বিজ্ঞান MCQ – সেট ৫৯ – পদার্থবিদ্যা
১. সার্বজনীন গ্যাস ধ্রুবক R এর মান
(A) 0.082 লিটার
(B) 0.82 লিটার
(C) 0.0082 লিটার
(D) 0.000082 লিটার
২. Pv=nRT সমীকরণে PV এর SI একক
(A) J
(B) J. Mol
(C) J/k
(D) J.K
৩. বাস্তব গ্যাসের সূত্র উপস্থাপনা করেন
(A) গে লুস্যাক
(B) চার্লস
(C) বয়েল
(D) ভ্যানডার ওয়ালস
৪. বয়েল সূত্রের p – v লেখচিত্র কি রূপ
(A) সরলরেখা
(B) বৃত্ত
(C) অধিবৃত্ত
(D) সমপরাবৃত্ত
৫. নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের স্থির চাপে তাপমাত্রা 0⁰c থেকে 30 ° c পর্যন্ত করলে গ্যাসটি প্রাথমিক ও অন্তিম আয়তনের অনুপাত হলাে
(A) 90:91
(B) 91 : 101
(C) 91 : 111
(D) 91 : 110
T₁=0⁰c=273k
T₂=30⁰c=(273+303)k =303k
চার্লস সূত্রানুসারে
V₁/T₁=V₂/T₂
V¹/273=v₂/303
V₁/V₂=273/303 =91/101
V₁:V₂=91:101
৬. নীচের কোনটি চাপের একক নয় ?
(A) dyn/cm²
(B) Torr
(C) Bar
(D) N/m
৭. মলাট বাদে তোমার বই এর 200 টি পাতার বেধ 1 cm হলে, একটি পাতার বেধ কত?
(A) 0.005 cm
(B) 0.5 cm
(C) 0.01 cm
(D) 0.1 cm
৮. মোহন সিং বাজার থেকে একটি 20kg ভরের ও 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার চওড়া মাছ কিনে খুব আনন্দিত হলো। এখানে কোনটি ভৌতরাশি নয়?
(A) দৈর্ঘ্য
(B) মাছ
(C) ভর
(D) ভর
৯. উপগ্রহ উৎক্ষেপণ কালে যে সময় মাপক ব্যবহার করা হয়?
(A) ডিজিটাল ঘড়ি
(B) মেট্রোনাম
(C) স্টপ ওয়াচ
(D) সব গুলোই
১০. রাইডার ব্যবহার করা হয় –
(A) সাধারণ ঘড়িতে
(B) মাপনী চোঙে
(C) তুলা যন্ত্রে
(D) ডিজিটাল ঘড়িতে
আরো দেখে নাও :
To check our latest Posts - Click Here