
নন্দ বংশ
হর্যঙ্ক ও শিশুনাগ বংশের পরে মগধে রাজত্ব করেছিল নন্দ বংশ ।
১. মহাপদ্মনন্দ
➟ বাণভট্ট ও গ্রিক লেখক কুইনটাস কার্টিয়াসের তথ্যানুসারে মহাপদ্মনন্দ ( ক্ষৌরকার ) কালাশোক-কে ছুরি মেরে হত্যা করে মগধে নন্দ বংশের প্রতিষ্ঠা করেন।
➟ পুরান, এবং জৈন ও বৌদ্ধ গ্রন্থে মহাপদ্মনন্দকে নীচবংশ-সম্ভূত বা শুদ্র বলা হয়েছে।
➟ পুরানে মহাপদ্মনন্দকে একরাট (একচ্ছত্র সম্রাট ), সর্বক্ষত্রিয়ছেত্তা বা সর্বক্ষত্রান্তক (সকল ক্ষত্রিয় রাজার উচ্ছেদকারী ) এবং দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে।
➟ তাঁর বিশাল সৈন্যের জন্য মহাপদ্মনন্দকে উগ্রসেনা বলা হতো।
➟ মহাপদ্মনন্দকে বলে হয় – “The first empire builder of Indian History”।
➟ তিনি কলিঙ্গে একটি সেচখাল নির্মাণ করেন।
➟ মহাপদ্মনন্দের পরে তাঁর আট পুত্র পর পর সিংহাসনে বসেন তবে ছোট পুত্র ধননন্দ ছিলেন এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য
২. ধননন্দ
➟ নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ।
➟ গ্রিক সাহিত্যে তাঁকে অগ্রামিস (Agrames ) বলা হতো।
➟ ধননন্দের বিশাল সেনাবাহিনী ছিল গ্রিক লেখক কার্টিয়াসের তথ্য অনুসারে ধননন্দের –
- ২০,০০০ – অশ্বারোহী
- ২০০,০০০ – পদাতিক বাহিনী
- ২,০০০ – রথ
- ৩,০০০ – হস্তী ছিল ।
➟ তাঁর বিশাল সেনাবাহিনীর জন্যই বিশ্বজয়ী আলেক্সজেন্ডার তাঁর আমলে ভারত আক্রমণ করলেও মগধ আক্রমন করতে সাহস করেননি।
➟ এই বিশাল সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য ধননন্দ জনসাধারণের উপর প্রভূত কর চাপিয়েছিলেন এবং ইতিহাসে অত্যাচারী রাজা হিসেবে কুখ্যাত ছিলেন।
➟ ধননন্দ ছিলেন জৈন ধর্মালম্বী।
➟ ধননন্দের রাজধানী ছিল পাটলিপুত্রে।
To check our latest Posts - Click Here
hfdyujvxbnmkkjhf
rukhsar
47935
4793