বিজ্ঞান MCQ – সেট ৮৮
১. কোন বস্তু দ্বারা গৃহীত তাপ নির্ভর করে
(A) বস্তুটির উষ্ণতা বৃদ্ধি
(B) বস্তুটির ভর
(C) বস্তুটির উপাদান
(D) সবগুলি
২. নীচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে ?
(A) উষ্ণতা
(B) দৈর্ঘ্য
(C) উপাদানের প্রকৃতি
(D) প্রস্থচ্ছেদ
৩. নীচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় ?
(A) পরিবাহী
(B) অর্ধপরিবাহী
(C) অতিপরিবাহী
(D) অন্তরক
৪. নীচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক ?
(A) K
(B) H
(C) Li
(D) Na
৫. কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 13 হলে, তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে ?
(A) CO2
(B) C2H2
(C) C2H4
(D) C2H3
৬. কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুনাঙ্কের একক হল—
(A) 1/k
(B) 1/⁰F
(C) 1/°C
(D) সব গুল
৭. রেফ্রিজারেটর হিমায়ক হিসেবে কোন যৌগ ব্যবহৃত হয়?
(A) CFC
(B) NH₃
(C) CO
(D) NO
৮. একটি তিন-পিন সকেটের কোন গর্তটি আর্থ তারের সাথে যুক্ত থাকে ?
(A) সবচেয়ে বড় গর্তটি
(B) বাঁদিকের ছোট গর্তটি
(C) ডানদিকের ছোট গর্তটি
(D) যে কোনো একটি
৯. আলাের বেগ = ———×আলাের তরঙ্গদৈর্ঘ্য।
(A) আলোর বর্ণ
(B) আলোর প্রতিসরাঙ্ক
(C) বিভেদতল
(D) আলাের কম্পাঙ্ক
১০. পৃথিবীতে কোন বস্তুর ওজন P ও চন্দ্রপৃষ্ঠে ওজন Q হলে P ও Q মধ্যে সম্পর্ক কি?
(A) P=Q
(B) 6P=Q
(C) P=6Q
(D) 2P=3Q
১১. দুটি বিন্দুর মধ্যে 3 কুলম্ব আধান নিয়ে যেতে কার্য করতে হয় 72 জুল। বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য কত ?
(A) 8 ভোল্ট
(B) 12 ভোল্ট
(C) 24 ভোল্ট
(D) 48 ভোল্ট
W=QV
72=3×V
V=24
[/spoiler]১২. বায়ুতে 1℃ তাপমাত্রা বাড়লে শব্দের বেগ প্রতি সেকেন্ডে বাড়ে–
(A) 10 cm
(B) 56 cm
(C) 61 cm
(D) 72 cm
১৩. অষ্টক হল এমন উপসুর, যার কম্পাঙ্ক মূলসুরের কম্পাঙ্কের–
(A) তিনগুণ
(B) দ্বিগুন
(C) পাঁচগুণ
(D) চারগুন
১৪. কোন গতিশীল বস্তুর বেগ যদি 10% বৃদ্ধি পায় তাহলে তার গতিশক্তি বৃদ্ধির পরিমাপ কত হবে ?
(A) 50 %
(B) 210%
(C) 21%
(D) 100%
প্রাথমিক গতিবেগ =P₁
চূড়ান্ত গতিবেগ =P₂
ভর =m,
প্রাথমিক বেগ =V
চূড়ান্ত গতিবেগ =(v+10v/100)=(11v/10)
P₁=1/2mv²
P₂=1/2m(11V/10)²=
=1/2m×121V²/100
=(121/100)1/2mv²
গতিশক্তি বৃদ্ধি =(21/100)1/2mv²
সুতরাং গতিশক্তি বৃদ্ধি =21%
[/spoiler]১৫. Ne এর পারমাণবিক সংখ্যা –
(A) 10
(B) 12
(C) 18
(D) 36
আরো দেখে নাও :
To check our latest Posts - Click Here