Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৮১

Physics MCQ - Set 81

বিজ্ঞান MCQ – সেট ৮১

১. সেলসিয়াস স্কেলে দু’টি বস্তুর তাপমাত্রার পার্থক্য 10° হলে কেলভিন স্কেলে এই তাপমাত্রার পার্থক্য কত হবে?

(A) 10
(B) 273
(C) 263
(D) 283

উত্তর :
(A) 10

মনে করি, সেলসিয়াস স্কেলে পাঠ দুটি হলো a⁰ ও b⁰
a⁰C=(273+a)K
b⁰ c=(273+b)k
a⁰-b⁰=10
(273+a)-(273+b)=10


২. মিথেনের সঙ্গে সূর্যালোকের বিক্রিয়ায় উৎপন্ন প্রথম যৌগটির নাম কি?

(A) কার্বন টেট্রাক্লোরাইড
(B) ক্লোরোফর্ম
(C) মিথিলিন ক্লোরাইড
(D) মিথাইল ক্লোরাইড

উত্তর :
(D) মিথাইল ক্লোরাইড

৩. HCHO যৌগটির IUPAC নাম –

(A) ইথান্যাল
(B) মিথান্যাল
(C) প্রোপান্যাল
(D) মিথিলিন

উত্তর :
(B) মিথান্যাল

৪. নাইট্রোজেন সম্পর্কে সঠিক নয়? 

(A) বর্ণহীন গন্ধহীন গ্যাস
(B) বিষাক্ত নয়
(C) শ্বাসকার্য সহায়তা করে না
(D) বায়ুর চেয়ে ভারি

উত্তর :
(D) বায়ুর চেয়ে ভারি

৫. একটি সক্রিয় ক্লোরিন পরমাণু প্রায় কত ওজন অনু ধ্বংস করতে পারে?

(A) দশ হাজারের বেশি
(B) এক লক্ষের বেশি
(C) এক কোটির বেশি
(D) দশ কোটির বেশি

উত্তর :
(B) এক লক্ষের বেশি

৬. নীচের কোনটি সঠিক?

(A) ক্ষমতা =বল ×বেগ
(B) ক্ষমতা =বল /বেগ
(C) ক্ষমতা =বেগ /বল
(D) ক্ষমতা = সময়/কৃতকার্য

উত্তর :
(A) ক্ষমতা =বল ×বেগ

ক্ষমতা= কার্য /সময়
=বল×সরণ/সময়
=বল ×বেগ


৭. 200 কেজি ভরের কিছ পরিমাণ জলকে 6 মিটার উচ্চতা তুলতে কৃতকার্যের পরিমাণ নির্ণয় কর?(g=10 মিটার /সেকেন্ড²) 

(A) 10000 জুল
(B) 12000 জুল
(C) 16000 জুল
(D) 20000 জুল

উত্তর :
(B) 12000 জুল

W=mgh =200×6×10=12000
কার্যের পরিমাণ =12000 জুল


৮. শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয়-

(A) সমুদ্রের গভীরতা নির্ণয় করতে
(B) বাতাসে শব্দের বেগ নির্ণয় করতে
(C) উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করতে
(D) বিকল্প সব গুলি

উত্তর :
(D) বিকল্প সব গুলি

৯. সবচেয়ে বাইরের কক্ষে 8 টি ইলেকট্রন থাকতে পারে কিন্তু কোন মৌলের বাইরের কক্ষে 18 টি ইলেকট্রন থাকে ?

(A) Pt
(B) Pb
(C) Pd
(D) Sn

উত্তর :
(C) Pd

১০. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে ব্যবহৃত উলফ্রেমাইট উপাদান কি কি?

(A) টাংস্টেন, লোহার, তামা
(B) কপার, ম্যাঙ্গানিজ, টিন
(C) টাংস্টেন, লোহা, ম্যাঙ্গানিজ
(D) এটি ধাতু সংকর নয়

উত্তর :
(C) টাংস্টেন, লোহা, ম্যাঙ্গানিজ

১১. আলফা, বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতা অনুপাত-

(A) 1:100:1000
(B) 1:100:10000
(C) 10000:100:1
(D) 1000:100:1

উত্তর :
(B) 1:100:10000

১২. বায়ু মাধ্যমে q ও 3q  আধান 20 মিটার ব্যবধানে আছে তাদের মধ্যে পারিবারিক বিকর্ষণ 3 নিউটন হলে q এর মান কত?

(A) 10 কুলম্ব
(B) 20 কুলম্ব
(C) 30 কুলম্ব
(D) 40 কুলম্ব 

উত্তর :
(B) 20 কুলম্ব

কুলম্ব সূত্রানুসারে

F=q₁q₂/r²
3=q×3q/20×20
1=q²/20×20
q²=20×20
q=20


১৩. মরুভূমিতে প্রধানত আলোর কোন ধর্মের জন্য মরীচিকা দেখা যায়

(A) প্রতিফলন
(B) প্রতিসরণ
(C) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(D) বিক্ষেপনের জন্য

উত্তর :
(C) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

১৪. প্রতিফলনের পরে একটি অলোকরশ্মির কৌণিক চ্যুতি কোন i/2 ও আপতন কোণের i  হয়, i নির্ণয় কর

(A) 42°
(B) 36°
(C) 18°
(D) 72°

উত্তর :
(D) 72°

i/2=180⁰-2i
i=360⁰-4i
5i=360⁰
i=72⁰


১৫. একটি বস্তুকে 20 মিটার / সেকেন্ড বেগে উপর দিকে ছুড়ে দিলে 3 সেকেন্ড পর বস্তুর সরণ কথা হবে? যদি g=10 মিটার /সেকেন্ড² হয়.

(A) 60 মিটার
(B) 45 মিটার
(C) 20 মিটার
(D) 15 মিটার

উত্তর :
(D) 15 মিটার

s=ut-1/2at²
s=20×3-10×3^2/2
s=60-45
s=15


আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Tapan Dalui

BanglaQuiz Telegram Group Quiz Master. Author of Physics section of BanglaQuiz Website.

Related Articles

দেখে নাও
Close
Back to top button