  • সুতরাং, লোকসভার সদস্য হতে গেলে যে যোগ্যতার প্রয়োজন, অধ্যক্ষের সেই যোগ্যতা থাকতে হয়।

লোকসভার অধ্যক্ষের কার্যকাল

অধ্যক্ষের কার্যকালের মেয়াদ ৫ বছর। তবে তার আগে লোকসভা ভেঙে গেলে,
অধ্যক্ষের মেয়াদও শেষ হয়ে যায়।

এছাড়া তাঁর মৃত্যু হলে, অথবা তিনি পদত্যাগ করলে বা পদচ্যুত হলে
কার্যকাল শেষ হবার আগেই অধ্যক্ষের আসনটি খালি হতে পারে।

লোকসভার অধ্যক্ষের পদচ্যুতি

অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা সমর্থিত হলে অধ্যক্ষকে পদত্যাগ করতে হয়।

লোকসভা অধ্যক্ষের বেতন

বর্তমানে অধ্যক্ষ মাসিক ১,২৫,০০০ টাকা বেতন পান এবং অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা পান।

লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী

  1. সভার আলোচনা ও বিতর্ক নিয়ন্ত্রণ করা : অধ্যক্ষের প্রধান কাজ হল লোকসভার বিতর্ক ও আলোচনা নিয়ন্ত্রণ করা এবং সভায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। বিতর্ক চলাকালে কোনো সদস্য অপ্রাসঙ্গিক কথা বললে, অশালীন মন্তব্য করলে বা আপত্তিকর আচরণ করলে, স্পিকার সংশ্লিষ্ট সদস্যকে সংযত হতে নির্দেশ দেন। সংযত না হলে তিনি সংশ্লিষ্ট সদস্যকে বহিষ্কারের নির্দেশ দিতে পারেন এবং এ ব্যাপারে তিনি মার্শালের সাহায্য নিতে পারেন। বিশৃঙ্খলার জন্য সভার কার্য পরিচালনা অসম্ভব মনে করলে অধ্যক্ষ সভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। দরকার হলে তিনি সভার কাজ সারা দিনের জন্য বন্ধ রাখতে পারেন।
  2. প্রশাসনিক কাজ : সভায় কোন্ কোন্ প্রস্তাব উত্থাপন করা হবে, কোন্ বিষয়ের ওপরে আলোচনা কতক্ষণ চলবে, কোন্ সদস্য কতক্ষণ বলবে, কোন্ কোন্ প্রশ্ন জিজ্ঞাসা করতে দেওয়া হবে, কোনো সংশােধনী প্রস্তাব বৈধ কিনা—এ সমস্তই অধ্যক্ষ ঠিক করে দেন। তিনি লোকসভার অনুমোদিত নিয়মাবলির যে ব্যাখ্যা দেন তা চূড়ান্ত বলে গৃহীত হয়। কোনো বিষয়ে বৈধতার প্রশ্ন উঠলে অধ্যক্ষই তার মীমাংসা করেন। অধ্যক্ষের নির্দেশে ভোটগ্রহণ করা হয় এবং ভোটের ফলাফল তিনিই ঘোষণা করেন। কোনো ব্যাপারে স্পিকার যে রুলিং দেন তার বৈধতা বিচারের অধিকার আদালতের নেই।
  3. অর্থবিল নির্ধারণ : কোনো বিল অর্থ বিল কিনা তা নির্ধারণ করার ক্ষমতা শুধু অধ্যক্ষেরই আছে। কোনো অর্থবিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাবার আগে বিলটি যে একটি অর্থবিল, সে বিষয়ে অধ্যক্ষকে একটি প্রত্যয়পত্র দিতে হয়।
  4. সদস্যদের অধিকার রক্ষা : লোকসভার সদস্যদের যে সমস্ত বিশেষাধিকার আছে সেগুলি রক্ষার দায়িত্ব অধ্যক্ষের। ওইসব অধিকার যাতে অক্ষুন্ন থাকে অধ্যক্ষ সেদিকে সতর্ক দৃষ্টি রাখেন। সভার কোনো সদস্য কিংবা অন্য কোনো ব্যক্তি সদস্যদের অধিকার ভঙ্গ করলে কিংবা সভার অবমাননা করলে লোকসভার পক্ষে তিনি সংশ্লিষ্ট সদস্য বা ব্যক্তির বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
  5. সংসদীয় কমিটিগুলির সভাপতিদের নিয়োগ করেন এবং কমিটিগুলিকে তত্ত্বাবধান করেন অধ্যক্ষ। এই কমিটিগুলি অধ্যক্ষের নির্দেশে পরিচালিত হয়।
  6. লোকসভায় নির্দিষ্ট সংখ্যক সদস্য উপস্থিত না হলে, অর্থাৎ ‘কোরাম’না হলে, অধ্যক্ষ সভার কাজ বন্ধ রাখতে পারেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, কোরাম হতে গেলে লোকসভার মোট সদস্যের এক-দশমাংশের উপস্থিতি প্রয়োজন।
  7. লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ।
  8. অধ্যক্ষ লোকসভা ও রাষ্ট্রপতির মধ্যে যোগসূত্র স্থাপন করেন। লোকসভার সদস্যরা তাদের যাবতীয় বক্তব্য অধ্যক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে উপস্থিত করেন। আবার রাষ্ট্রপতির বাণী বা বক্তব্য অধ্যক্ষের মাধ্যমে পার্লামেন্টে উপস্থিত হয়।
  9. পার্লামেন্টের এলাকা থেকে কোনো সদস্যকে গ্রেপ্তার করতে হলে অধ্যক্ষের অনুমতি নিতে হয়। অধ্যক্ষের অনুমতি ছাড়া লোকসভার কোনো সদস্যকে পার্লামেন্টের এলাকা থেকে গ্রেপ্তার করা যায় না।
  10. অধ্যক্ষ লোকসভার অভ্যন্তরে বহিরাগতদের উপস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংবাদ সংস্থার প্রতিনিধি এবং জনসাধারণের জন্য নির্দিষ্ট লবি ও গ্যালারি তিনিই নিয়ন্ত্রণ করে থাকেন। এছাড়া অধ্যক্ষ লোকসভার সদস্যদের বাসস্থানের ব্যবস্থা করেন, সভার সদস্য ও কর্মচারীদের নিরাপত্তা রক্ষার ব্যবস্থা করেন।

