বিজ্ঞান MCQ – সেট ৯৫
বন্ধুরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিজ্ঞানের ১৫টি MCQ প্রশ্ন ও উত্তর ।
১. 100 অশ্ব ক্ষমতা = কত ওয়াট ?
(A) 7460 ওয়াট
(B) 47600 ওয়াট
(C) 74600 ওয়াট
(D) 746 ওয়াট
২. একটি তরলের ঘনত্ব 2.1 হলে , 100 ঘনমিটার হলে তরলের ভর কত ?
(A) 21 কেজি
(B) 0.021 কেজি
(C) 210 কেজি
(D) 0.21 কেজি
D=m/V
2.1=m/100
M=210
তরলের ভর = 210 কেজি
৩. Fire ice হলো –
(A) CO
(B) মিথেন
(C) মিথানল
(D) মিথেন হাইড্রেট
৪. ভারতে সর্বপ্রথম কোলবেড মিথেন আহরণ করা হয়
(A) হলদিয়া
(B) ধানবাদ
(C) ঝড়িয়া
(D) আসানসােল
৫. LPG- এর মুখ্য উপাদান হল –
(A) মিথেন
(B) ইথেন
(C) প্রােপেন
(D) বিউটেন
৬. কোনটির সাহায্যে কাঁচা কাঠ শুকনাে হয় ?
(A) সোলার হিটার
(B) সোলার ড্রায়ার
(C) সোলার টিম্বার
(D) সোলার কুকার
৭. 12V বিভবপার্থক্যে 2 C চার্জ পাঠালে কৃতকার্য হয় –
(A) 24 J
(B) 6 J
(C) 3 J
(D) 36 J
W=VQ
W=12×2
W=24 J
৮. X ও Y বিভবযুক্ত দুটি বিন্দুর মধ্যে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কাজ করতে হয়-
(A) ( X + Y ) জুল
(B) X Y জুল
(C) ( Y-X ) জুল
(D) ( X – Y ) জুল
W=VQ
W=(X+Y) ×1
W=(X+Y) জুল
৯. A এবং B বিন্দুর বিভবপার্থক্য 10 Volt । কিছু পরিমাণ আধানকে A থেকে B বিন্দুতে নিয়ে যেতে 50 J কার্য করতে হলে , আধানের পরিমাণ কত ?
(A) 5 C
(B) 10 C
(C) 12 C
(D) 15 C
আমরা জানি ,
W=VQ
50=10Q
Q=5
নির্ণেয় আধানের পরিমাণ 5 C
[/spoiler]১০. ওহম সূত্র মেনে চলে না এমন একটি পরিবাহী হল –
(A) নাইক্রোম
(B) জার্মেনিয়াম
(C) লোহা
(D) তামা
১১. তড়িৎচালক বল কোন যন্ত্র দিয়ে মাপা হয়?
(A) পোটেনশিওমিটার
(B) অ্যামিটার
(C) ভোল্টমিটার
(D) ট্রান্সমিটার
১২. কোলবেড মিথেন উত্তোলনের জন্য কোলবেড মধ্যস্থ-
(A) জলের চাপ বাড়ানাে হয়
(B) জলের চাপ কমানাে হয়
(C) জলের উষ্ণতা বাড়ানাে হয়
(D) জলের উষ্ণতা কমানাে হয়
১৩. একটি তরলের ঘনত্ব 2.1 এবং আয়তন 100 ঘনমিটার হলে তরলের ভর কত ?
(A) 21 কেজি
(B) 0.021 কেজি
(C) 210 কেজি
(D) 0.21 কেজি
D=m/V
2.1=m/100
M=210
তরলের ভর = 210 কেজি
১৪. কোনটি ভেক্টর রাশি?
i. সরণ, বেগ, অভিকর্ষজ ত্বরণ
ii. ত্বরণ, মন্দন, ভরবেগ
iii. কাজ, ক্ষমতা, শক্তি
নিচের কোনটি সঠিক?
(A) i ও ii
(B) ii ও iii
(C) i ও iii
(D) i, ii ও iii
১৫. সূর্যালােকের কোন্ রশ্মির জন্য সােলার কুকার কাজ করে ?
(A) গামা রশ্মি
(B) অবলােহিত রশ্মি
(C) অতিবেগুনি রশ্মি
(D) দৃশ্যমান আলােকরশ্মি
আরো দেখে নাও :
পানীয় জলে বিভিন্ন রাসায়নিকের সহনীয় মাত্রা
মানবদেহের রোগ ও রোগাক্রান্ত অংশ
To check our latest Posts - Click Here