সাহিত্যGeneral Knowledge Notes in Bengali

বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত রচনা PDF

বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত রচনার তালিকা 

2.9/5 - (15 votes)

বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত রচনা

প্রিয় পাঠকেরা, আজকে তোমাদের  নিয়ে এসেছি বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত রচনা সমূহের তালিকা। বিভিন্ন লেখক তাঁদের রচনা তাঁদের কোনো আত্মীস্বজন, বন্ধু, বিখ্যাত ব্যক্তিত্বকে উৎসর্গ করে থাকেন। আজকের এই তালিকাতে পেয়ে যাবে কোন সাহিত্যিক তার কোন রচনা কাকে উৎসর্গ করেছিলেন।

বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত রচনার তালিকা

বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত গ্রন্থসমূহ ।

রচয়িতাগ্রন্থযাকে উৎসর্গ করা হয়েছে
রবীন্দ্রনাথ ঠাকুরক্ষণিকালোকেন্দ্র পাতিল
খেয়াজগদীশ চন্দ্র বসু
চার অধ্যায়রাজ্ বন্দীদের
তাসের দেশনেতাজি
পূরবীভিক্টোরিয়া ওকাম্পো
বলাকাউইলিয়াম পিয়ারসন
বসন্তকাজী নজরুল ইসলাম
বৌঠাকুরানীর হাটসৌদামিনী দেবী
কাজী নজরুল ইসলামবাঁধনহারানলিনীকান্ত সরকার
বিষের বাঁশিমাসুদা খাতুন
বুলবুলদিলিপ কুমার রায়
রবিহারারবীন্দ্রনাথ ঠাকুর ( মৃত্যুশোকে )
সঞ্চিতারবীন্দ্রনাথ ঠাকুর
সন্ধ্যামাদারীপুরের শান্তি সেনা ও বীরসেনাদের
সর্বহারাবিরজা সুন্দরী
অগ্নিবীণাবারীন্দ্রকুমার ঘোষ
চিত্তনামাবাসন্তী দেবী
চোখের চাতকপ্রতিভা বসু রানু
ছায়ানটমুজাফ্ফর আহমেদ
বিভুতিভূষণ বন্দোপাধ্যায়আরণ্যকগৌরী দেবী
মাইকেল মধুসূদন দত্তকৃষ্ণকুমারীকেশববাবু
তিলোত্তমাসম্ভবযতীন্দ্রমোহন বাগচী
বীরাঙ্গনাঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মেঘনাদবধরাজা দিগম্বর মিত্র
শর্মিষ্ঠামহাকবি কালিদাস
হেক্টরবধভূদেব মুখোপাধ্যায়
The Captive Ladyজোসেফ রিচার্ড নেলার, জর্জ নর্টন
সুধীন্দ্রনাথ দত্ততন্বীরবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়মৃণালিনীদীনবন্ধু মিত্র
মনোজ বসুনিশিকুটুম্বরামলাল বসু (পিতা)
বাঁশের কেল্লাবনফুল
প্রেম নয় মিছে কথাজসিমুদ্দিন
স্বর্ণসজ্জাসমরেশ বসু
নারায়ণ গঙ্গোপাধ্যায়সূর্যসারথীতারাশংকর বন্দ্যোপাধ্যায়
উপনিবেশবীরেন্দ্রলাল লাহিড়ী
মৌচাকে ঢিলনৃপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
লীলা মজুমদারহলদে পাখির পালকপ্রেমেন্দ্র মিত্র
নবীনচন্দ্র সেনপলাশীর যুদ্ধঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রঙ্গমতীবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

আরো দেখে নাও :

বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা ( PDF )

২০২০ সালের গুরুত্বপূর্ণ বই এবং লেখকের তালিকা 

বিভিন্ন লেখক ও কবির ছদ্মনাম । Pseudonym of famous Bengali Writers

Download Section

  • File Name : বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত রচনা
  • File Size : 224 KB
  • No. of Pages : 04
  • Format : PDF
  • Language : Bengali

Click Here to Download PDF 

 

To check our latest Posts - Click Here

Telegram
Back to top button
error: Alert: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker