বিজ্ঞানের MCQ প্রশ্ন ও উত্তর
বন্ধুরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিজ্ঞানের ১৫টি MCQ প্রশ্ন ও উত্তর ।
১. মহাকাশচারীদের পোশাকের হেলমেট এর সামনের আবরনীতে কোন ধাতুর পাত থাকে যা সূর্য থেকে আগত ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করে-
(A) সোনার
(B) রুপোর
(C) সিলিকনের
(D) জার্মেনিয়ামের
২. আতশবাজির লাল রং সৃষ্টির জন্য দায়ী-
(A) Sr+Li
(B) Na+Al
(C) Mg+Ti
(D) Cu+Ba
৩. A , B ও C তিনটি মৌলের পরমাণু – ক্রমাঙ্ক যথাক্রমে ( Z – 2 ) , Z, ( Z +1 ) , এদের মধ্যে B একটি নিস্ক্রিয় মৌল । এদের মধ্যে কোনটির তড়িৎ – ঋণাত্মকতা সর্বাধিক ?
(A) A মৌলের
(B) B মৌলের
(C) C মৌলের
(D) সব গুলির সমান
A , B ও C তিনটি মৌলের মধ্যে B একটি নিষ্ক্রিয় গ্যাস যার পরমাণু – ক্রমাঙ্ক Z , অর্থাৎ , এই মৌলটি দীর্ঘ পর্যায় – সারণির 18 নং শ্রেণিভুক্ত । A মৌলটির পরমাণু – ক্রমাঙ্ক B- এর তুলনায় 2 একক কম অর্থাৎ , A মৌলটি ( 18–2 ) = 16 নং শ্রেণিতে অবস্থান করে । আবার C মৌলটির পরমাণু – ক্রমাঙ্ক B- এর তুলনায় 1 একক বেশি অর্থাৎ , C মৌলটি পরবর্তী পর্যায়ের 1 নং শ্রেণিতে অবস্থান করে ।
তিনটি মৌলের পর্যায় – সারণিতে অবস্থানের পরিপ্রেক্ষিতে বলা যায় , A মৌলটির তড়িৎ – ঋণাত্মকতা সর্বাধিক । কারণ পর্যায় – সারণির পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে ।
[/spoiler]৪. তামার প্রধান আকরিক হল
(A) কিউপ্রাইট
(B) ম্যালাকাইট
(C) অ্যাজুরাইট
(D) কপার পাইরাইটস
৫. n সংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত?
(A) n+2
(B) 2n
(C) 2n+2
(D) 2n-2
৬. গাড়ির চালককের রক্তে অ্যালকোহলের মাত্রা জানার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয়-
(A) ব্রেথালাইজার
(B) Roadside
(C) Breathside
(D) সোডালাইজার
৭. চৌম্বক পদার্থের ওপর তড়িৎবাহী তারের পাক সংখ্যা বাড়ালে তড়িৎচুম্বকের শক্তি
(A) বৃদ্ধি পায়
(B) হ্রাস পায়
(C) অপরিবর্তিত থাকে
(D) পাক সংখ্যার ওপর নির্ভর করে না
৮. জ্বলন্ত LED- এর ক্ষেত্রে শক্তির রূপান্তর ঘটে—
(A) যান্ত্রিক শক্তি আলোকশক্তিতে
(B) তড়িৎশক্তি আলোকশক্তিতে
(C) রাসায়নিক শক্তি আলোকশক্তিতে
(D) তাপশক্তি আলোক শক্তিতে
৯. কোনো বস্তুর ওপর 5 N বল প্রয়োগ করা হলে বস্তুটির বলের অভিমুখে 300 cm সরণ হল | কৃতকার্যের মান হল—
(A) 18 জুল
(B) 1500 জুল
(C) 15 জুল
(D) 150 জুল
S=300 cm=3 m
W=FS
W=5×3=15 J
১০. চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হল—
(A) শুধুমাত্র বিকর্ষণ ধর্ম
(B) শুধুমাত্র আকর্ষণ ধর্ম
(C) আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম
(D) চুম্বক আবেশের ধর্ম
১১. চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ ?
(A) 0.90
(B) 0.70
(C) 0.35
(D) 0.86
১২. দুই মেরুবিশিষ্ট একটি চুম্বক দণ্ডকে সমান দুই ভাগে ভাগ করলে প্রতিটুকরোর কতগুলো মেরু পাওয়া যাবে?
(A) 1 টি
(B) 2 টি
(C) 3 টি
(D) 4 টি
১৩. কোনো পরিবাহীর দুপ্রান্তে 10 V বিভবপার্থক্য প্রয়োগ করলে 0.1A তড়িৎপ্রবাহ হয় । পরিবাহীর রোধ কত ?
(A) 0.1 ওহম
(B) 1 ওহম
(C) 10 ওহম
(D) 100 ওহম
পরিবাহীর দু – প্রান্তের বিভবপ্রভেদ ( V ) = 10 V , প্রবাহমাত্রা ( I ) = 0.1 A পরিবাহীর রোধ = R হলে , ওহমের সূত্রানুযায়ী , .
V = IR
R = V/ I
R = 10 V / 0.1 A
R = 100 ওহম
১৪. 220V – 100 W এর একটি বাতি রোজ 6h করে জ্বালানো হলে 30 দিনে কত টাকা খরচ হবে, যদি 1 BOT এর মূল্য 5 টাকা ।
(A) 80 টাকা
(B) 90 টাকা
(C) 100 টাকা
(D) 120 টাকা
একদিনে ব্যয়িত তড়িৎশক্তি = 100 X 6 = 600 Wh
30 দিনে ব্যয়িত তড়িৎশক্তি = 600 x 30 = 18000 Wh =18KWh
মোট খরচ =18×5 টাকা =90 টাকা
১৫. আদর্শ গ্যাসের দুটি অণুর সংঘর্ষে
(A) শুধুমাত্র রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে
(B) শুধুমাত্র গতিশক্তি সংরক্ষিত থাকে
(C) রৈখিক ভরবেগ ও গতিশক্তি উভয়েই সংরক্ষিত থাকে
(D) কোনোটিই সংরক্ষিত থাকে না
আরো দেখে নাও :
বিজ্ঞান MCQ – সেট ৯৮ – জীবনবিজ্ঞান । Life Science MCQ
পানীয় জলে বিভিন্ন রাসায়নিকের সহনীয় মাত্রা
মানবদেহের রোগ ও রোগাক্রান্ত অংশ
To check our latest Posts - Click Here