সৌরভ গাঙ্গুলি স্পেশাল কুইজ
আজ ৮ ই জুলাই ভারতের প্রাক্তন অধিনায়ক ও আমাদের সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলির ৫১ তম জন্মদিনে দেওয়া থাকলো সৌরভ গাঙ্গুলি স্পেশাল কুইজ, দাদা সম্পর্কে জানা অজানা কিছু তথ্য। দেখে নাও সৌরভ গাঙ্গুলি স্পেশাল কুইজ।
১. সৌরভ গাঙ্গুলির পুরো নাম কী?
২. আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অভিষেক ঘটে কোন দলের বিরুদ্ধে?
৩. এক দিবসীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির সর্বোচ্চ স্কোর কত?
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১২১ – শচীন টেন্ডুলকার স্পেশাল ]
৪. টেস্ট ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি কতবার দ্বি- শত রান করেছেন?
৫. আইপিলে সৌরভ গাঙ্গুলি কলকাতা নাইট রাইডার্স ছাড়া অন্য কোন দলের হয়ে খেলেছেন?
৬. আইপিলে সৌরভ গাঙ্গুলি কোন দলের কোচ হিসেবে কাজ করেছেন?
[ আরো দেখে নাও : বাংলা কুইজ -সেট ১৩৫ – ক্রিকেটের ইতিহাস ]
৭. সৌরভ গাঙ্গুলি তার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে মোট কত বার ম্যান অব দা ম্যাচ পুরষ্কার অর্জন করেন?
৮. কলকাতা পার্ক স্ট্রিটের একটি অভিজাত রেস্টুরেন্টের মালিক ছিলেন সৌরভ গাঙ্গুলি। এটির নাম কী?
৯. কে সৌরভ গাঙ্গুলি কে প্রিন্স অফ্ কলকাতা আখ্যা দেন?
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল ]
১০. সৌরভ গাঙ্গুলি কবে বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন?
১১. সৌরভ গাঙ্গুলি শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ঐ ম্যাচের পর আর কোন ভারতীয় ক্রিকেটার সন্ন্যাস গ্রহণ করেন?
১২. এক দিবসীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির জার্সি নম্বর কত ছিল?
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৩৭ – খেলাধুলা | Sports Quiz ]
১৩. সৌরভ গাঙ্গুলি কোন বছর পদ্মশ্রী সম্মান পান?
১৪. সৌরভ গাঙ্গুলীর আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কী?
১৫. সৌরভ গাঙ্গুলি কে নিয়ে তৈরি ডকুমেন্টারির নাম কী?
[ আরো দেখে নাও : বিভিন্ন খেলাধুলায় খেলোয়াড় সংখ্যা ]
সৌরভ গাঙ্গুলী সম্পর্কিত আরো কিছু তথ্য :
- সৌরভ গাঙ্গুলি মোট ৪৯ টি টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন,যার মধ্যে ২১ টি ম্যাচে ভারত জয় লাভ করে।
- সৌরভ গাঙ্গুলি মোট ১৪৬ টি এক দিবসীয় ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন,যার মধ্যে ৭৬ টি ম্যাচে ভারত জয় লাভ করে।
- তার অধীনে ভারত ২০০৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ও ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছিল এবং ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও নেটওয়েষ্ট ট্রফির ফাইনালে ভারত জয় লাভ করে।
- বাঁ হাতি এই ব্যাটসম্যান এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে ২২ টি শতক ও ৭২ টি অর্ধশতক করেছেন,
টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে এই সংখ্যা যথাক্রমে ১৬ ও ৩৫.। - আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর করার রেকর্ড রয়েছে প্রিন্স অফ্ বেঙ্গল তথা সৌরভ গাঙ্গুলির নামে। তিনি ১৯৯৯ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রান করেন।
- তিনি একমাত্র ক্রিকেটের যিনি এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে পর পর ৪ টি (4) ম্যাচে ম্যান অফ্ দা ম্যাচ পুরষ্কার অর্জন করেন।
- সৌরভ গাঙ্গুলি ১৯৯৭ সালে অর্জুন পুরষ্কার ও ২০১৩ সালে বঙ্গবিভূষণ পুরষ্কার অর্জন করেন।
- সৌরভ গাঙ্গুলি তার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে শেষ টেস্ট ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে(২০০৮) ও শেষ এক দিবসীয় ম্যাচ খেলেন পাকিস্তানের বিরুদ্ধে(২০০৭).।
- আই এস এল – এ অ্যাটলেটিকো দে কলকাতা টিমের মালিকন হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এছাড়াও তিনি দাদাগিরি নামক কুইজ প্রতিযোগিতার সঞ্চালক হিসাবে কাজ করেছেন।
To check our latest Posts - Click Here
Amazing!
Thanks for your positive feedback