ইতিহাস MCQ – সেট ৭৪ – মধ্যযুগের ইতিহাস । Medieval History MCQ
ইতিহাস MCQ – সেট ৭৪ – মধ্যযুগের ইতিহাস
প্রিয় পাঠকেরা, আজ তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের মধ্যযুগের ইতিহাসের ১০টি MCQ প্রশ্ন ও উত্তর ।
BanglaQuiz Question ID : 2375
১. নিম্নলিখিত কোন মন্দিরের সাথে চান্ডিল্য রাজারা সম্পর্কিত ?
(A) খাজুরাহো
(B) তিরুপতি
(C) রামেশ্বরম
(D) বদ্রীনাথ
খাজুরাহো মন্দিরটি মধ্যপ্রদেশে অবস্থিত । ৮৫ মন্দির নির্মাণ করা হয়ে থাকলেও বর্তমানে খাজুরাহোতে মাত্র ২৫টি মন্দির বেঁচে রয়েছে । এতো বিশ্বাস করা হয় যে প্রত্যেক চান্ডিল্য রাজা একটি করে মন্দির খাজুরাহোতে বানিয়েছিলেন ।
BanglaQuiz Question ID : 2544
২. ‘দাসবোধ’ গ্রন্থটির রচয়িতা কে ?
(A) নামদেব
(B) তুকারাম
(C) রামদাস
(D) কবির
BanglaQuiz Question ID : 2546
৩. বর্গী(নিয়মিত) ও শিলাদার(অনিয়মিত) -এ দুটি ভাগ শিবাজী কোন ক্ষেত্রে চালু করেন ?
(A) অশ্বারোহী সেনার ক্ষেত্রে
(B) পদাতিক সৈন্যের ক্ষেত্রে
(C) রাজস্বের ক্ষেত্রে
(D) দপ্তর বন্টনের ক্ষেত্রে
BanglaQuiz Question ID : 2547
৪. পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন
(A) নানা ফড়নবীশ
(B) রঘুনাথ রাও
(C) বালাজী বিশ্বনাথ
(D) বালাজী বাজীরাও
BanglaQuiz Question ID : 2548
৫. ‘বাদশাহ-নামা’ গ্রন্থটি কে রচনা করেন ?
(A) শাহজাহান
(B) আমীর খসরু
(C) আব্দুল হামিদ লাহোরী
(D) ফৈজী
BanglaQuiz Question ID : 2549
৬. ঔরঙ্গজেব ও মুরাদ একত্রে সামুগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন ?
(A) সুজা
(B) শাহজাহান
(C) যুঝর সিং
(D) দারাশিকো
BanglaQuiz Question ID : 2627
৭. ত্রয়োদশ শতাব্দীতে ভারত ভ্রমণকারী পর্যটক মার্কো পোলো কোন দেশ থেকে এসেছিলেন ?
(A) উজবেকিস্তান
(B) ইতালি
(C) পর্তুগাল
(D) ফ্রান্স
মার্ক পোলোর ভারত ভ্রমণ ইতিহাস তাঁর লেখা বই “The Travels of Marco Polo” – তে পাওয়া যায়
BanglaQuiz Question ID : 2654
৮. রানা সঙ্গ ১৫২৭ খ্রিস্টাব্দে কোন যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়েছিলেন ?
(A) পানিপথ
(B) হলদিঘাট
(C) চৌসা
(D) খানুয়া
BanglaQuiz Question ID : 2662
৯. কোন পল্লব শাসক “রাজসিংহ” নামে পরিচিত ?
(A) প্রথম মহেন্দ্রবর্মণ
(B) দ্বিতীয় নরসিংহবর্মণ
(C) পরমেশ্বরবর্মন
(D) নন্দিবর্মন
BanglaQuiz Question ID : 2667
১০. ভাস্কো-দা-গামা কত খ্রিস্টাব্দে প্রথমবারের জন্য ভারতে এসেছিলেন ?
(A) ১৫০২
(B) ১৪৯৮
(C) ১৪৬৯
(D) ১৪৯৯
আরো দেখে নাও :
ইতিহাস MCQ – সেট ৭৩ – মুঘল সাম্রাজ্যের ইতিহাস
Modern History Mock Test No 26 | আধুনিক ভারতের ইতিহাস
জৈন ধর্মের ইতিহাস – তীর্থঙ্কর – মহাবীর
To check our latest Posts - Click Here