General Knowledge Notes in Bengali

জাতীয় শিশু দিবস – ১৪ ই নভেম্বর । National Children’s Day

National Children's Day

জাতীয় শিশু দিবস – ১৪ ই নভেম্বর । National Children’s Day

আজ ১৪ ই নভেম্বর, জাতীয় শিশু দিবস। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু ১৮৮৯ সালে আজকের দিনেই গুজরাটের এলাহাবাদ শহরে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৪ সাল থেকে এই মহান মানবের জন্মদিনে প্রতিবছর ভারতে শিশু দিবস হিসেবে পালন করা হয়। আজ পন্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিনে জেনে নিন পন্ডিত জওহরলাল নেহেরু ও শিশু দিবস সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য।

 [ দেখে নাও পন্ডিত জওহরলাল নেহ্রু সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও  উত্তর

 বাংলা কুইজ – সেট ৯২ –  জওহরলাল নেহেরু স্পেশাল কুইজ ] 

ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

পন্ডিত জওহরলাল নেহেরু

কোন সাল থেকে ভারতে ১৪ ই নভেম্বর শিশু দিবস পালন করা হয় ?

১৯৬২

পন্ডিত জওহরলাল নেহরু আন্তর্জাতিক বন্দর কোন শহরে অবস্থিত

মুম্বাই

বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়?

২০ শে নভেম্বর । রাষ্ট্রসংঘ ১৯৫৪ সালের ২০ নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসাবে পালনের জন্যে ঘোষণা করেছিল ।

ভারতে কেন ১৪ নভেম্বর শিশু দিবস হিসেবে পালন করা হয়?

পন্ডিত জওহরলাল নেহেরু ব্যক্তিগত জীবনে বাচ্চাদের বড় ভালোবাসতেন, তিনি শিশুদের কাছে চাচা নেহেরু রূপে পরিচিতি ছিলেন। ১৯৬৪ সালে তাঁর মৃত্যুর পর ভারত সরকার ১৪ ই নভেম্বর পণ্ডিত নেহেরুর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ঐ দিনটিকে শিশুদিবস বলে ঘোষণা করেন। তাই ১৯৬৪ থেকেই ১৪ই নভেম্বর শিশুদিবস পালিত হয়।

পন্ডিত জওহরলাল নেহেরু ভারতরত্ন সম্মানে ভূষিত হন কোন সালে ?

১৯৫৫ সালে

১৯৬৪ এর পূর্বে ভারতে জাতীয় শিশু দিবস কবে পালন করা হত ?

২০ শে নভেম্বর

বাংলাদেশে শিশু দিবস পালন করা হয় কোন দিনে ?

অক্টোবর মাসের প্রথম সোমবার

দেখে নাও :

রাষ্ট্রীয় একতা দিবস – ৩১শে অক্টোবর । National Unity Day

বিশ্ব ছাত্র দিবস – ১৫ই অক্টোবর । World Students’ Day

শিক্ষক দিবস – ৫ই সেপ্টেম্বর । Teachers’  Day

জাতীয় ক্রীড়া দিবস । কুইজ সেট ১৫৩ । Sports Quiz

বাংলা কুইজ – সেট ১৩৮ – যোগ দিবস জানা অজানা কিছু তথ্য

জাতীয় এবং আন্তর্জাতিক দিবস

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button