
গুরু নানক জয়ন্তী । গুরু নানক কুইজ
আজ ৩০শে নভেম্বর ২০২০, গুরু নানক জয়ন্তী তে দেওয়া রইলো গুরু নানকদেৱ জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে ছোট্ট একটি কুইজ সেট ।
শিখ ধর্মের প্রবর্তক এবং প্রথম শিখ গুরু, নানক দেব জন্মগ্রহণ করেন ১৫ই এপ্রিল, ১৪৬৯ সালে কার্তিক পূর্নিমা তিথিতে বর্তমান পাকিস্থানের রাজধানী লাহৌরের একটি ছোট গ্রাম তালবন্দীতে | বর্তমানে সেই স্থানটি আজ পাকিস্থানে, নানকানা সাহিব নামে পরিচিত |
১. গুরুনানাক দেব কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর
২. গুরু নানক দেবে শিখ ধর্মের প্রবর্তন করেন,
শিখদের ধর্ম গ্রন্থের নাম কী?
উত্তর
ঈশ্বর সর্বত্র বিদ্যমান আছেন, আমাদের সকলের পিতা একমাত্র তিনিই | এইজন্য আমাদের সবার সাথে প্রেমপূর্বক থাকা উচিত গুরু নানক
৩. গুরুনানক দেব যখন ১৬ বছর বয়সের ছিলেন তখন তাঁর পিতা তাঁকে তাঁর মামা শ্রী জয় রামের বাড়িতে পাঠান,সেখানে তিনি মুদিখানার দোকানে কাজ করতেন। স্থানটি ছেড়ে যাওয়ার সময় গুরুজীর বিবাহ হয়।এই স্থানটির নাম কী যেখানে তিনি তাঁর জীবনের ১৪ বছর কাটিয়েছিলেন?
উত্তর
৪. ২৮ বছর বয়সে গুরু নানক দেব একটি নদীতে হারিয়ে গিয়েছিলেন,যদিও ৩ দিন পর তাঁকে খুজে পাওয়া যায়, কোন নদীতে তিনি হারিয়েগিয়েছিলেন?
উত্তর
নিজের বাহুবলের মাধ্যমে পরিশ্রম করে, লোভকে ত্যাগ করে আমাদের সঠিকভাবে অর্থ উপার্জন করা উচিত গুরু নানক
৫. তিব্বতের বাসিন্দারা গুরু নানক দেবকে কী বলে সম্বোধন করেন?
উত্তর
আরো দেখে নাও : শিক্ষক দিবস – ৫ই সেপ্টেম্বর । Teachers’ Day
৬. গুরু নানকের একমাত্র বোনের নাম কী?
উত্তর
ভগবান এক কিন্তু তাঁর রূপ বিভিন্ন | সে সবারই নির্মান করেন এবং নিজেও মানুষ রূপে জন্মগ্রহণ করেন গুরু নানক
৭. গুরু নানক দেবজী তাঁর বাণীতে কতগুলি রাগ ব্যাবহার করতেন?
উত্তর
৮. গুরু নানক দেব কোন শহরের প্রতিষ্ঠাতা ছিলেন?
উত্তর
যার নিজের উপর বিশ্বাস নেই, সে কখনই ভগবানের উপর বিশ্বাস করবেনা গুরু নানক
৯. গুরু নানকের পরবর্তী শিখ গুরু কে ছিলেন?
উত্তর
১০. গুরু নানক দেবের সমাধি কোথায় অবস্থিত?
উত্তর
আরো দেখে নাও :
শিখ সাম্রাজ্যের ইতিহাস । শিখ গুরু । শিখ ধর্মের ইতিহাস PDF