General Knowledge Notes in Bengali

আইপিএল ২০২০। IPL 2020 – Facts, Stats and More

IPL 2020 : Facts, Stats and More

আইপিএল ২০২০

প্রিয় পাঠকরা,বাংলা কুইজের পক্ষ থেকে দেয়া রইল আইপিএলের ১৩ তম সংকলন আইপিএল ২০২০ সম্পর্কিত কিছু তথ্য।বহু  প্রতীক্ষার পর ১৯ শে সেপ্টেম্বর শুরু হওয়া আইপিএল ২০২০ অবশেষে সফল ভাবে সম্পন্ন হল। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২০ সম্পর্কে এই লেখা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানিও।

বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বুশ ফায়ার দাবানল,এরপর কোথাও বন্যা,কোথাও সুনামি, কোথাও বা ভয়াবহ অগ্নিকাণ্ড,বিস্ফোরণ এবং এসবের মাঝে করোনা ভাইরাসের কারণে ভয়াবহ অতিমারি ও তাঁর দরুন হওয়া লকডাউন এই সমস্ত কিছু নিয়েই ২০২০ সাল যেন সকলের কাছে দুর্বিষহ হয়ে উঠে।করোনা ভাইরাস নামক এক অদৃশ্য ভাইরাসের জন্য স্তব্ধ হল বিশ্বের ক্রীড়াজগৎও। বাতিল হল বহু টুর্নামেন্ট,আবার কিছু কিছু প্রতিযোগিতা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হল,এর মধ্যে নাম ছিল আইপিএল ২০২০ এরও,যেটি শুরু হওয়ার কথা ছিল ২৯ শে মার্চ।অতিমারির কথা মাথায় রেখে মার্চ মাসে যখন আইপিএল স্থগিত করা হয় তখন ক্রিকেটপ্রেমীরা মর্মাহত হয়ে পড়েন। তারপর বাতিল হয় টি-২০ বিশ্বকাপ,যা অক্টোবরে অস্ট্রেলিয়াতে হাওয়ার কথা ছিল,এই টুর্নামেন্ট না হওয়ার ফলে খুলে যায় আইপিএলের ভাগ্যের দরজা।কিন্তু ভারতে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে বিদেশের মাটিতেই আইপিএল করা স্থির করে বিসিসিআই।

বহু ঘাত-প্রতিঘাতের পর অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহির দর্শকহীন মাঠে খেলা হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩ তম সংকলন, যা চলবে ১০ ই নভেম্বর পর্যন্ত।আইপিল ২০২০ এর  জন্য বিসিসিআই লঞ্চ করে থিম সংগ: “আয়েঙ্গে হাম ওয়াপাস”.

আইপিএল ২০২০
আইপিএল ২০২০ এর জন্য নিলাম ও দল :

আইপিএল ২০২০ তে মোট ৮ টি দল অংশগ্রহণ করে।২০১৯ সালের ১৯ শে ডিসেম্বর কলকাতায় আইপিএল ২০২০ এর নিলাম অনুষ্ঠিত হয়।মোট ৩৩৮ জন খেলোয়াড়ের তালিকা থেকে ৬৮ জনকে নিলামের মাধ্যমে কিনে নেয় আঠটি দল।এই নিলামে সব থেকে দামী ক্রিকেটার হলেন প্যাট কামিন্স, কলকাতা নাইট রাইডার্স তাঁকে ১৫.৫০ কোটি টাকা-তে কিনে নিয়েছে।এছাড়াও বেশি দাম পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল,ক্রিস মরিস,অ্যারন ফিঞ্চ, শিমরন হেটমেয়ারের মতো খেলোয়াড়। আবার মার্টিন গাপ্টিল, কলিন মুনরো,ইউসুফ পাঠান, টিম সাউদি এর মতো বিখ্যাত খেলোয়াড়রা কোনও দল পেলেন না

ভেনু:

