বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ তালিকা । Excretory Organs of Animals – PDF
List of Excretory Organs of Different Animals in Bengali
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ তালিকা
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ তালিকা ( List of Excretory Organs of Different Animals ) । প্রাণীদের রেচন অঙ্গ নিয়ে আলোচনা করার আগে একটু দেখে নেওয়া যাক প্রাচীনদের রেচন কি এবং প্রাণীদের রেচনের বৈশিষ্ট্য কি ।
প্রাণীদের রেচন (Excretion in Animals )
প্রাণীদেহে অপচিতি বিপাকের ফলে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, প্রভৃতি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ সৃষ্টি হয় । এগুলো সাধারণত প্রাণীদের মুত্র ও ঘামের সাহায্যে দেহ থেকে নির্গত হয়ে যায় । এগুলো ছাড়া কার্বন ডাই-অক্সাইড, কিটোন বডি, বিলিরুবিন, বিলিভারডিন প্রভৃতিও রেচন পদার্থরূপে প্রাণীদেহে উৎপন্ন হয় এবং বিশেষ প্রক্রিয়ায় ওই সব রেচন পদার্থ দেহ থেকে নির্গত হয়ে যায় ।
প্রাণীদের রেচনের বৈশিষ্ট্য (Characteristics of excretion in Animals )
- প্রাণীদের রেচন পদার্থ তুলনামূলকভাবে বেশি জটিল এবং ক্ষতিকারক।
- প্রাণীদেহে প্রোটিন জাতীয় পদার্থের বিপাক বেশি হওয়ায় নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বেশি পরিমাণে উত্পন্ন হয়।
- বেশির ভাগ প্রাণীদেহে রেচন অঙ্গ ও তন্ত্র সৃষ্টি হওয়ায় প্রাণীরা রেচন পদার্থগুলিকে দেহ থেকে বার করে দেয়।
- বিশেষ কয়েকটি প্রাণীছাড়া প্রাণীদেহে রেচন পদার্থ সঞ্চিত থাকে না।
- প্রাণীদের রেচন পদার্থ পুনরায় ব্যবহৃত হয় না।
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের তালিকা
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের তালিকা নিচে দেওয়া রইলো।
নং | প্রাণী | রেচন অঙ্গ |
---|---|---|
১ | অ্যামিবা | দেহগাত্র-প্লাজমা পর্দা ও সঙ্কোচনশীল গহ্বর |
২ | অ্যাম্ফিঅক্সাস | সোলানোসাইট |
৩ | অ্যাসকারিস | রেনেট কোষ |
৪ | আরশোলা, গঙ্গা ফড়িং | ম্যালপিজিয়ান নালিকা |
৫ | কেঁচো, জোঁক | নেফ্রিডিয়া |
৬ | চিংড়ি | সবুজ গ্রন্থি, বহিঃকঙ্কাল নির্মোচন |
৭ | চ্যাপ্টাকৃমি, ফিতাকৃমি, প্লানেরিয়া | ফ্লেমকোষ |
৮ | ঝিনুক | কেবারের অঙ্গ |
৯ | তারামাছ | অ্যামিবোসাইট কোষ |
১০ | পাখি ও স্তন্যপায়ী | ফুসফুস ও মেটানেফ্রস |
১১ | ব্যাঙ | ফুসফুস ও মেসোনেফ্রস |
১২ | মাকড়শা, কাঁকড়া বিছে | কক্সাল গ্রন্থি |
১৩ | মাছ | ফুলকা, প্রোনেফ্রস / মেসোনেফ্রস |
১৪ | মানুষ | ফুসফুস,ত্বক,যকৃৎ ও বৃক্ক |
১৫ | শামুক | আদি বৃক্ক বা বোজেনাসের অঙ্গ |
১৬ | সরীসৃপ | ফুসফুস, মেটানেফ্রস, বহিঃকঙ্কাল নির্মোচন |
১৭ | হাইড্রা | দেহত্বক |
রেচন অঙ্গের তালিকার ফটো নিচে দেওয়া রইলো ।
প্রাণী ও উদ্ভিদের শ্বাসযন্ত্র তালিকা – List of Respiratory Organs
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ – প্রশ্ন ও উত্তর
নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ ?
কেঁচো ও জোঁকের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া ।
সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ ?
চিংড়ি
মানবদেহের প্রধান রেচন অঙ্গ কী ?
বৃক্ক
তারামাছ -এর রেচন অঙ্গের নাম কি?
অ্যামিবোসাইট
আম্ফিঅক্সাস -এর রেচন অঙ্গের নাম কি?
সোলোনোসাইট
আরশোলা -এর রেচন অঙ্গ হলো –
ম্যালপিজিয়ান নালিকা
মাকড়শার প্রধান রেচন অঙ্গের নাম কি?
কক্সাল গ্রন্থি
অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?
দেহগাত্র-প্লাজমা পর্দা ও সঙ্কোচনশীল গহ্বর
এই নোটটির PDF ফাইল ডাউনলোড করতে নিচের Download লিংকে ক্লিক করো।
Download Section
- File Name : বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ । Excretory Organs of Animals – PDF – বাংলা কুইজ
- File Size: 1.63 MB
- No. of Pages : 04
- Format : PDF
- Language : Bengali
- Subject : Life Science, Biology
আরো দেখে নাও :
- প্রাণী ও উদ্ভিদের শ্বাসযন্ত্র – Respiratory Organs
- এক নজরে মানবদেহ । মানবদেহ সম্পর্কিত কিছু তথ্য
- ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম
- বিভিন্ন উপক্ষার ও তাদের অর্থনৈতিক গুরুত্ব
- বিজ্ঞানসম্মত নাম ( PDF )
- হরমোন ( Note, PDF, 60+ MCQ )
- জৈব অ্যাসিড ও তাদের উৎস
To check our latest Posts - Click Here