Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৯৯ – বিজ্ঞানের MCQ প্রশ্ন ও উত্তর

Science MCQ - Set 99

বিজ্ঞানের MCQ প্রশ্ন ও উত্তর

বন্ধুরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিজ্ঞানের ১৫টি MCQ প্রশ্ন ও উত্তর ।

১. মহাকাশচারীদের পোশাকের হেলমেট এর সামনের আবরনীতে কোন ধাতুর পাত থাকে যা সূর্য থেকে আগত ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করে-

(A) সোনার
(B) রুপোর
(C) সিলিকনের
(D) জার্মেনিয়ামের

[spoiler title=”উত্তর : “] (A) সোনার [/spoiler]

২. আতশবাজির লাল রং সৃষ্টির জন্য দায়ী-

(A) Sr+Li
(B) Na+Al
(C) Mg+Ti
(D) Cu+Ba

[spoiler title=”উত্তর : “] (A) Sr+Li [/spoiler]

৩. A , B ও C তিনটি মৌলের পরমাণু – ক্রমাঙ্ক যথাক্রমে ( Z – 2 ) , Z, ( Z +1 ) , এদের মধ্যে B একটি নিস্ক্রিয় মৌল ।  এদের মধ্যে কোনটির তড়িৎ – ঋণাত্মকতা সর্বাধিক ?

(A) A মৌলের
(B) B মৌলের
(C) C মৌলের
(D) সব গুলির সমান

[spoiler title=”উত্তর : “] (A) A মৌলের

A , B ও C তিনটি মৌলের মধ্যে B একটি নিষ্ক্রিয় গ্যাস যার পরমাণু – ক্রমাঙ্ক Z , অর্থাৎ , এই মৌলটি দীর্ঘ পর্যায় – সারণির 18 নং শ্রেণিভুক্ত । A মৌলটির পরমাণু – ক্রমাঙ্ক B- এর তুলনায় 2 একক কম অর্থাৎ , A মৌলটি ( 18–2 ) = 16 নং শ্রেণিতে অবস্থান করে । আবার C মৌলটির পরমাণু – ক্রমাঙ্ক B- এর তুলনায় 1 একক বেশি অর্থাৎ , C মৌলটি পরবর্তী পর্যায়ের 1 নং শ্রেণিতে অবস্থান করে ।

তিনটি মৌলের পর্যায় – সারণিতে অবস্থানের পরিপ্রেক্ষিতে বলা যায় , A মৌলটির তড়িৎ – ঋণাত্মকতা সর্বাধিক । কারণ পর্যায় – সারণির পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে ।

[/spoiler]

৪. তামার প্রধান আকরিক হল

(A) কিউপ্রাইট
(B) ম্যালাকাইট
(C) অ্যাজুরাইট
(D) কপার পাইরাইটস

[spoiler title=”উত্তর : “] (D) কপার পাইরাইটস [/spoiler]

৫. n সংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে  হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত?

(A) n+2
(B) 2n
(C) 2n+2
(D) 2n-2

[spoiler title=”উত্তর : “] (C) 2n+2 [/spoiler]

৬. গাড়ির চালককের রক্তে অ্যালকোহলের মাত্রা জানার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয়-

(A) ব্রেথালাইজার
(B) Roadside
(C) Breathside
(D) সোডালাইজার

[spoiler title=”উত্তর : “] (A) ব্রেথালাইজার [/spoiler]

৭. চৌম্বক পদার্থের ওপর তড়িৎবাহী তারের পাক সংখ্যা বাড়ালে তড়িৎচুম্বকের শক্তি

(A) বৃদ্ধি পায়
(B) হ্রাস পায়
(C) অপরিবর্তিত থাকে
(D) পাক সংখ্যার ওপর নির্ভর করে না

[spoiler title=”উত্তর : “] (A) বৃদ্ধি পায় [/spoiler]

৮. জ্বলন্ত LED- এর ক্ষেত্রে শক্তির রূপান্তর ঘটে—

(A) যান্ত্রিক শক্তি আলোকশক্তিতে
(B) তড়িৎশক্তি আলোকশক্তিতে
(C) রাসায়নিক শক্তি আলোকশক্তিতে
(D) তাপশক্তি আলোক শক্তিতে

