এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam
আজ ১৫ ই অক্টোবর – ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এ. পি. জে. আবদুল কালামের জন্মদিন| ১৯৩১ সালে আজকের দিনে তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে জন্মগ্রহণ করেন ভারতের মিসাইল ম্যান। আজকের এই স্বরণীয় দিনে বাংলা কুইজের পক্ষ থেকে ভারতের মিসাইল ম্যান তথা ডঃ কালাম সম্পর্কিত কিছু জানা অজানা প্রশ্ন-উত্তর পোস্ট করা হল | আশা করি আপনাদের এই এপিজে আব্দুল কালাম কুইজ ভালো লাগবে |
১. এ পি জে আব্দুল কালামের পুরো নাম কী?
২. ২০০২ সালে প্রথম বিজ্ঞানী হিসেবে ভারতের ১১ তম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডঃ কালাম। কাকে পরাজিত করে তিনি আমাদের দেশের রাষ্ট্রপতি হন?
৩. ২০০৫ সালে ২৬ শে মে একটি দেশে রাষ্ট্রপতি হিসেবে গিয়েছিলেন ডঃ এ পি জে আব্দুল কালাম, তাঁকে শ্রদ্ধা জানিয়ে সেই দেশে ২৬ শে মে বিজ্ঞান দিবস পালন করা হয়। কোন দেশ?
আরো দেখে নাও : [ মহাত্মা গান্ধী কুইজ । Quiz on Mahatma Gandhi ]
৪. ওড়িশার রাজধানী ভুবনেশ্বর এর ১৫০ কিমি পূর্বে,উপকূলে বঙ্গোপাগরে অবস্থিত এই দ্বীপটির নাম ২০১৫ সালে রাখা হয় আব্দুল কালাম দ্বীপ। এই দ্বীপ থেকেই ভারতের মিসাইল পরীক্ষা এবং উৎক্ষেপণ করা হয়। পূর্বে এই দ্বীপটির কী নাম ছিল?
৫. অপারেশন শক্তি চলাকালীন এ. পি. জে. আব্দুল কালামের কোড নাম কি ছিল ?
৬. কত সালে ডঃ এপিজে আব্দুল কালাম ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন সম্মান অর্জন করেন?
আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ৮৭ – বিবেকানন্দ স্পেশাল ]
৭. বিজ্ঞান চর্চা,লেখালেখি,প্রশাসনিক দায়িত্ব ইত্যাদির পাশাপাশি একটি চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে ভারতের মিসাইল ম্যান কে। তিনি কোন চলচ্চিত্রে অভিনয় করছেন?
৮. তাঁর ৮৩ বছরের জীবনে অনেকগুলি বই লিখেছেন এ পি জে আব্দুল কালাম। তাঁর লেখা শেষ বই কোনটি ?
৯. ডঃ এ পি জে আব্দুল কালামের জীবনের উপর ভিত্তি করে তৈরি ডকুমেন্টারি এর নাম কী?
আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল ]
১০. আন্তর্জাতিক স্পেস স্টেশনে আবিষ্কৃত একটি ব্যাক্টেরিয়ার নাম রাখা হয়েছে ভারতের মিসাইল মানব তথা পূর্ব রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে। এই ব্যাক্টেরিয়ার নাম কী?
১১. বিজ্ঞান জগতে তাঁর অবদান এবং তাঁর অসামান্য প্রতিভার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন বিশ্বিদ্যালয় এ পি জে আব্দুল কালামকে প্রদান করেছে সম্মানিক ডক্টরেট। তিনি তাঁর জীবনে কতগুলি বিশ্ববিদ্যালয় থেকে কতগুলি সাম্মানিক ডক্টরেট উপাধি অর্জন করেছেন?
১২. ডঃ এ পি জে আব্দুল কালামের সমাধি কোথায় অবস্থিত?
আরো দেখে নাও : [ লাল বাহাদুর শাস্ত্রী কুইজ । Quiz on Lal Bahadur Shastri ]
ড: এ পি জে আব্দুল কালাম রচিত কিছু বিখ্যাত গ্রন্থ :
- Wings of Fire : Autobiography
- India 2020
- Ignited Minds
- Target 3 Billion
- Turning Points
- You Are Born To Blossom
- My Journey
- A Manifesto for Change
- Advantage India
- Forge your Future
- Reignited
- Transcendence
ড: এ পি জে আব্দুল কালাম – পুরস্কার ও সম্মান সমগ্র :
- ৪০টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে তিনি ৭টি সাম্মানিক সাম্মানিক ডিগ্রি পেয়েছিলেন।
- ১৯৮১ সালে তিনি পদ্ম-ভূষণ সম্মানে সম্মানিত হন।
- ১৯৯১ সালে তিনি পদ্ম-বিভূষণ সম্মানে সম্মানিত হন।
- ১৯৯৭ সালে ভারত রত্ন পান।
- ২০১২ সালে আউটলুক ইন্ডিয়া দ্বারা আয়োজিত the Greatest Indian পোলে দ্বিতীয় স্থান পান।
- ২০১৩ সালে তিনি National Space Society থেকে Von Braun Award পান।
- ২০১৫ সালে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী আব্দুল কালামের ৮৪তম জম্নমার্ষিকীতে তার সম্মানে একটি ডাক টিকিট প্রকাশ করেন।
- NASA আব্দুল কালামের নাম অন্তর্কজাতিক স্পেস স্টেশনের ফিল্টারে প্রাপ্ত একটি নতুন ব্যাকটেরিয়ার নাম রাখেন – Solibacillus kalamii ।
- উত্তর প্রদেশ টেকনিকাল ইউনিভার্সিটির নতুন নাম রাখা হয়েছে এ পি জে আব্দুল কালাম ইউনিভার্সিটি।
- ওড়িশার হুইলার দ্বীপের নতুন নাম রাখা হয়েছে আব্দুল কালাম দ্বীপ।
- নতুন দিল্লির ঔরঙ্গজেব রোডের নাম বদলে নতুন নাম রাখা হয়েছে ড: এ পি জে আব্দুল কালাম রোড।
- ২০১৮ সালে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটি নতুন প্রজাতির বৃক্ষের নাম করণ করেন – Drypetes kalamii।
To check our latest Posts - Click Here