করোনা অতিমারির কারণে ভারতে আইপিএলের ১৩ তম পর্ব এই বছর ভারতে অনুষ্ঠিত হবে না প্রথমেই ঠিক হয়েছিল।অনেক আলোচনার পর সংযুক্ত আরব আমিরাতে এই বছরের আইপিএল অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।
এবারের আইপিএলের ম্যাচগুলি খেলা হয় কেবলমাত্র ৩ টি শহরের স্টেডিয়ামে।এগুলি হল :দুবাই, শারজাহ ও আবুধাবি।সব ম্যাচের ক্ষেত্রেই মাঠগুলি ছিল দর্শক শূন্য।
১০ ই নভেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০ এর ফাইনাল অনুষ্ঠিত হয়।

কিছু স্মরণীয় মুহূর্ত :

প্রতিবারের মতো এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও আমাদেরকে বিশেষ কিছু স্মরণীয় মুহূর্তের সাক্ষী করে গিয়েছে।সমস্ত বাঁধা বিপত্তি কাটিয়ে ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হয় আইপিএল ২০২০,যা ক্রিকেটপ্রেমীদের একঘেয়েমি জীবনে সফলভাবে  কিছু আনন্দের মুহূর্ত প্রদান করে।

  • মহেন্দ্র সিং ধোনি সমর্থকদের কাছে এই আইপিএল ছিল বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ, কারণ তাদের প্রিয় মাহি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন এবং অনেকদিন পর আবার তাঁকে পুনরায় মাঠে দেখা যাবে।যদিও ধোনির এই বছরের আইপিএল এ পারফরমেন্সে ছিল সাধারণ মানের এবং চেন্নাই সুপার কিংসের মতো চ্যাম্পিয়ন দল সব থেকে প্রথমে এই বছরের আইপিএল থেকে বিদায় নেয় এবং সপ্তম স্থানে প্রতিযোগিতা শেষ করে।
  • রোহিত শর্মা এবং বিরাট কোহলি এর মত ভারতের তারকা খেলোয়াড়দের এই বছরের পারফরমেন্স সাধারণ মানের হলেও, সূর্য কুমার যাদব,ঈশান কিষান,দেবদূত পাদিকাল,রাহুল তেওয়াতিয়া,সঞ্জু স্যামসং, শুভমন গিল এবং মায়াঙ্ক আগারওয়াল এর মতো তরুণ খেলোয়াড়রা তাদের খেলার মাধ্যমে সকলের নজর কেড়েছেন।এছাড়াও টি নটরাজন,বরুণ চক্রবর্তী,ওয়াশিংটন সুন্দর,রবি বিষ্ণোই দের পারফরমেন্স ও ছিল চমকপ্রদ। যা তাদের অনেকেই জাতীয় দলে স্থান করে দিয়েছে।
  • কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে শেল্ডন কটরেলের একটি ওভারে ৫ টি ৬ মেরে সকলকে অবাক করে দিলেন রাজস্থান রয়্যালসের রাহুল তেবাটিয়া।
  • সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ এবং কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ ড্র হওয়ায় প্রথমবারের জন্য আইপিএলে একই দিনে দুটি ম্যাচে সুপার ওভার হয়।
  • কিংস ইলেভেন পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ান্স এর ম্যাচে সুপার ওভারও ড্র হয়ে যায়,ফলে আইপিএলের ইতিহাসে প্রথমবারের জন্য একটি ম্যাচে দুটি সুপার ওভার খেলা হয়।
  • এছাড়াও কিছু দুর্দান্ত ক্যাচ,ফিল্ডিং,বোলিং, ব্যাটিং  পারফরমেন্স সকলের মন জয় করে নিয়েছে।

আইপিএল ২০২০ এবং কিছু রেকর্ডস :

  • শিখর ধাওয়ান : প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলের ইতিহাসে পরপর দুটি ম্যাচে শতক করলেন।
  • ডেভিড ওয়ার্নার : প্রথম খেলোয়াড় হিসেবে পরপর ছটি আইপিএলে ৫০০-র বেশি রান করলেন।
  • মোহাম্মদ সিরাজ : একমাত্র বোলার যিনি একটি ম্যাচে পরপর দুটি মেডেন ওভার বল করেছেন।
  • ঈশান কিষাণ : উনক্যাপড ভারতীয় প্লেয়ার হিসেবে একটি আইপিএল সিজনে সর্বোচ্চ রান(৪৮৩) করার রেকর্ড করলেন।
  • দেবদূত পাদিকাল : উনক্যাপড ভারতীয় প্লেয়ার হিসেবে একটি আইপিএল সিজনে সর্বাধিক বার(৫) অর্ধশত রান করার রেকর্ড।
  • রোহিত শর্মা : ষষ্ঠ বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হলেন,কোন প্লেয়ারের জন্য যেটি সর্বোচ্চ।
  • লোকেশ রাহুল : ১৩২* (বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) ,আইপিএলের একটি ইনিংসে কোন ভারতীয়ের সর্বোচ্চ স্কোর।
  • ক্রিস গেইল : সর্ব বরিষ্ট(৪১+ বছর )খেলোয়াড় হিসেবে আইপিএলের একটি ইনিংসে অর্ধশত রান করলেন।
  • রাজস্থান রয়্যালস : কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২২৩ রান সফল ভাবে চেস করে আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড করল।
  • মুম্বাই ইন্ডিয়ান্স : রেকর্ড পঞ্চম বারের জন্য আইপিএলের চ্যাম্পিয়ন হল।
  • কলকাতা নাইট রাইডার্স: ৮৪-৮(২০ ওভার) , সম্পূর্ণ ২০ ওভার ব্যাট করে কোন টীমের করা সর্বনিন্ম স্কোর।

সংখ্যায় আইপিএল ২০২০ (Stats):

  • ৯৮ : আইপিএল ২০২০ তে মোট অর্ধশত রানের সংখ্যা।
  • ৫ : আইপিএল ২০২০ তে মোট শতকের সংখ্যা।
  • ৭৩৪: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২০ তে মোট ৬ এর সংখ্যা।
  • ৩০ (ঈশান কিষাণ) : আইপিএল ২০২০ তে একটি ব্যাটসম্যানের সর্বোচ্চ ছয় মারার রেকর্ড।
  • ৬৭ (শিখর ধাওয়ান):আইপিএল ২০২০ তে একটি ব্যাটসম্যানের সর্বোচ্চ চার মারার রেকর্ড।
  • ১৩২* (কে এল রাহুল বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) : ২০২০ সালের আইপিলের এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ স্কোর।
  • ৪-০-২০-৫(বরুণ চক্রবর্তী বনাম দিল্লী ক্যাপিটলস) : এক ইনিংসে সবথেকে ভালো বোলিং পারফরমেন্স।
  • ৪: আইপিএল ২০২০ তে মোট সুপার ওভার সংখ্যা।
  • ৩০: কাগিসো রবাদা (দিল্লী ক্যাপিটালস) আইপিএল ২০২০ তে সর্বোচ উইকেটের অধিকারী।
  • ৬৭০:লোকেশ রাহুল (কিংস ইলেভেন পাঞ্জাব) আইপিএল ২০২০ তে সর্বোচ রান স্কোরার ।

ফাইনাল ও  চ্যাম্পিয়ন :

১০ ই নভেম্বর দুবাই এ অনুষ্ঠিত হয় ১৩ তম আইপিএলের ফাইনাল,যেটি ছিল এই সেশনের ৬০ তম তথা শেষ ম্যাচ।
মুম্বাই ইন্ডিয়ান্স ষষ্ঠ বারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছালেও দিল্লী ক্যাপিটালসের জন্য এটি ছিল প্রথম আইপিএল ফাইনাল।
শ্রেয়াস আইয়ের অধিনায়কত্বে ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লী ক্যাপিটালস।
ট্রেন্ট বোল্ট এবং অন্য বোলারদের দপাটে পাওয়ারওপ্লেতে ৩ টি উইকেট হারালেও ঋষভ পান্থ এবং অধিনায়কের অর্ধশতকের দৌলতে দিল্লীর দল ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৬ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে কখনোই ম্যাচটিকে হাত থেকে বেরোতে দেয়নি মুম্বাইয়ের দল।অধিনায়ক রোহিত শর্মার অর্ধশত রান,ঈশান কিশানের ব্যাটিংয়ের সৌজন্যে মুম্বাই ইন্ডিয়ান্স ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে সহজেই আইপিএল ২০২০ এর ফাইনাল ম্যাচ জিতে রেকর্ড পঞ্চম বারের জন্য ইন্ডিয়ান প্রেমিয়ার লীগের চ্যাম্পিয়ন হয়।

আইপিএল ২০২০

পুরস্কার:

আইপিএল ২০২০ এর চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার মূল্য ছিল ২০ কোটি টাকা এবং রানার-আপ দের জন্য পুরস্কার মূল্য ছিল ১২.২৫ কোটি টাকা।শীর্ষের ৪ এর আরো বাকিদুটি দলের জন্য ৪.৩ কোটি টাকার পুরস্কার ছিল।
এছাড়াও ম্যান অব দ্যা সিরিজ,কমলা টুপি (সর্বাধিক রানের অধিকারী), বেগুনী টুপি (সর্বোচ্চ উইকেটের অধিকার), ইমার্জিং প্লেয়ার অফ্ দা সিজন,মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ ইত্যাদি নানান শ্রেণীতে নানান রকমের পুরস্কার ছিল।
এক নজরে দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার পেলেন :

  • কমলা টুপি (অরেঞ্জ ক্যাপ) :লোকেশ রাহুল (কিংস ইলেভেন পাঞ্জাব) ৬৭০ রান,১৪ টি ম্যাচে।
  • বেগুনী টুপি (পার্পেল ক্যাপ) : কাগিসো রবাদা (দিল্লী ক্যাপিটালস) ৩০ টি উইকেট, ১৭ টি ম্যাচে।
  • ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ : ট্রেন্ট বোল্ট (মুম্বাই ইন্ডিয়ান্স)।
  • চ্যাম্পিয়ন দল : মুম্বাই ইন্ডিয়ান্স।
  • ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : মুম্বাই ইন্ডিয়ান্স।
  • এমারজিং প্লেয়ার অফ্ দা ইয়ার অ্যাওয়ার্ড :দেবদূত পাদিকাল (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) ।
  • ড্রিম ইলেভেন গেম চেঙ্গার অফ্ দা সিজন : লোকেশ রাহুল (কিংস ইলেভেন পাঞ্জাব)
  • Altroz সুপার স্ট্রাইকার অফ্ দা সিজন : কেরন পোলার্ড (মুম্বাই ইন্ডিয়ান্স) ।
  • Unacademy ক্র্যাকিং সিক্সসেস অফ্ দা সিজন : ঈশান কিষাণ(মুম্বাই ইন্ডিয়ান্স) ।
  • পাওয়ার প্লেয়ার অফ্ দা সিজন : ট্রেন্ট বোল্ট (মুম্বাই ইন্ডিয়ান্স) ।
  • মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) অফ্ দা সিজন : জোফ্রা আর্চার (রাজস্থান রয়্যালস) ।

আরো দেখে নাও :

আইপিএল কুইজ । IPL Quiz

বাংলা কুইজ – সেট ১৫৮ –আইপিএল স্পেশাল কুইজ| IPL Quiz

শচীন টেন্ডুলকার স্পেশাল কুইজ

বাংলা কুইজ – সেট ১৪৩ –  সৌরভ গাঙ্গুলি স্পেশাল

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button