[spoiler title=”উত্তর : “] (B) তড়িৎশক্তি আলোকশক্তিতে [/spoiler]

৯. কোনো  বস্তুর ওপর 5 N বল প্রয়োগ করা হলে বস্তুটির বলের অভিমুখে 300 cm সরণ হল | কৃতকার্যের মান হল—

(A) 18 জুল
(B) 1500 জুল
(C) 15 জুল
(D) 150 জুল

[spoiler title=”উত্তর : “] (C) 15 জুল

S=300 cm=3 m
W=FS
W=5×3=15 J

[/spoiler]

১০. চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হল— 

(A) শুধুমাত্র বিকর্ষণ ধর্ম
(B) শুধুমাত্র আকর্ষণ ধর্ম
(C) আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম
(D) চুম্বক আবেশের ধর্ম

[spoiler title=”উত্তর : “] (C) আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম  [/spoiler]

১১. চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ ? 

(A) 0.90
(B) 0.70
(C) 0.35
(D) 0.86

[spoiler title=”উত্তর : “] (D) 0.86 [/spoiler]

১২. দুই মেরুবিশিষ্ট একটি চুম্বক দণ্ডকে সমান দুই ভাগে ভাগ করলে প্রতিটুকরোর  কতগুলো মেরু পাওয়া যাবে?

(A) 1 টি
(B) 2 টি
(C) 3 টি
(D) 4 টি

[spoiler title=”উত্তর : “] (B) 2 টি [/spoiler]

১৩. কোনো  পরিবাহীর দুপ্রান্তে 10 V বিভবপার্থক্য প্রয়োগ করলে 0.1A তড়িৎপ্রবাহ হয় । পরিবাহীর রোধ কত ?

(A) 0.1 ওহম
(B) 1 ওহম
(C) 10 ওহম
(D) 100 ওহম

[spoiler title=”উত্তর : “] (D) 100 ওহম

পরিবাহীর দু – প্রান্তের বিভবপ্রভেদ ( V ) = 10 V , প্রবাহমাত্রা ( I ) = 0.1 A পরিবাহীর রোধ = R হলে , ওহমের সূত্রানুযায়ী , .

V = IR
R = V/ I
R = 10 V / 0.1 A
R = 100 ওহম

[/spoiler]

১৪. 220V – 100 W এর একটি বাতি রোজ 6h করে জ্বালানো  হলে 30 দিনে কত টাকা খরচ  হবে, যদি 1 BOT এর মূল্য 5 টাকা ।

(A) 80 টাকা
(B) 90 টাকা
(C) 100 টাকা
(D) 120 টাকা

[spoiler title=”উত্তর : “] (B) 90 টাকা

একদিনে ব্যয়িত তড়িৎশক্তি = 100 X 6 = 600 Wh
30 দিনে ব্যয়িত তড়িৎশক্তি = 600 x 30 = 18000 Wh =18KWh
মোট খরচ =18×5 টাকা =90 টাকা

[/spoiler]

১৫. আদর্শ গ্যাসের দুটি অণুর সংঘর্ষে

(A) শুধুমাত্র রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে
(B) শুধুমাত্র গতিশক্তি সংরক্ষিত থাকে
(C) রৈখিক ভরবেগ ও গতিশক্তি উভয়েই সংরক্ষিত থাকে
(D) কোনোটিই সংরক্ষিত থাকে না

[spoiler title=”উত্তর : “] (C) রৈখিক ভরবেগ ও গতিশক্তি উভয়েই সংরক্ষিত থাকে [/spoiler]

আরো দেখে নাও :

বিজ্ঞান MCQ –  সেট ৯৭

বিজ্ঞান MCQ – সেট ৯৮ – জীবনবিজ্ঞান । Life Science MCQ

পানীয় জলে বিভিন্ন রাসায়নিকের সহনীয় মাত্রা

মানবদেহের রোগ ও রোগাক্রান্ত অংশ

বিভিন্ন ধরণের মৌল

৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )

pH মাত্রা

To check our latest Posts - Click Here

Telegram

Tapan Dalui

BanglaQuiz Telegram Group Quiz Master. Author of Physics section of BanglaQuiz Website.

Related Articles

দেখে নাও
Close
Back to top button