QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৫০ – মহেন্দ্র সিং ধোনি স্পেশাল

Special Quiz Set on MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি স্পেশাল কুইজ সেট

মহেন্দ্র সিংহ ধোনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসরের কথা ঘোষণা করেছেন। আজ দেওয়া রইলো এই কিংবদন্তী ক্রিকেটারের ওপরে একটি কুইজ সেট ।

১. মহেন্দ্র সিংহ ধোনি ভারতের হয়ে একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট একটি মাত্র উইকেট পেয়েছেন।
তিনি কাকে আউট করেছিলেন?

উত্তর :
ট্রাভিস ডাওলিন (ওয়েষ্ট ইন্ডিজ)

২. মহেন্দ্র সিংহ ধোনি এর অধীনে ভারতীয় দল কোন কোন আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্ হয়েছে?

উত্তর :
আইসিসি টি -২০ বিশ্বকাপ,(২০০৭)
আইসিসি একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ,(২০১১)
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি(২০১৩).

৩. একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট রক্ষক হিসেবে সর্বাধিক স্ট্যাম্পিং করার কৃতিত্ব মহেন্দ্র সিংহ ধোনির নামে। তিনি মোট কতগুলি স্ট্যাম্পিং করেছেন?

উত্তর :
১২৩

আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৪৩- সৌরভ গাঙ্গুলি স্পেশাল

৪. আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর কত?

উত্তর :
২২৪ (বনাম অস্ট্রেলিয়া)

৫. আন্তর্জাতিক টি -২০ ক্রিকেটে ভারতের সফলতম অধিনায়ক হলেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি অধিনায়ক হিসাবে মোট কতগুলি ম্যাচ জিতেছেন?

উত্তর :
৪১

৬. আইপিএলে ধোনি চেন্নাই সুপার কিংস ছাড়া অন্য কোন দলের হয়ে খেলেছেন?

উত্তর :
Rising Pune Supergiant

আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১২১ –  শচীন টেন্ডুলকার স্পেশাল ] 

৭. মহেন্দ্র সিংহ ধোনি তার জীবনের শেষ একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ কোন দলের বিরুদ্ধে খেলেছিলেন?

উত্তর :
নিউজিল্যান্ড (২০১৯)

৮. মহেন্দ্র সিংহ ধোনি এর জীবনের উপর ভিত্তি করে তৈরি চলচ্চিত্রের নাম কী?

উত্তর :
MS Dhoni: The Untold Story৯. মহেন্দ্র সিংহ ধোনি তার আন্তর্জাতিক একদিবসীয় ক্রিকেট প্রথম শতরান(সেঞ্চুরি) করেন কোন দলের বিরুদ্ধে?

উত্তর :
পাকিস্তান (২০০৫)

আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল ] 

১০. মহেন্দ্র সিংহ ধোনি কোন পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন?

উত্তর :
পদ্মভূষণ,পদ্মশ্রী।

১১. ভারতীয় জাতীয় দলে যোগ দেওয়ার আগে ধোনি ভারতীয় রেলওয়েতে কাজ করতেন, তিনি কোন স্টেশনে কর্মরত ছিলেন?

উত্তর :
খড়গপুর জংশন(২০০১-২০০৩)

১২. মহেন্দ্র সিংহ ধোনিকে একটি ওয়েব সিরিজ/ডকুেন্টারি তে অভিনয় করতে দেখা গিয়েছে, ওয়েব সিরিজটির নাম কী?

উত্তর :
The Roar of the Lion

আরো দেখে নাও : বাংলা কুইজ –  সেট ১৪৫ –  ক্রিকেট বিশ্বকাপ কুইজ ] 

১৩. মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়ক হিসেবে মোট কতবার আইপিএল ট্রফি জিতেছেন?

উত্তর :

১৪. কোন বিশ্ববদ্যালয় মহেন্দ্র সিংহ ধোনিকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে?

উত্তর :
De Montfort University (ইংল্যান্ড)

১৫. আন্তর্জাতিক একদিবসীয় ক্রিকেটে ধোনির জার্সি নম্বর কত ছিল?

