General Knowledge Notes in BengaliNotes

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ তালিকা । Excretory Organs of Animals – PDF

List of Excretory Organs of Different Animals in Bengali

2.5/5 - (16 votes)

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ তালিকা

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ তালিকা ( List of Excretory Organs of Different Animals ) । প্রাণীদের রেচন অঙ্গ নিয়ে আলোচনা করার আগে একটু দেখে নেওয়া যাক প্রাচীনদের রেচন কি এবং প্রাণীদের রেচনের বৈশিষ্ট্য কি ।

৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )

প্রশ্নোত্তরে জীবনবিজ্ঞান

প্রাণীদের রেচন (Excretion in Animals )

প্রাণীদেহে অপচিতি বিপাকের ফলে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, প্রভৃতি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ সৃষ্টি হয় । এগুলো সাধারণত প্রাণীদের মুত্র ও ঘামের সাহায্যে দেহ থেকে নির্গত হয়ে যায় । এগুলো ছাড়া কার্বন ডাই-অক্সাইড, কিটোন বডি, বিলিরুবিন, বিলিভারডিন প্রভৃতিও রেচন পদার্থরূপে প্রাণীদেহে উৎপন্ন হয় এবং বিশেষ প্রক্রিয়ায় ওই সব রেচন পদার্থ দেহ থেকে নির্গত হয়ে যায় ।

প্রাণীদের রেচনের বৈশিষ্ট্য (Characteristics of excretion in Animals )

  1. প্রাণীদের রেচন পদার্থ তুলনামূলকভাবে বেশি জটিল এবং ক্ষতিকারক।
  2. প্রাণীদেহে প্রোটিন জাতীয় পদার্থের বিপাক বেশি হওয়ায় নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বেশি পরিমাণে উত্পন্ন হয়।
  3. বেশির ভাগ প্রাণীদেহে রেচন অঙ্গ ও তন্ত্র সৃষ্টি হওয়ায় প্রাণীরা রেচন পদার্থগুলিকে দেহ থেকে বার করে দেয়।
  4. বিশেষ কয়েকটি প্রাণীছাড়া প্রাণীদেহে রেচন পদার্থ সঞ্চিত থাকে না।
  5. প্রাণীদের রেচন পদার্থ পুনরায় ব্যবহৃত হয় না।

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের তালিকা

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের তালিকা নিচে দেওয়া রইলো।

নংপ্রাণীরেচন অঙ্গ
অ্যামিবাদেহগাত্র-প্লাজমা পর্দা ও সঙ্কোচনশীল গহ্বর
অ্যাম্ফিঅক্সাসসোলানোসাইট
অ্যাসকারিসরেনেট কোষ 
আরশোলা, গঙ্গা ফড়িংম্যালপিজিয়ান নালিকা 
কেঁচো, জোঁকনেফ্রিডিয়া 
চিংড়িসবুজ গ্রন্থি, বহিঃকঙ্কাল নির্মোচন
চ্যাপ্টাকৃমি, ফিতাকৃমি, প্লানেরিয়া ফ্লেমকোষ
ঝিনুককেবারের অঙ্গ
তারামাছঅ্যামিবোসাইট কোষ 
১০পাখি ও স্তন্যপায়ীফুসফুস ও মেটানেফ্রস
১১ব্যাঙফুসফুস ও মেসোনেফ্রস
১২মাকড়শা, কাঁকড়া বিছেকক্সাল গ্রন্থি
১৩মাছফুলকা, প্রোনেফ্রস / মেসোনেফ্রস
১৪মানুষফুসফুস,ত্বক,যকৃৎ ও বৃক্ক
১৫শামুকআদি বৃক্ক বা বোজেনাসের অঙ্গ 
১৬সরীসৃপফুসফুস, মেটানেফ্রস, বহিঃকঙ্কাল নির্মোচন
১৭হাইড্রাদেহত্বক
প্রাণীদের রেচন অঙ্গ তালিকা

রেচন অঙ্গের তালিকার ফটো নিচে দেওয়া রইলো ।

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম

বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি PDF

প্রাণী ও উদ্ভিদের শ্বাসযন্ত্র তালিকা – List of Respiratory Organs

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ – প্রশ্ন ও উত্তর 

নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ ?

কেঁচো ও জোঁকের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া ।

সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ ?

চিংড়ি

মানবদেহের প্রধান রেচন অঙ্গ কী ?

বৃক্ক

তারামাছ -এর রেচন অঙ্গের নাম কি?

অ্যামিবোসাইট

আম্ফিঅক্সাস -এর রেচন অঙ্গের নাম কি?

সোলোনোসাইট

আরশোলা -এর রেচন অঙ্গ হলো –

ম্যালপিজিয়ান নালিকা

মাকড়শার প্রধান রেচন অঙ্গের নাম কি?

কক্সাল গ্রন্থি

অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?

দেহগাত্র-প্লাজমা পর্দা ও সঙ্কোচনশীল গহ্বর

এই নোটটির PDF ফাইল ডাউনলোড করতে নিচের Download লিংকে ক্লিক করো।


Download Section

  • File Name : বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ । Excretory Organs of Animals – PDF – বাংলা কুইজ
  • File Size: 1.63 MB
  • No. of Pages : 04
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Life Science, Biology

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram
Back to top button
error: Alert: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker