ইতিহাস MCQ -সেট ৭৭ – মধ্যযুগের ইতিহাস । Medieval History MCQ
Medieval History MCQ
মধ্যযুগের ইতিহাস প্রশ্ন ও উত্তর
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো মধ্যযুগের ইতিহাসের ১০টি প্রশ্ন ও উত্তর ।
BanglaQuiz Question ID : 2686
১. দাগ এবং চেহরা ব্যবস্থা চালু করেন কে ?
(A) জালালউদ্দিন খিলজি
(B) আলাউদ্দিন খিলজি
(C) মোহাম্মদ বিন তুঘলক
(D) ইব্রাহিম লোদী
BanglaQuiz Question ID : 2692
২. চিতোরে কীর্তিস্তম্ভ (Tower of Victory ) কে তৈরী করেছিলেন ?
(A) রানা প্রতাপ
(B) রানা কুম্ভ
(C) রানা সঙ্গ
(D) পৃথ্বীরাজ চৌহান
রানা কুম্ভ খিলজীদের বিরুদ্ধে তার জয়ের প্রতীকী স্বরূপ চিতোরে কীর্তিস্তম্ভ তৈরী করেছিলেন ।
[/spoiler]BanglaQuiz Question ID : 2729
৩. বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা ________।
(A) মদাকারী নায়ক
(B) হায়দার আলী
(C) ইব্রাহিম জুবায়েরী
(D) ইউসুফ আদিল শাহ
BanglaQuiz Question ID : 2740
৪. তাজমহলের প্রধান স্থপতিকার কে ?
(A) আজমল খান
(B) মোহাম্মদ খান
(C) আহমদ লাহৌরী
(D) আহমদ খান
BanglaQuiz Question ID : 2771
৫. নিকোলো কোন্টি ________ এর রাজত্বকালে বিজয় নগরে এসেছিলেন ।
(A) রামচন্দ্র রায়
(B) দেব রায় I
(C) দেব রায় II
(D) বুক্কা রায়
BanglaQuiz Question ID : 2778
৬. বাহমনি শাসক তাজউদ্দীন ফিরুজ নীচের কোন বিজয়নগর শাসকের সাথে নিজকন্যার বিবাহ দিয়েছিলেন ?
(A) দ্বিতীয় হরিহর
(B) প্রথম দেবরায়
(C) দ্বিতীয় দেবরায়
(D) কৃষ্ণদেবরায়
BanglaQuiz Question ID : 2792
৭. রৌপ্য মুদ্রা ‘টঙ্কা’ কে প্রবর্তন করেছিলেন ?
(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুৎমিশ
(C) বলবন
(D) বাহরাম খান
ইলতুৎমিশ রৌপ্য মুদ্রা ‘টঙ্কা’ এবং তাম্র মুদ্রা ‘জিতল’ প্রবর্তন করেছিলেন
[/spoiler]BanglaQuiz Question ID : 2803
৮. মুদ্রারাক্ষস কে লিখেছেন ?
(A) বাৎস্যায়ন
(B) বিশাখদত্ত
(C) বিষ্ণু শর্মা
(D) বরাহমিহির
মুদ্রারাক্ষস সংস্কৃত ভাষায় বিশাখাদত্তের একটি ঐতিহসিক নাটক যা রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতায় আরোহণের বর্ণনা দেয় ।
[/spoiler]
BanglaQuiz Question ID : 2876
৯. চিতোরের বিজয়স্তম্ভটি রানা কুম্ভ ________ এর উপরে তার বিজয় চিহ্নিত করার জন্য তৈরি করেছিলেন।
(A) গুজরাটের আহমদ শাহ
(B) মালওয়ার মাহমুদ খলজি
(C) নাগপুরের খান
(D) মারওয়ারের রাও যোদ্ধা
বিজয় স্তম্ভা রাজস্থানের চিতোরগড়ের চিতোরগড় দুর্গে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ। এটি মাহমুদ খিলজির নেতৃত্বাধীন মালওয়া ও গুজরাটের সম্মিলিত সেনাবাহিনীর বিরুদ্ধে তাঁর বিজয়ের স্মরণে ১৪৪৮ সালে মেওয়ারের রাজা রানা কুম্ভ নির্মাণ করেছিলেন।
[/spoiler]BanglaQuiz Question ID : 2942
১০. কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন ?
(A) মহম্মদ বিন তুঘলক
(B) আলাউদ্দিন খিলজি
(C) জালালউদ্দিন
(D) বখতিয়ার খিলজি
আলা-উদ্দিন-খিলজি(শাসন কালঃ১২৯৬-১৩১৬)তিনি ছিলেন খিলজি বংসের ২য় শক্তিশালী শাসক। সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে আলাউদ্দিন খলজি প্রশাসনিক সংস্কারের দিকেও মন দেন।
আমির-ওমরাহদের তিনি মাথা তুলতে দেন নি এবং তাদের ক্ষমতা খর্ব করার জন্য এবং বিদ্রোহের মূল উৎপাটনের উদ্দেশ্যে তিনি তাদের মধ্যে ঘনিষ্ট মেলামেশা ও খানাপিনা বন্ধ করে দেন । ব্যক্তিগত সম্পত্তির উপর আক্রমণ করে তিনি সমস্ত রকম ভাতা বন্ধ করে দেন । যে সব জায়গির দেওয়া হয়েছিল. সেগুলি বাজেয়াপ্ত করে সরকারের খাস জমিতে পরিণত করা হয় ।
[/spoiler]আরো দেখে নাও :
ইতিহাস MCQ – সেট ৭৪ – মধ্যযুগের ইতিহাস । Medieval History MCQ
ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )
গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস | Gupta dynasty | PDF
To check our latest Posts - Click Here