বিজ্ঞান MCQ – সেট ৮৭
১. রেডিয়াম ধাতু তেজস্ক্রিয়তার ফলে পরিবর্তিত হয়ে শেষে কিসে পরিণত হয়?
(A) সীসায়
(B) থোরিয়ামে
(C) তামায়
(D) বেরিয়ামে
২. একটি বাড়িতে দশটি 40 ওয়াটের বাতি, পাঁচটি 80 ওয়াটের পাখা দৈনিক 6 ঘন্টা করে চলে । এক মাসে কত তড়িৎ শক্তি ব্যয় হবে BOT এককে নির্ণয় করো?
(A) 144 BOT
(B) 14.4 BOT
(C) 1.14 BOT
(D) 1440 BOT
বিদ্যুৎশক্তি ব্যয় =40×10+5×80=800 ওয়াট
একদিনে বিদ্যুৎশক্তি ব্যয় =800×6=4800 ওয়াট ঘন্টা
এক মাসে বিদ্যুৎশক্তি ব্যয় =30×4800=144000 ওয়াট ঘন্টা
=144 BOT
৩. বার্লোচক্র যুক্ত থাকে-
(A) AC তে
(B) DC তে
(C) DC বা AC তে
(D) DC ও AC তে
৪. ইলেকট্রনের ভর 2m হলে β কনার ভর –
(A) m
(B) 2m
(C) 4m
(D) 3m
৫. আয়নন বিভব বা আয়নাইজেশন শক্তির একক নয় কোনটি?
(A) কিলোক্যালোরি /মোল
(B) কিলোজুল /মোল
(C) ইলেকট্রন ভোল্ট / পরমাণু
(D) কুলম্ব /পরমাণু
৬. আয়নন শক্তি সবচেয়ে বেশি
(A) হ্যালোজেন মৌলের
(B) নিষ্ক্রিয় মৌলের
(C) ক্ষারীয় মৃত্তিকা ধাতু
(D) সন্ধিগত মৌলের
৭. আপক্ষিক গুরুত্বের মাত্রা ?
(A) [ ML¯³] (B) [ M°L°T°] (C) [M L² T ¯²] (D) [M² L²]
[spoiler title=”উত্তর : “] (B) [ M°L°T°] [/spoiler]৮. অ্যামালগামের একটি উপাদান-
(A) সােনা
(B) রুপাে
(C) পারদ
(D) লােহা
৯. একটি নিস্তড়িৎ পরমাণুর K কক্ষে 2 টি, L কক্ষে 8 টি ও M কক্ষে 3 টি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত
(A) 3
(B) 10
(C) 13
(D) 15
১০. একটি ফুটবলকে জলে নিমজ্জিত করার সময় ফুটবলটির উপর একটি বল কাজ করে বলটি হলো-
(A) অভিকর্ষ বল
(B) মহাকর্ষ বল
(C) প্লবতা
(D) ঘর্ষণ বল
১১. পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে একই গ্রুপের মৌলের আকার কেমন হয়?
(A) কমে
(B) বাড়ে
(C) অপরিবর্তিত থাকে
(D) প্রথমে বাড়ে পড়ে কমে
১২. Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎবিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোন বিবৃতিটি ঠিক ?
(A) ক্যাথোডের ভর কমে
(B) অ্যানোডের ভর বাড়ে
(C) দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব কমে
(D) দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে
১৩. গ্রাম সেন্টিমিটার = কত আর্গ?
(A) 9.81 আর্গ
(B) 981 আর্গ
(C) 98 আর্গ
(D) 999 আর্গ
১৪. সমতল দর্পণে কোন আলোক রশ্মি আপাতন কনের 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে?
(A) 30⁰
(B) 60⁰
(C) 90⁰
(D) 45⁰
১৫. S. I. পদ্ধতিতে R এর মান কত?
(A) 0.082 জুল /mol. K
(B) 8.314 জুল /mol. K
(C) 8.314×10⁷ জুল /mol. K
(D) 1.987 জুল /mol. K
আরো দেখে নাও :
To check our latest Posts - Click Here