Daily Current Affairs in BengaliCurrent Affairs

2nd November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

2nd November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১লা নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 1st November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোন রাজ্যের মানগড় ধামকে একটি জাতীয় স্মৃতিসৌধ ঘোষণা করেছেন?

(A) রাজস্থান
(B) হরিয়ানা
(C) কেরালা
(D) গুজরাট

উত্তর
(A) রাজস্থান

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১লা নভেম্বর রাজস্থানের মানগড় ধামকে একটি জাতীয় স্মৃতিসৌধ ঘোষণা করেছেন।
  • এই ধামটি, ১৯১৩ সালে ব্রিটিশ সেনাবাহিনী দ্বারা গণহত্যা হওয়া প্রায় ১,৫০০ জন আদিবাসীদের জন্য একটি স্মারক।
  • গুজরাট-রাজস্থান সীমান্তের বাঁশওয়ারা জেলায় এটি অবস্থিত।
  • ১৯১৩ সালে মানগড়ে ব্রিটিশদের বিরুদ্ধে আদিবাসীদের সমাবেশের নেতৃত্বে ছিলেন সমাজ সংস্কারক গোবিন্দ গুরু।

২. কোন দেশ প্রাক্তন মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডিকে মরণোত্তর ‘ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার’ সম্মানে ভূষিত করেছে?

(A) বাংলাদেশ
(B) পাকিস্তান
(C) ওমান
(D) ইরান

উত্তর
(A) বাংলাদেশ

  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ১ নভেম্বর ঢাকায় সাবেক মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডিকে মর্যাদাপূর্ণ ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মানে ভূষিত করেছেন।
  • বাংলাদেশের স্বাধীনতায় অবদানের জন্য তাকে ভূষিত করা হয়েছে।
  • কেনেডি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তানে মার্কিন সামরিক ও অর্থনৈতিক সাহায্য বন্ধ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেন।
  • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মার্চ ১৯৭১ – ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত চলেছিল।

৩. নিম্নোক্ত লেখকদের মধ্যে কে তার সর্বশেষ বই ‘Nuclearization of Asia’ প্রকাশ করেছেন?

(A) রিনে নাবা
(B) মার্সেল প্রুস্ট
(C) ভলতেয়ার
(D) জুল ভার্ন

উত্তর
(A) রিনে নাবা

  • ফরাসি লেখক রেনে নাবা সম্প্রতি জেনেভায় তার সর্বশেষ বই ‘Nuclearization of Asia’ প্রকাশ করেছেন।
  • তিনি “International Center for the Fight against Terrorism” এর ভাইস প্রেসিডেন্ট।

৪. UGC সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রতি বছর কোন দিনটিতে ‘ভারতীয় ভাষা দিবস’ পালন করার নির্দেশ দিয়েছে?

(A) ৩১শে অক্টোবর
(B) ২রা নভেম্বর
(C) ১১ই ডিসেম্বর
(D) ১লা নভেম্বর

উত্তর
(C) ১১ই ডিসেম্বর

  • UGC সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতি বছর ১১ই ডিসেম্বর ‘ভারতীয় ভাষা দিবস’ পালনের নির্দেশ দিয়েছে।
  • ১১ই ডিসেম্বর আধুনিক তামিল কবিতার পথপ্রদর্শক কবি সুব্রামানিয়া ভারতীর জন্মবার্ষিকী।

৫. সম্প্রতি প্রয়াত ভারতের স্টিল ম্যানের নাম কি?

(A) পার্থ সতপতী
(B) বিবেক সিং
(C) শঙ্করসুব্রহ্মণ্যন কে
(D) জামশেদ জে ইরানি

উত্তর
(D) জামশেদ জে ইরানি

  • ভারতের স্টিল ম্যান হিসাবে পরিচিত জামশেদ জে ইরানি সম্প্রতি জামশেদপুরে প্রয়াত হলেন।
  • তিনি ধাতুবিদ্যার ক্ষেত্রে তাঁর পরিষেবার স্বীকৃতি হিসাবে ২০০৮ সালে সরকার কর্তৃক লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

৬. সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্টের ২১তম সভায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কে?

(A) এস জয়শঙ্কর
(B) কিরেন রিজিজু
(C) অমিত শাহ
(D) নরেন্দ্র মোদি

উত্তর
(A) এস জয়শঙ্কর

  • এটি ১লা নভেম্বর ২০২২-এ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল।
  • চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বেইজিংয়ে এই বৈঠকের আয়োজন করবেন।
  • ভারত ২০২২ সালের সেপ্টেম্বর থেকে SCO এর প্রেসিডেন্ট।

৭. ভারতের প্রথম অ্যাকোয়া পার্ক কোন রাজ্যে স্থাপিত হবে?

(A) মেঘালয়
(B) মহারাষ্ট্র
(C) গোয়া
(D) অরুণাচল প্রদেশ

উত্তর
(D) অরুণাচল প্রদেশ

  • ভারত সরকার অরুণাচল প্রদেশের নিম্ন সুবনসিরি জেলার তারিনে ভারতের প্রথম অ্যাকোয়া পার্ক স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে।
  • রাজধানী: ইটানগর
  • মুখ্যমন্ত্রীঃ পেমা খান্ডু

৮. উত্তর ভারতের প্রথম ডেটা সেন্টার কোন রাজ্যে স্থাপিত হয়েছে?

(A) উত্তরপ্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) উত্তরাখণ্ড
(D) রাজস্থান

উত্তর
(A) উত্তরপ্রদেশ

  • উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তর ভারতের প্রথম হাইপার-স্কেল ডেটা সেন্টার Yotta Yotta D1 এর উদ্বোধন করেছেন।
  • উত্তরপ্রদেশে কেন্দ্রটি ৫,০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button