লোকসভার অধ্যক্ষের পদমর্যাদা

ভারতের ন্যায় পার্লামেন্টীয় গণতন্ত্রে অধ্যক্ষের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাসম্পন্ন এবং সর্বোপরি দায়িত্বশীল। লোকসভার সম্মান, মর্যাদা ও স্বাধীনতা নির্ভর করে অধ্যক্ষের দক্ষতা ও কর্মকুশলতার ওপর। অধ্যক্ষ শুধু লোকসভার সভাপতিই নন, তিনি সংসদীয় রীতিনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থার সদাজাগ্রত ও সতর্ক প্রহরী। অধ্যক্ষের সঠিক সিদ্ধান্ত ও
কর্মকুশলতার ওপর সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য অনেকাংশে নির্ভরশীল। সেই কারণেই অধ্যক্ষকে সতর্ক, দক্ষ, সংযত, ধৈর্যশীল অথচ কঠোর, নিরপেক্ষ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতাসম্পন্ন হতে হয়। মর্যাদাগত বিচারে অধ্যক্ষ হলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির সমতুল্য

ভারতের লোকসভার স্পিকারের তালিকা

ভারতের স্বাধীনতার পরবর্তী সমস্ত লোকসভার স্পিকার ( লোকসভার অধ্যক্ষ ) -এর তালিকা নিচে দেওয়া রইলো।

ক্রমনামকার্যকাল
গণেশ বাসুদেব মাভলংকর১৫ মে, ১৯৫২ – ২৭ জানুয়ারি, ১৯৫৬
এম এ আয়াঙ্গার৮ মার্চ, ১৯৫৬ – ১৬ এপ্রিল, ১৯৬২
সর্দার হুকুম সিং১৭ এপ্রিল, ১৯৬২ – ১৬ মার্চ, ১৯৬৭
নীলম সঞ্জীব রেড্ডি১৭ মার্চ, ১৯৬৭ – ১৯ জুলাই, ১৯৬৯
জি এস ধীলন৮ আগস্ট, ১৯৬৯ – ১ ডিসেম্বর, ১৯৭৫
বলিরাম ভগত১৫ জানুয়ারি, ১৯৭৬ – ২৫ মার্চ, ১৯৭৭
নীলম সঞ্জীব রেড্ডি২৬ মার্চ, ১৯৭৭ – ১৩ জুলাই, ১৯৭৭
কে এস হেগড়ে২১ জুলাই, ১৯৭৭ – ২১ জানুয়ারি, ১৯৮০
বলরাম জাখর২২ জানুয়ারি, ১৯৮০ – ১৮ ডিসেম্বর, ১৯৮৯
১০রবি রায়১৯ ডিসেম্বর ১৯৮৯ – ৯ জুলাই, ১৯৯১
১১শিবরাজ পাটিল১০ জুলাই, ১৯৯১ – ২২ মে, ১৯৯৬
১২পি এ সাংমা২৫ মে, ১৯৯৬ – ২৩ মার্চ, ১৯৯৮
১৩জি এম সি বালাযোগী২৪ মার্চ, ১৯৯৮ – ১৩ মার্চ, ২০০২
১৪মনোহর যোশী১০ মে, ২০০২ – ২ জুন, ২০০৪
১৫সোমনাথ চট্টোপাধ্যায়৪ জুন, ২০০৪ – ৩০ মে, ২০০৯
১৬মীরা কুমার৩০ মে, ২০০৯ – ৪ জুন, ২০১৪
১৭সুমিত্রা মহাজন৫ জুন, ২০১৪ – ১৭ই জুন, ২০১৯
১৮ওম বিড়লা১৮ জুন, ২০১৯ – বর্তমান
লোকসভার অধ্যক্ষের তালিকা

লোকসভার স্পিকার সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন ?

গণেশ বাসুদেব মাভলংকর

ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন ?

মীরা কুমার

লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?

গণেশ বাসুদেব মাভলংকর

লোকসভার অধ্যক্ষের অনুপস্থিতিতে লোকসভার অধিবেশন কে পরিচালনা করেন ?

লোকসভার উপ-অধ্যক্ষ ( ডেপুটি স্পিকার )

আরো দেখে নাও :

ভারতের প্রধানমন্ত্রী

ভারতের রাষ্ট্রপতি ( PDF )

গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন । Important Committees and Commissions

ভারতের অর্থ কমিশন ।Finance Commission in India

ভারতীয় সংবিধানের প্রস্তাবনা । Preamble to the Constitution of India

রাজ্য পুনর্গঠন । States Re-organisation

এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিতে পারো।

Download Section

  • File Name : ভারতের লোকসভার স্পিকার _ অধ্যক্ষ – Speaker of Lok Sabha – বাংলা কুইজ
  • File Size : 2 MB
  • No. of Pages : 05
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Indian Polity

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button