উত্তর :

আরো দেখে নাও : বাংলা কুইজ -সেট ১৩৫ – ক্রিকেটের ইতিহাস ] 

আরো কিছু তথ্য:

 • মহেন্দ্র সিংহ ধোনি প্রথম ভারতীয় উইকেট রক্ষক হিসেবে ভারতের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন। তিনি মোট ৬০ টি টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন,যার মধ্যে ২৭ টি ম্যাচে ভারত জয় লাভ করে।
 • মহেন্দ্র সিংহ ধোনি মোট ১৪৬ টি এক দিবসীয় ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন,যার মধ্যে ৭৬ টি ম্যাচে ভারত জয় লাভ করে।
 • তিনি মোট ৭২ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন,যার মধ্যে ৪১ টি ম্যাচে ভারত জয় MSD Sixলাভ করে।
 • তাঁর অধীনে ভারত ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, ২০০৭ সালের আইসিসি টি ২০ বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্ হয়। এছাড়াও তার সফল অধিনায়কত্বে ভারত ২০১০ ও ২০১৬ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন্ হয়।
 • আইপিএলেও ধোনি অধিনায়ক হিসেবে সফল। তার অধীনে চেন্নাই সুপার কিংস তিন বার(২০১০,২০১১,২০১৮) আইপিএলে চ্যাম্পিয়ন্ হয়।
 • বিধ্বংসী এই ব্যাটসম্যান এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে ১০ টি শতক ও ৭৩ টি অর্ধশতক করেছেন,
  টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে এই সংখ্যা যথাক্রমে ৬ ও ৩৩ । আন্তর্জাতিক টি -২০ ক্রিকেটেও তিনি ২ টি অর্ধশতক করেছেন।
 • মহেন্দ্র সিংহ ধোনি ২০০৭-০৮ সালে অর্জুন পুরষ্কার, ২০০৯ সালে পদ্মশ্রী ও ২০১৮ সালে পদ্মভূষণ পুরষ্কার অর্জন করেন।
 • মহেন্দ্র সিংহ ধোনি তার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে শেষ টেস্ট ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে(২০১৪)। শেষ এক দিবসীয় ম্যাচ নিউজিল্যান্ড বিরুদ্ধে (২০১৯) ও শেষ টি-২০ ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (২০১৯)।
 • ধোনি প্রথম খেলোয়াড় যিনি পরপর দুবছর ICC ODI Player of the Year পুরষ্কার অর্জন করেন।
 • মহেন্দ্র সিংহ ধোনির অধীনে ভারতীয় টেস্ট দল প্রথম বারের জন্য আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছায় (২০০৯ সালে)|
 • একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট রক্ষক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির নামে।  ১৮৩*(বনাম শ্রীলঙ্কা)
 • উইকেট রক্ষক হিসেবে
  • টেস্ট ক্রিকেটে ধোনি ২৫৬ টি ক্যাচ,৩৮ টি স্ট্যাম্পিং,
  • একদিবসীয় ক্রিকেটে ৩২১ টি ক্যাচ,১২৩ টি স্ট্যাম্পিং,
  • টি -২০ ক্রিকেটে ৫৭ টি ক্যাচ ও ৩৪ টি স্ট্যাম্পিং করেছেন।
 • ২০১১ সালে ভারতীয় সৈন্য ধোনিকে সাম্মানিক লেফট্যানেন্ট কর্ণেল পদ প্রদান করে।
 • আই এস এল – এ Chennaiyin FC টিম, হকি ইন্ডিয়া লীগে Ranchi Rays দলের মালিক হলেন মহেন্দ্র সিংহ ধোনি।
 • ফান ফ্যাক্ট –  নিজের আন্তর্জাতিক জীবনের প্রথম ম্যাচ এবং শেষ ম্যাচ দুটিতেই রান আউট হয়েছিলেন ক্যাপ্টেন কুল ধোনি।

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

2 Comments

Back to top button