Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৬৮ – রসায়ন । ধাতু ও ধাতু সংকর

Physics MCQ Set – 68

বিজ্ঞান MCQ – সেট ৬৮ – রসায়ন । ধাতু ও ধাতু সংকর

বন্ধুরা দেওয়া রইলো ধাতু ও ধাতু সংকরের  ওপরে ১০টি প্রশ্ন ও উত্তর

১. ম্যাগনেসিয়ামের প্রধান আকরিকের নাম হল-

(A) ম্যাগনেসাইট
(B) হেমাসাইট
(C) বক্সাইট
(D) রেড ব্লেন্ড

উত্তর :
(A) ম্যাগনেসাইট

২. ধাতু সংকর তৈরি হয় কেন ?

  •  (i) জল বায়ুর প্রকোপ থেকে রক্ষা করতে
  •  (ii) ধাতুর কাঠিন্য বাড়ানোর জন্য
  • (iii) দাতুর জারণ ক্রিয়া কমাতে

ওপরের কোনটি/ কোনগুলি সঠিক ?

(A) কেবল (i)
(B) কেবল (ii)
(C) (iii) ও (ii)
(D) সবগুলি 

উত্তর :
(D) সবগুলি 

৩. চারটি ধাতুর মিশ্রণে গঠিত একটি সংকর ধাতু হল-

(A) পিতল
(B) কাসা
(C) জার্মান সিলভার
(D) ডুরালুমিন

উত্তর :
(D) ডুরালুমিন

অ্যালুমিনিয়াম [Al] 95%, তামা [Cu] 4%, ম্যাগনেসিয়াম [Mg] 0.5% এবং ম্যাঙ্গানিজ [Mn] 0.5% -এর মিশ্রিত ধাতু সংকর । ব্যবহার :মোটর গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, বিমানের কাঠামো নানা রকম যন্ত্রাংশ প্রস্তুতিতে ডুরালুমিন ব্যবহার হয় ।


৪. নীচের কোন ধাতুটি তড়িৎ পরিবহন করতে পারে?

(A) তামা
(B) গ্রাফাইট
(C) গ্যাস কার্বন
(D) সব গুলোই

উত্তর :
(A) তামা 

৫. কার্বনের পরিমাণ সর্বাধিক

(A) স্টিল
(B) রট  আইরন
(C) কাস্ট আইরন
(D) কোনোটিতেই কার্বন নেই

উত্তর :
(C) কাস্ট আইরন 

৬. কোন্ ধাতুটিকে ‘আত্মরক্ষায় সমর্থ’ ধাতু বলা হয় ?

(A) Al
(B) Fe
(C) Na
(D) Au

উত্তর :
(A) Al

৭. টিনের পারদ-সংকর ব্যবহার করা হয়

(A) চশমা তৈরিতে
(B) ক্যালোরি মিটার তৈরিতে
(C) আয়না তৈরিতে
(D) থার্মোমিটার তৈরিতে

উত্তর :
(C) আয়না তৈরিতে 

৮. ফুটন্ত জলের সাথে বিক্রিয়ায় H₂ উৎপন্ন করলেও ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় H₂ , উৎপন্ন করে না—

(A) Ca
(B) K
(C) Al
(D) Na

উত্তর :
(C) Al

৯. ক্যালোরিমিটার তৈরীতে ব্যবহার করা হয় –

(A) Cu
(B) Fe
(C) Hg
(D) Na

উত্তর :
(A) Cu 

১০. গিবসাইট কোন ধাতুর আকরিক?

(A) Cu
(B) Zn
(C) Fe
(D) Al

উত্তর :
(D) Al

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Tapan Dalui

BanglaQuiz Telegram Group Quiz Master. Author of Physics section of BanglaQuiz Website.

Related Articles

দেখে নাও
Close
Back to top button