বাংলা কুইজ – সেট ১৫৪
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের ১০ টি প্রশ্ন ও উত্তর।
১. খনন কার্যে ব্যাবহৃত JCB ,এই JCB কথার অর্থ কী?
[spoiler title=”উত্তর : “] Joseph Cyril Bamford [/spoiler]
২. ভারতের প্রথম মহাকাশযান আর্যভট্ট। এটি দেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল?
উত্তর
৩. ভারতের গভীরতম (Lowest Point) স্থান কোনটি?
[spoiler title=”উত্তর : “]Kuttanad [/spoiler]
[ আরো দেখে নাও : প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য ]
৪. পৃথিবীর কোন দেশের জাতীয় পতাকায় সর্বাধিক সংখ্যক/ধরনের রং আছে?
[spoiler title=”উত্তর : “]বেলিজ(Belize)[/spoiler]
৫. বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় ১১ ই জুলাই। কোন বছর থেকে ১১ ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়?
[spoiler title=”উত্তর : “] ১৯৯০ [/spoiler]
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৪৭- খেলাধুলা । Sports Quiz ]
৬. বলিউডে প্রথম কোন চলচ্চিত্রে দুটি ইন্টারভেল ছিল?
[spoiler title=”উত্তর : “] Sangam [/spoiler]
৭. করোনার বিরুদ্ধ লড়াই এর অংশ হিসাবে আরোগ্য সেতু (Aroyga Setu) অ্যাপ লঞ্চ করেছে ভারত সরকার । এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
[spoiler title=”উত্তর : “] অজয় দেবগন [/spoiler]
৮. Nomophobia বলতে কী বোঝায়?
[spoiler title=”উত্তর : “] মোবাইল ফোন ছাড়া থাকার ভয় [/spoiler]
[ আরো দেখে নাও : জাতীয় ক্রীড়া দিবস । কুইজ সেট – ১৫৩ । Sports Quiz ]
৯. আন্তর্জাতিক স্পেস স্টেশনে আবিষ্কৃত একটি ব্যাক্টেরিয়ার নাম রাখা হয়েছে ভারতের মিসাইল মানব তথা পূর্ব রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে। এই ব্যাক্টেরিয়ার নাম কী?
[spoiler title=”উত্তর : “] Solibacillus Kalamii [/spoiler]
১০. ব্লু মুন বলতে কী বোঝায়?
[spoiler title=”উত্তর : “] একটি মাসে দুটি পূর্ণিমা হলে তাকে ব্লু মুন বলে [/spoiler]
To check our latest Posts - Click Here