জওহরলাল নেহেরু স্পেশাল কুইজ
আজ ১৪ ই নভেম্বর,স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু ১৮৮৯ সালে আজকের দিনেই গুজরাটের এলাহাবাদ শহরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইল জওহরলাল নেহেরু স্পেশাল কুইজ।
১. জওহরলাল নেহেরু কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন ? ➟ ১৪ নভেম্বর ১৮৮৯ – এলাহাবাদ, (ব্রিটিশ ভারত)
২. জওহরলাল নেহেরুর পিতা মাতার নাম কি ? ➟ পিতা মতিলাল নেহেরু ও মা স্বরুপ রানি
৩. জওহরলাল নেহেরু পত্নীর নাম কি ? ➟ কমলা নেহেরু
৪. জওহরলাল নেহেরু কন্যার নাম কি ? ➟ ইন্দিরা গান্ধী
৫. জওহরলাল নেহেরু কোন পেশার সাথে যুক্ত ছিলেন ? ➟ ওকালতি
৬. জওহরলাল নেহেরু যে বাড়িতে বড় হয়েছিলেন সেটির নাম কি ছিল ? ➟ আনন্দ ভবন
৭. জওহরলাল নেহেরুর দুই বোনের নাম কি ছিল ? ➟ বিজয়া লক্ষ্মী ও কৃষ্ণা
৮. কত বছর বয়সে নেহেরু ইংল্যান্ডে যান ? ➟ ১৫ বছর বয়সে
৯. কত বছর বয়সে নেহেরু বিবাহ করেন ? ➟ ২৭ বছর বয়সে
১০. ভারতের প্রথম প্রধানমন্ত্রী নাম কি ? ➟ জওহরলাল নেহেরু
১১. নেহেরুর আত্মজীবনীর হলো ➟ An Autobiography
১২. প্রথমবারের জন্য নেহেরু কবে কংগ্রেসের সভাপতি হন ? ➟ ১৯২৯ খ্রিস্টাব্দে, লাহোরে
১৩. “Glimpses of World History” – বইটি কার লেখা ? ➟ জওহরলাল নেহেরু
১৪. জওহরলাল নেহেরু প্রকাশিত সংবাদপত্রের নাম কি ছিল ? ➟ National Herald
১৫. “Discovery of India” – বইটি কার লেখা ? ➟ জওহরলাল নেহেরু
১৬. তিনি ভারতরত্ন পান কত খ্রিস্টাব্দে ? ➟ ১৯৫৫
১৭. ইউনাইটেড নেশনের জেনারেল এসেম্বলির প্রথম মহিলা প্রেসিডেন্ট বিজয়া লক্ষ্মী সম্পর্কে নেহেরুর কে ছিলেন ? ➟ বোন
১৮. কাকে নেহেরু “Letters from a Father to His Daughter” নামক চিঠি গুলি লিখেছিলেন ? ➟ ইন্দিরা গান্ধীকে
১৯. “Letters from a Father to His Daughter” – নামক চিঠিগুলি কে হিন্দিতে অনুবাদ করেন ? ➟ মুন্সি প্রেমচাঁদ
২০. নেহেরু কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ? ➟ ১১ বার
২১. লাল কেল্লা তে প্রথম তরঙ্গ উত্তোলন করেছিলেন কে ? ➟ জওহরলাল নেহেরু
২২. ভারতে বাল দিবস (Children’s Day ) কার জন্মদিনে পালন করা হয় ? ➟ জওহরলাল নেহেরু ( ১৪ই নভেম্বর )
২৩. কাশ্মীরের কোন বন্ধুকে নেহেরু ‘Blood-brother’ বলে অভিহিত করেন ? ➟ শেখ আব্দুল্লা
২৪. নেহেরু তার জামার বুকের বোতামে কি গুঁজে রাখতে পছন্দ করতেন ? ➟ একটি লাল গোলাপ
২৫. ইংল্যান্ডে নেহেরুর ডাকনাম কি ছিল ? ➟ জো নেহেরু
২৬. নেহেরু কারাগারে থাকা কালীন ( ১৯৩৪-৩৫) যে আত্মজীবনীটি লিখেছিলেন সেটির নাম ছিল ➟ Toward Freedom
২৭. নেহেরু যখন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হন, তিনি জাতির উদ্দেশ্যে একটি উদ্বোধনী ভাষণ দেন যেটিকে একটি বিশেষ নাম দেওয়া হয়েছিল। সেই নামটি কি? ➟ A Tryst with Destiny
২৮. নেহেরু কত বার জেলে যান ? ➟ ৯ বার
২৯. তার পরিধেয় বহুল ব্যবহৃত প্রিয় কোটটি কি নামে পরিচিত ? ➟ নেহেরু কোট
৩০. নেহেরু কবে কোথায় কিভাবে মারা যান ? ➟ ১৯৬৪ সালের ২৭ মে নেহেরু হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লিতে মারা যান
৩১. কার ১০০তম জন্ম শতবার্ষিকীতে শতাব্দী ট্রেন শুরু হয় ? ➟ জওহরলাল নেহেরুর
৩২. দিল্লির রাজঘাটে জওহরলাল নেহেরুর সমাধি কি নামে পরিচিত ? ➟ শান্তিবন
৩৩. জওহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত ? ➟ মুম্বাই
৩৪. জওহরলাল নেহেরু স্টেডিয়াম কোথায় অবস্থিত ? ➟ নতুন দিল্লি
জওহরলাল নেহেরু স্পেশাল কুইজ এর সাথে আরো দেখুন :
জাতীয় শিশু দিবস – ১৪ ই নভেম্বর । National Children’s Day
To check our latest Posts - Click Here